সেতো নাই!
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ১০ জুন, ২০১৪, ১২:০০:৫০ রাত
(ইসলামী রেঁনেসার কবি ফররুখ আহমদ স্মরণে)
অথৈ নীলের মাঝে হেসে হেসে
জ্যোৎস্নার ফেরিওয়ালা স্বচ্ছ
মেঘের সাথে লুকোচুরি খেলে যায়।
শান্ত দীঘি-অতল সুপ্তির মোহাবিষ্ট মহাবিশ্ব,
শাখী পত্র পল্লবগুচ্ছ নড়ে চড়ে ঝির ঝির হাওয়ায়।
মোহিণী জ্যোৎস্না ধোয়া রজনীর
ডাহুক পাখিটি অশ্রান্ত ডেকে ডেকে যায়।
তিমির আঁধার কেটে কেটে
রঙের খেলায় মেতে আলোর দেবতা হাসে
শুকতারা নিভে যায়।
সেতো নাই!
হালে এসে পানি লাগে- জাহাজ ভাসে
সাত সাগরে ফের এসেছে জোয়ার,
পাহাড় বুলন্দ ঢেউ ফনা তোলে নাচে
নোনা দরিয়ার ডাকে ঘুম ভাঙে নাতো আর।
সেতো নাই!
সাত সাগরের মাঝি- সিন্দাবাদ!
তবে
‘তকদিরে নিরাশার ছবি’ আঁকা রবে?
আর কত ধরণীর পর মুখ গুঁজে পড়ে রবে মানুষের লাশ?
আর কত কেড়ে খাবে শোষক সমাজ ক্ষুধিতের মুখের গ্রাস?
আর কত মজলুমের আর্তনাদে আকাশ বাতাস ভারি হবে?
বল- জবাব দাও।
১৯/১০/১২, রাত-৯.৫৮ টা
বিষয়: সাহিত্য
১৫৬৪ বার পঠিত, ৫৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অন্নেক ভাল্লাগ্লো ধন্যবাদ।
আর কত কেড়ে খাবে শোষক সমাজ ক্ষুধিতের মুখের গ্রাস?
আর কত মজলুমের আর্তনাদে আকাশ বাতাস ভারি হবে?
বল- জবাব দাও।
কবিতার ভাষা জটিল হলে বুঝতে একটু সমস্যা হলেও তবুও ভাল লাগে পড়তে। একেবারে নিচের পংতিগুলো বেশ ভাল লেগেছে। বুঝতে যেমন সহজ তেমনি জাতিকে ঘুম থেকে জাগানোর সাড়া জাগানিয়া কবিতা বটে।
দারুন কবিতা
আপনি ফেবুতে লেখা তেমন দেন না কেন?
Click this link
ভালো কোন কিছু এখন উপেক্ষিত। আপনাকে অনেক ধন্যবাদ
আপনার শুরুটা যত সুন্দর, নজরুলের শুরুটা এত সুন্দর ছিলনা। তাই নিজের আগুনে নিজেে জ্বালিয়ে রাখার শক্তি অর্জন করতে হবে। গন্তব্য ঠিক করতে হবে। মেনে নিতে হবে গন্তব্য যাওয়ার পথে বিভৎস অভিজ্ঞতা গুলোর কথা। তবেইতো আমার আপনার মাঝে ঘুমন্ত নজরুল জেগে উঠবে।
আমরা পৃথিবীর সব সমমনা ব্লগারদের নিয়ে এটি সংঘ করার পরিল্পনা করছি। আপনার অভিমত কি?
স্বাধীনতার নতুন ইতিহাস লেখা হয়েছে ঠিক কিন্তু তা অনেকাংশে বিকৃত। সে ইতিহাস আজ দু ধারায় মনের মাধুরি মিশিয়ে রচিত হয়। স্বাধীনতার উলঙ্গ চেতনার একটি ফাড়া তেনা ছাড়া জনগণ আর কিছু পায়নি!
দেশের কর্তা ব্যক্তিরা আজ জাতিকে ঐক্যবদ্ধ করার বদলে বিভক্ত করায় ব্যস্ত। একটি সুন্দর শোষণমুক্ত সুষম মসাজ ব্যবস্থা প্রতিষ্টার চেয়ে ক্ষমতার চুইল্লে কেলা খাওয়ার লোভ আমাদের নেতাদের হৃদয়ে মারাত্মক ব্যাধির আকার ধারণ করছে। কি হবে এদেশের? এ জাতির ভাগ্যে কিইবা আছে? মহান রবই ভালো জানে।
আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর কমেন্ট রাখার জন্য
মন্তব্য করতে লগইন করুন