জাহানী
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ১৫ জুন, ২০১৪, ১২:৪৪:৪০ রাত
তোমার বিরহ-প্রেমের অদৃশ্য প্রভাবে
এ হৃদয় গহিনে সৃষ্ট ভাবের অফুরন্ত প্রশান্তের
উচ্ছল তরঙ্গমালার উন্মাতাল নৃত্য থেকে
জন্মনিয়েছিল একটি নতুন ভাষা- ‘তোমাকে ভালোবাসি’
এবং কতবার কতভাবে তোমাকে বলতে চেয়েছি
কিন্তু লজ্জ্বা-শঙ্কা-শঙ্কা-লজ্জ্বার ঘুর্ণিতে পড়ে
আমি বার বার হারিয়ে ফেলেছি সে ভাষা। তার ফলশ্রুতিতে
আজ এ হৃদয়ে জন্ম নিয়েছে কিছু হাহুতাশ আর
দুষ্ট বাতাসে এলোমেলো তোমার অগোচালো চুলের মত
ছন্দহীন ছন্দের কয়েকটি গদ্য কবিতা। বাকিটা বিস্মৃত ইতিহাস।
এ ইতিহাস তুমি না জানলেও
কিংবা এই কবিতাগুলো ঠিকমত না বুঝলেও
হয়তো আমার শত শত পাঠকদের মনে জন্ম নিয়েছে
একটি সহজ প্রশ্ন- ‘কবিতার এই রমণীটা কে?’
তাই আমি মেঘ-রৌদ্রের নিয়ত লুকোচুরির মত
অনেকটা তোমার অবয়বে স্বপ্ন-বাস্তবতার আদলে
আমার কল্পনায় জন্ম দিয়েছি এক রহস্যময়ী নারীকে।
অনেক ভেবে চিন্তে স্বেচ্ছায় তার নাম দিয়েছি-
‘জাহানী’ -মানে আমার পৃথিবী। কারণ
তার সমগ্র সত্ত্বা এবং সমস্ত অস্তিত্ব জুড়ে শুধু আমি আর আমি।
১৪ জুন ২০১৪ খ্রিষ্টাব্দ
বিষয়: সাহিত্য
১৩৮৬ বার পঠিত, ৩৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হুম !!!
ডাল ম্যে কুচ কালা হ্যা...
মন্তব্য করতে লগইন করুন