সেই রাতে...
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ৩০ এপ্রিল, ২০১৪, ১১:৪৪:০৫ সকাল
মনে হয় রুনা লায়লার গান হবে। ‘যখন থামবে কোলাহল/ ঘুমেক নিঝুম চারিদিক/ আকাশের উজ্জ্বল তারাটা মিট মটি করে শুধু জ্বলছে/ বুঝে নিও তোমাকে আমি ভাবছি/ তোমাকে কাছে ডাকছি...’ এই গানটি শোনার পর আমার মনে একটা আবেশ তৈরি হয়েছিল, সেই আবেশ থেকেই এই কবিতাটি।
.
.
যখন রাতের আঁধার এসে চাদর পরাবে ধরায়
সুপ্তির নায়ে চড়ে শান্ত পৃথিবী মৌনসাগরে হারায়
আকাশের উজ্জ্বল তারাটির মতো
নির্ঘুম দু’টি আঁখি মেলে
আমি যেন কোন এক নিশাচর পাখি শুধু জেগে রই,
নির্ঝর জ্যোৎস্নায় নিশুতি রাজ যেন মায়াবিনী
শীতল হাওয়ার কোমল স্পর্শ
কামনার সাগরে ঢেউ তোলে
রাতের ছায়ারা তুমি হয়ে হাতছানি দিয়ে যায়,
শেষ বিকেলের নিমগ্ন বকের মতো
আমি ডুবে থাকি তোমার ভাবনায়
বুঝি কল্পনার রঙিন ভুবনে
ক্লান্ত পথিক হয়ে তোমাকে খুঁজে যায়,
সাথীহারা রাতজাগা পাখিটি সুকরুণ সূরে কেন ডেকে যায়?
এ যেন তোমার শূন্যতা
বিরহী সূর তোলে হৃদয় বীণায়।
এই সেই পথ ঘুরে আমি হয়তোবা আসবো শেষে
অপেক্ষার দীপ জ্বেলে তুমিও সেই রাতে জেগে থেকো রাঙা বেশে!
বিষয়: সাহিত্য
১৩৫০ বার পঠিত, ৪০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আম্নারে বুঝি নীলপরী নয় জ্বীনপরী এ পাইছে তাই রুপ পরিবর্তন করতেছে ঘনঘন @সিরাজ
তবে ভাই রুনা লায়লার গানটির একটু ইতিহাস আছে। এটি একটি ইংরেজি গানের অনুবাদ। গানটি বিখ্যাত উপন্যাস "দি ম্যান অন ফায়ার" যার মাসুদ রানা এডাপটেশন "অগ্নিপুরুষ" তাতে মাসুদ রানার প্রিয় গান হিসেবে লিখা হয়েছিল।
কিভাবে কলমকে আরো চালানো যায় একটা পরামর্শ দেন তো।
মন্তব্য করতে লগইন করুন