গাইল 
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ০৬ এপ্রিল, ২০১৪, ০৮:৫৭:১০ রাত
‘গাইল’ চট্টগ্রামের একটি আঞ্চলিক শব্দ। শুদ্ধ বাংলায় গালি। এই শহরে প্রতিদিন চলতে ফিরতে প্রতিনিয়ত বিচিত্র মানুষ/ঘটনা ইত্যাদি চোখে পড়ে। কিছু মানুষ/ঘটনা ইত্যাদি দেখে মজা পেলেও, আর কিছু ঘটনায় মাথাটা চুলার তাবার মত গরম হয়ে যায়। তৎক্ষণাৎ কিছু কিছু পাবলিক গালি দিয়ে দিলেও, আমরা পারি না। মনে মনে খুব গোস্সা লাগে। সো এই বিচিত্র ঘটনা/মানুষগুলোকে ছড়ায় ছড়ায় গালি দেওয়ার চিন্তা করতেছি। কেমন হবে বন্ধুরা?
ভূমিকা________
বিচিত্র এই পৃথিবীতে
আজব একখান দেশ
রঙ ঢঙ আর বাহারীতে
মচৎকার তার বেশ।
হাসি কাশি কান্না বাসি
তামাশার নাই শেষ
তোমার আমার সবার
প্রিয় সোনার বাংলাদেশ।
ছড়ায় গড়ায় হবে এবার
তিতা মধুর গাইল
কথা শোনে দিয়েন না দৌড়
ধরে জমির আইল।
বিষয়: সাহিত্য
১২৭৯ বার পঠিত, ২৯ টি মন্তব্য





































পাঠকের মন্তব্য:
তামাশার নাই শেষ
তোমার আমার সবার
প্রিয় সোনার বাংলাদেশ।
কবিতার ভাষায় আপনার প্রকাশ সত্যিই চমৎকার। ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন