মনের কথা
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ২৫ এপ্রিল, ২০১৪, ০১:০১:৫৪ দুপুর
কত জনার প্রেমে পড়ি
জীবন চলার ভাজে
মনের কথা জনের কাছে
বলতে নারি লাজে।
মনের কথা-বন্দী পাখি
নিত্য তোলে সূর
মনের কথা মুখের কথা
তফাৎ বহুদূর।
বন্দীর পাখির করুণ সূরে
দেয় না সাড়া কেউ
মনের কথা মনের মাঝেই
ঢুকরে কাঁদে ভেউ।
মনের মাঝে উঠছে বেজে
গোপন প্রেমের সূর
কত শ্রাবণ ঝরলে আসে
কাঙ্ক্ষিত সেই হুর?
অব্যক্ত সেই কথাগুলো
বলবো প্রণয় সাঝে
সেই সে কথা আর কতদিন
রাখবো মনের মাঝে?
২৪ এপ্রিল, ২০১৪ খ্রিষ্টাব্দ।
বিষয়: সাহিত্য
১৯৫০ বার পঠিত, ৩৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মনের কথাগুলো অকপটে বলেদাও
আমার সহ্য হচ্ছেনা আর কিছুতেও
একটি মনের ব্যাথা বুঝবে শুধু ব্যথিত মন
টিটকারী করে হাসবে অন্য সব আপনজন।
‘অব্যক্ত সেই কথাগুলো
বলবো প্রণয় সাঝে’
এখানে ‘প্রণয় সাঝ’ বলতে মধুর সেই রাতকে বুঝানো হয়েছে, একটু খেয়াল করলে বুঝবেন। ধন্যবাদ আপনাকে, মনের ব্যাথা বুঝার জন্য। যাক বাবা একজন একি পথের পথিক পেয়ে গেলাম...
জীবন চলার ভাজে
মনের কথা জনের কাছে
বলতে নারি লাজে
অসাম ভাই অসাম
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْإِيمَانُ بِضْعٌ وَسَبْعُونَ شُعْبَةً وَالْحَيَاءُ شُعْبَةٌ مِنْ الْإِيمَانِ
From Abu Huraira from the Prophet (sas) who said: "Faith is some seventy odd parts and shame is one of the parts of faith." (মুসলিম শরীফ)
আরেকটি হাদীসে আছে:
إذا لم تستح فاصنع ما شئت (If You Have No Shame - Do Whatever You Wish)।
আরও দেখুন এখানে - এখানেও
আপনাকে অনেক ধন্যবাদ সংবাদটি দেওয়ার জন্য
আমার কিন্তু বেড ইফেক্ট হচ্ছে না, সো আমি এটাকে রোগ মনে করছি না হাহাহাহ
আর হারিকেন(আপু নাকি ভাইয়া জানি না) আপনি কাঁদেন ক্যান?
ফেলছ কেন দীর্ঘশ্বাস,
পড়লে প্রেমে বুঝবে তবে
উঠবে নিত্য নাভিশ্বাস।
রাতদিনে যার হয়নাকো গুম
প্রেমের নেশা দিন কাটায়
দেনা পাওনায় হয়না শেষ
মন পাওয়া যে বড় দায়।
তবু মিছে ইচ্ছে করে
ভাসি প্রেমের সাগরে
প্রেম রসিক সব প্রেমের পাগল
হাসে মানুষ নগরে।
আপনার কবিতা কমেন্ট অনেক দারুন হয়েছে। ধন্যবাদ
গোধুলিবেলার
ক্লান্ত পাখির
কাকলি-
কি যেন বলিতে চায়-
কিছু তার বলে যায়-
কিছু কথা যায় তবু না বলি-
"না-বলা কথা"র চেয়ে লোভনীয়-মোহনীয় কথা আর হয়না!
তাই "না-বলা কথা"র ভান্ডার যিনি খালি করে ফেলেন তিনি দুর্দশাময় জীবনের মুখোমুখি হন
অতএব-
সাবধান!!!!
‘অব্যক্ত সেই কথাগুলো
বলবো প্রণয় সাঝে’
মনের অব্যক্ত সব কথা একজনের সাথেই হবে, তাও সেই মধুর প্রণয়ের রাতে।
এই বাজারে কবিতার অচেতন পাঠকই বেশি! অনেক ধন্যবাদ সুন্দর কথাগুলোর জন্য
মন্তব্য করতে লগইন করুন