শিরোনামহীন...

লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ৩১ মে, ২০১৪, ০৫:২২:২৯ বিকাল



তারিখঃ ৩০ মে, ২০১৪ খ্রিষ্টাব্দ।

স্থানঃ পতেঙ্গা সী-বীচ।

সময়ঃ এক মুখরিত বিকেলের বাঁকে...


............

উচ্ছল দখিনা হাওয়ায় উড়ে তরুণীর এলোমেলো চুল,

গোলাপী ওড়নার গোপন আহ্বান শোনি,

ঠোঁট বাকানো তার মুচকি হাসিতে খেলা করে ছলনার রাজহাঁস,

মন্তর ঢেউ এসে ভিজিয়ে দেয় বিস্তৃত বেলাভূমি,

হৃদয় সমুদ্রে জেগে উঠে সুদর্শন দ্বারুচিনিদ্বীপ।

উদাসী মন, বিভ্রান্ত্র দু’টি চোখ,

আমি শুধু চেয়ে থাকি ভুল করে।

আমি শুধু একা নই এখানে আরো শত শত আগন্তুক

তবু আমি যেন একা আর বিভ্রান্ত দু’টি চোখ।

কেন, কিসের টানে উদ্দেশ্যহীন হেঁটে যায়?

হঠাৎ ধুসর আঁধারে লীন হয়ে যাওয়া রোমান্সকর গোধুলির মত

অসংখ্য আগন্তুকের ভিড়ে সে মিশে যায়,

সে অচেনা তরুনী, কোখায় হারিয়ে যায়।

আমি বজ্রাহত পথিকের মত তবু তার পানে চেয়ে থাকি ভুল করে।

৩১ মে, ২০১৪ খ্রিষ্টাব্দ।

বিষয়: সাহিত্য

১৪৪৫ বার পঠিত, ৫৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

228731
৩১ মে ২০১৪ বিকাল ০৫:৩৪
হতভাগা লিখেছেন : পতেঙ্গা সী-বীচ নিয়ে এটা মনে হয় আজকের ২য় পোস্ট ।

কবিতার শুরু ও শেষে তরুনীর কথা । ভাইজান কি তরুনী দেখতেই কি সী-বীচ গেছিলেন ?

তবে ছবিটা দিছেন তরনীর ।
৩১ মে ২০১৪ বিকাল ০৫:৪৫
175408
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : তাই বুঝি!!! না বেড়াতে গেছিলাম। কিন্তু সাগর, সাগরের চর, সূর্যাস্ত দেখতে গিয়ে খুব বেশি চোখে পড়েছে তরুনীদের। কেউ চরে হাটছে হেলে দোলে, কেউ পানিতে লাফাচ্ছে, কেউ গোসল করছে, কেউ বয় ফ্রেন্ড নিয়ে যা করার তাই করছে। আমি একা ছিলামতো, কি আর করবো এই সব শুধু দেখেই গেলাম। কেউ করে আনন্দ পায়, আর কেউ দেখে আনন্দ পায়। পতেঙ্গা বীচটাই যেন তরুনীময় এখানে তরণী খুব কম!
228736
৩১ মে ২০১৪ বিকাল ০৫:৪৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আগন্তুকের ভিড়ে যদি সে মিশে না যেত তুমি তখন কি করতে সেটা আগে বল ?
আর তুমি তারাতারি এক্কান বিয়ে কর Tongue Tongue
৩১ মে ২০১৪ রাত ১১:২৮
175513
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : সে মিশে না গেলে হয়তো এই কবিতার প্রেক্ষাপট ভিন্ন হতো। আর এই কবিতায় সামান্য একটু ফিলিংসকে অনেক বিশাল করে উপস্থাপিত হয়েছে, এখানো বিয়ের বয়স হয়নি, এখন শুধু দেখে যাওয়ার বয়স। হাহাহা
আর তুমি বিয়ে না করলে আমি কেমনে করবো?Tongue Tongue Tongue
০১ জুন ২০১৪ দুপুর ০১:৪৯
175657
আব্দুল গাফফার লিখেছেন : ছেলেদের একটা সময় আসে যে সময়ে যে মেয়েকে দেখে সেই মেয়েকেই ভাল লাগে তবে ঐ সময়টাতে বিয়া করা যায় না।তাই অবিয়াতেরা সাবধানTongue
০১ জুন ২০১৪ বিকাল ০৪:২৪
175752
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : সত্তর বছরের বুড়িরে লালশাড়ি পরাইয়া ঠোঁটে লিপস্টিক লাগাইয়া দিলেও নাকি পোলা পাইনরা পাগল হয়ে যায়। আচ্ছা মেয়েরা কি কখনো কারো জন্য পাগল হয় না? তাদের কি কোন সময় আসে না? আমরা তাদের জন্য পাগল হয়ে যায় তারা হয় না ক্যান?হাহাহাহা
০১ জুন ২০১৪ রাত ১০:১০
175941
আব্দুল গাফফার লিখেছেন : হা হা গবেষণা শুরু করেন শাহীন ভাই আর আপনি ব্যর্থ হলে আমি টাই করবো Rolling on the Floor Rolling on the Floor
228745
৩১ মে ২০১৪ সন্ধ্যা ০৬:১০
সিটিজি৪বিডি লিখেছেন : ভালো লাগলো--কবিরা প্রকৃতিও নারী নিয়ে বেশী কবিতা লেখে কেন?
৩১ মে ২০১৪ রাত ১১:৩৮
175514
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ভালো লাগার জন্য অনেক ধন্যবাদ। প্রকৃতি এবং নারী যেন একাকার! এই দুয়ের মাঝে কবিরা হয়তো কিছু খুঁজে পায়। এই ‘কিছু’ অনেক বিস্তৃত...Good Luck Good Luck Good Luck
228749
৩১ মে ২০১৪ সন্ধ্যা ০৬:২৪
ছিঁচকে চোর লিখেছেন : কবিদের মনে প্রেম সবসময় খেলা করে বলেই এই অবস্থা। আমার অবশ্য যেনতেন মেয়ে দেখলে প্রেমে পড়তে ইচ্ছে করে না।
৩১ মে ২০১৪ রাত ১১:৪১
175515
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : পৃথিবীর সব মেয়েদের মাঝে লুকিয়ে থাকে একটি ছন্দময় প্রেমের নদী আর প্রতিটি পুরুষ সেই গোপন নদীর মোহময় সূধা পান করতে চায়। কবিরা হয়তো গভীর দৃষ্টি দিয়ে সবার মাঝে সে নদীর দেখা পায়। কারো কাছে যেনতেনটা অন্যের কাছে হয়তো মহা রাণী বিলকিসের মতো! তাই নয় কি?
228778
৩১ মে ২০১৪ রাত ০৮:৩৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বাসারপাশের থেকে দেখেছেন না বিচে গিয়েছিলেন।
৩১ মে ২০১৪ রাত ১১:৪৬
175516
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : জী সবুজ ভ‍াই বীচে গিয়েছিলাম, প্রায় সময় বীচে/নেভালে যাওয়া হয় কিন্তু কবিতা প্রায় সময় লিখা হয় না। আর যাওয়ার মাঝে ভিন্নতা থাকে...Good Luck Good Luck Good Luck
228828
৩১ মে ২০১৪ রাত ১১:২৭
ভিশু লিখেছেন : খুব ভালো লাগ্লো...Happy Good Luck
০১ জুন ২০১৪ রাত ১২:১৩
175518
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আপনার ভালোল্গায় আমারও খুউব ভালো লাগছে, ধন্যবাদGood Luck Good Luck Good Luck
228840
০১ জুন ২০১৪ রাত ০২:২৭
প্যারিস থেকে আমি লিখেছেন : কি আর লিখি, কি আর বলি Love Struck Love Struck Love Struck
০১ জুন ২০১৪ দুপুর ০৩:১৮
175682
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আপনি তো যে কবিতা লেখা শুরু করে দিলেন আমরা এখন ভয়ে আছি আমাদের কবিতা কোথায় লুকাবে! যা ইচ্ছা তাই কইতে পারেনGood Luck Good Luck Good Luck
228863
০১ জুন ২০১৪ রাত ০৪:৩৬
বৃত্তের বাইরে লিখেছেন : কবিতা সুন্দর হয়েছে Good Luck Roseসী বীচের আরো ছবি দিয়েন। ভালো লাগলো Good Luck
০১ জুন ২০১৪ দুপুর ০৩:২৩
175690
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকেGood Luck Good Luck Good Luck অনেক ছবি দিতে ইচ্ছে করে কিন্তু একটা ছবি লোড নিতে যতক্ষণ লাগে মাথাডা গরম হয়ে যায়। পতেঙ্গা বীচ নিয়ে বড় একটা পোস্ট লেখার চিন্তাভাবনা আছে, ঐটাতে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
228874
০১ জুন ২০১৪ সকাল ০৭:৪৬
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আমুসি... এসব খি? I Don't Want To See নীল পরীর দেখা মেলেনি সাগর পাড়ে? Yahoo! Fighter Yahoo! Fighter
০১ জুন ২০১৪ দুপুর ০৩:২৮
175699
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : সুপাহা তুমি কি কানা? দেখতে পাচ্ছো না, তরুণীর প্রেমে পড়ছি! নীলপরী? সব জায়গায় সে আসবে কেন? একটা আর কত, অরুচি চলে আসছে....
০১ জুন ২০১৪ দুপুর ০৩:৫৪
175725
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Crying Crying Crying Crying
০১ জুন ২০১৪ বিকাল ০৪:৩৬
175757
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : এ কথা শোনেই কান্না? বউ দেখলে তুমি কি শুরু করবা আল্লাহই জানে...
০১ জুন ২০১৪ বিকাল ০৪:৫৫
175768
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : হু হু বউ দেখলে.... Love Struck Love Struck যাক পাবলিক প্লেসে বল্লাম না...... Don't Tell Anyone Don't Tell Anyone
১০
228880
০১ জুন ২০১৪ সকাল ০৯:২৩
egypt12 লিখেছেন : ভালো তড়িৎ প্রেমানুভুতি Happy
০১ জুন ২০১৪ দুপুর ০৩:৩১
175704
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : হুম হাসান ভাই। আমার এক ফ্রেন্ড বলতো রাস্তা ঘাটে গাড়িতে চলতে ফিরতে অনেক ললনাদের দেখি, তাদের প্রেমেও পড়ে যায়। আড়াল হতে হতেই কিংবা গাড়ি থেকে নামার সাথে সাথেই তা চলে যায়। এটা আসলে ক্ষণিকের প্রেম। আর কবিদের মনে প্রেম সব সময় খেলা করে। অনেক ধন্যবাদ আপনাকেGood Luck Good Luck Good Luck
১১
228891
০১ জুন ২০১৪ সকাল ০৯:৪৬
সায়েম খান লিখেছেন : এরই নাম কি ভালবাসা ...?
০১ জুন ২০১৪ দুপুর ০৩:৩৬
175707
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : এরই নাম গোপন প্রেম...! অনেক ধন্যবাদ সায়েম ভাইকেGood Luck Good Luck Good Luck
১২
228909
০১ জুন ২০১৪ সকাল ১০:১৮
ইমরান ভাই লিখেছেন : ইদানিং ব্লগাররা খুব ফ্রেমে পড়তেছে.... Tongue
প্যারিস ভাই বিরহে ভগতাছে.... Tongue
হারিকেনের বউ চাই..... Tongue
আমুসির নীল পরি চাই.... Tongue

ব্লগপাড়ায় ফ্রেম আর ফ্রেম....... Tongue Tongue
০১ জুন ২০১৪ সকাল ১০:৫৬
175591
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : হারিকেনের বউ দরকার অইবো কিল্লাই? হেতিনি নাকি আরেকজনের বউ হওনের কথা!
হগলে যদি ফ্রেমে পইড়া যায় আপনে একা একা কারে নিয়া থাইকবেন?
০১ জুন ২০১৪ দুপুর ১২:৪১
175630
ইমরান ভাই লিখেছেন : হারিকেনের বউ লাগবো আফনার তো বাঘীনি লাগবো বউ দরকার নাই...Tongue Tongue

হাইয়ুম ফ্রেমে হরতে নচাই...হাইয়্যর ফ্রেম আছে এককান....Rolling Eyes Rolling Eyes phbbbbt phbbbbt Tongue
০১ জুন ২০১৪ দুপুর ১২:৫৯
175642
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : গ্যঞ্জাম্যা অযথা গ্যাঞ্জাম লাগায় কিল্ল্যা্ই? মাইরকে ভুতেও ডরায়... বাগতো কোন ব্যাপারই না.... আমার হাতুড়ি কয়? Surprised Surprised Frustrated Frustrated
০১ জুন ২০১৪ দুপুর ০১:০২
175645
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : তুমিতো বউ এর ফ্রেমে বন্দি..... Love Struck Love Struck @ইম্রুদাদা
০১ জুন ২০১৪ দুপুর ০৩:৪৮
175714
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ইমরান ভাই তুমি কার পেরেমে পড়ছো তা তো বলনি। লুকাইয়া লুকাইয়া ভাবির লগে টা্ঙ্কি মার? দাড়াও হাতুড়িটা কই?
০১ জুন ২০১৪ দুপুর ০৩:৪৯
175715
ইমরান ভাই লিখেছেন : হুম ঠিক বলছো হ্যারি...Love Struck Love Struck
০১ জুন ২০১৪ দুপুর ০৩:৫৭
175731
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : গ্যাঞ্জাম স্যার আপনি একটা গ্যাঞ্জাম লাগাইয়া দিলেন সুপাহা কি আসলে কোন মাইয়া নাকি পুরুষ??? ঐ সুপাহা তাড়াতাড়ি বল তুমি মাইয়া নাকি পোলা নাকি হিজড়া???Tongue Tongue Tongue
০১ জুন ২০১৪ বিকাল ০৪:৫৬
175769
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আমার সঙ্গিনিটা হপে 'মাইয়া'Love Struck বিয়ের পর হপে আমার বউ.... এখন বুঝতে পারছো? Tongue Tongue @আমুসি
০১ জুন ২০১৪ রাত ১১:০৭
175976
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : হুম বুঝতে পারছি সুপাহা ভাই। ইম্রুদাদা কিন্তু তার ব্যাপারে কিছুই বলেনি...Tongue
০২ জুন ২০১৪ সকাল ০৮:০৭
176050
ইমরান ভাই লিখেছেন : আমারে হাতুড়ি দেখায়া লাভ নাই ...আ-মুসি Tongue Tongue Tongue

হ্যারি, তোমার লম্বা চুলের একটা ছাবি তুলে দাও সবাই বিশ্বাস করবে যে তুমি ছেলে....Tongue Tongue
০২ জুন ২০১৪ দুপুর ০৩:১৪
176228
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : হ্যারির লম্বা চুল!Tongue মানেটা রহস্যময়!Tongue Tongue
০২ জুন ২০১৪ দুপুর ০৩:৩৬
176241
ইমরান ভাই লিখেছেন : Big Grin
১৩
228920
০১ জুন ২০১৪ সকাল ১০:৫৪
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আঁই কিচ্ছু ন হইয়ুম। গত হালিয়া সাদা হালা মনের মানুষুর উগ্যে পোস্টত এক্কান মন্তব্য গরগিলাম। এতাল্লাই আর হনো মন্তব্য গরিত ন পারির।
০১ জুন ২০১৪ দুপুর ০১:০১
175644
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আমুসি (আলমগীর মুহাম্মদ সিরাজ) আর "সাদা হালা মনের মানুষু" কি এক জিনিষ না কি, গ্যাঞ্জাম?Worried Worried
০১ জুন ২০১৪ বিকাল ০৪:০৪
175741
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : সাদা হালা মন আর আলমগীর মুহাম্মদ সিরাজ অবশ্যই ভিন্ন ব্যক্তি। দুটি আলাদা সত্ত্বা। কেউ যদি মনে করেন একই তবে তিনি ১০০% ভুল করবেন।
১৪
228922
০১ জুন ২০১৪ সকাল ১১:০১
আহমদ মুসা লিখেছেন : খুবই উচ্চ মার্গের শব্দরাজি দিয়ে কবিতার মালা পড়তে অবশ্য ভালই লাগছিল যদিও আমাদের মত অদমরা একটু কম বুঝি কবিতার ভাষা।
আপনাকে ধন্যবাদ।
০১ জুন ২০১৪ বিকাল ০৪:০৬
175742
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : শুক্রবারে সীবীচে গিয়েছিলাম। কিছু লেখার ইচ্ছে ছিল না, কেন যেন তাৎক্ষণিকভাবেই এটা লিখলাম। অনেক ধন্যবাদ স্যার আপনাকেGood Luck Good Luck Good Luck
১৫
228986
০১ জুন ২০১৪ দুপুর ০১:৫৭
আব্দুল গাফফার লিখেছেন : লাইক Rose Star Good Luck
০১ জুন ২০১৪ দুপুর ০৩:৫৪
175726
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : পিচ্চিটা.. Crying Crying Crying Crying
০১ জুন ২০১৪ বিকাল ০৪:০৮
175745
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : শুধু লাইক! আর কিছু বলবেন না?Good Luck Good Luck Good Luck
০১ জুন ২০১৪ বিকাল ০৪:৫৭
175770
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ও ব্যথা পাচ্ছে তো....Crying Crying
০১ জুন ২০১৪ রাত ১০:২১
175944
আব্দুল গাফফার লিখেছেন : আমি মোবাইল থেকে অনলাইনে ছিলাম তাই ইচ্ছা থাকলে কিছু লেখতে পারিনি ,কেমন আছেন আপনি? হারু ভাইয়া পিচ্চিটা আসলে অনেক দুষ্ট কাউকে না জানি বড়ই গাছে চড়তে চেয়েছিল কেউ দেখে ফেলায় কান্নার ভান করছে Crying
০১ জুন ২০১৪ রাত ১১:০৪
175973
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : এই তো আছি! বেকার মানুষ যেমন থাকে...
ও সত্যি সত্যি ব্যথা পাচ্ছে হাহাহাহা! আপনার এই ছবিটা কি বাস্তব, নাকি এডিট করা?
০২ জুন ২০১৪ রাত ০৪:৫৩
176035
আব্দুল গাফফার লিখেছেন : নেট থেকে পাওয়া তাই বলতে পাচছিনা।Love Struck
১৬
229759
০২ জুন ২০১৪ রাত ০৯:৪৬
পিন্টু রহমান লিখেছেন : woow!!!!
দারুণ!!!
কোন একদিন ঠিক হাজির হবো।
০৩ জুন ২০১৪ রাত ১২:২১
176501
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : অনেক ধন্যবাদ ‍আপনাকে। স্বাগতম আমার পৃথিবীতে Rose Rose Rose
আমাকে না জানিয়ে আসলে কিন্তু খবর আছে কারণ আমি থাকি বীচের একদম পাশে...
১৭
229788
০২ জুন ২০১৪ রাত ১১:১৯
ওয়াচডগ বিডি লিখেছেন : এই যায়গা টাকে খুব মিস করি।
০৩ জুন ২০১৪ রাত ১২:১৬
176499
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : একদিন সময় করে চলে আসেন....
১৮
230322
০৪ জুন ২০১৪ সকাল ০৬:৩২
কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত লিখেছেন : বেশ লিখেছেন কবি
০৪ জুন ২০১৪ সকাল ১১:১৭
177065
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : বহুত ধন্যবাদ আপনাকেGood Luck Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File