সিবিএফ চট্টগ্রামের চা চক্র Tongue

লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ০৫ এপ্রিল, ২০১৪, ০৯:১৮:১০ রাত

কালকে থেকে আমাদের এখানে কারেন্ট নাই। কম্পিউটার তো দূরের কথা, মোবাইলও সিগনাল দিতে শুরু করছে। তাই লেখাটি পোস্ট করতে পারিনি


গতকাল রাতে। ঠিক কয়টার দিকে মনে নেই। তবে দশটার আগেই হবে। ফেইসবুকে ঘুরছিলাম। বন্ধুদের পোস্ট পড়া, লাইক, কমেন্ট করতে করতে ক্লান্ত প্রায়। এমন সময় হঠাৎ মোবাইলে বেজে উঠলো সেই পরিচিত টোনটি- 'টোনটেউ টেউ...' অনেকটা এ রকমই। মোবাইলটা হাতে নিয়ে দেখি বাহার ভাইয়ের ফোন। মানে সিবিএফ'র কেন্দ্রীয় আহ্বায়ক বিশিষ্ট ব্লগার চাটিগাঁ থেকে বাহার ভাই। ওনাকে ভাই বলতে আমার কেমন যেন একটু সঙ্কোচ লাগে। লাল দাঁড়ি, নূরানী চেহারার মানুষটাকে আমার 'আঙ্কেল-আঙ্কেল' মনে হয়। বয়স, চেহারা-চুরত সব মিলিয়ে ওনি প্রায় আমার মেজ চাচার মতই (হা হা হা)। যাই হোক, সালাম দিয়ে ওনি মিষ্টি সূরে বললেন, আলমগীর ভাই কেমন আছেন? আমিও সালাম দিলাম। কুশল বিনিময়ের পর ওনি জানালেন- শুক্রবার বিকাল চারটায়, চট্টগ্রাম ওয়ার সিমেট্রিতে সিবিএফ চট্টগ্রামের 'চা চক্র', আপনি আসবেন তো? আমি সম্মতি জানিয়ে, আবার সালাম বিনিময়ের মাধ্যমে কথা শেষ।

শুক্রবার জুমার নামায শেষে সাড়ে তিনটার দিকে আমি রওনা দিলাম চিটাগাং ওয়ার সিমেট্রির উদ্দেশ্যে। প্রতিমধ্যে প্রিয় ব্লগার নজরুল ভাই ফোন দিয়ে বললেন চিটাগাং ইয়ারপোর্টে যেতে। আমি যেতে পারবো না বলে দিলাম, বিকজ আমি আমাদের বাসা থেকে আপুর বাসায় গেলাম। সেখান থেকে প্রোগ্রামের উদ্দেশ্যে...। নজরুল ভাইকে সেটা বুঝাতে পারিনি (সরি নজরুল ভাই)। জ্যামের নগরী চট্টগ্রামের কয়েকটা জ্যামের গিট্টু ছিড়ে কোন মতে এসে পৌঁছলাম আগ্রাবাদে। এরই মধ্যে কথা হল বাহার ভাইয়ের সাথে। ওনারা সবাই ইতোমধ্যে ওয়ার সিমেট্রিতে এসে গেছেন বলে জানালেন। তাছাড়া চট্টগ্রামের প্রতিটি মোড়ে মোড়ে এখন এত বেশি স্পীড ব্যাগার যে, গাড়ির ঝাকুনিতে আমাদের মত যুবকদেরও মাজায় খবর পৌঁছিয়ে দেয়।

দেওয়ান হাট এসে হঠাৎ দেখি বিশিষ্ট প্রবাসী ব্লগার 'বিদ্রোহী নজরুল' ভাইয়ের ফোন। ওনি দেশে এসেছেন -আমি আগেই জানতাম। আমি কোথায় জানতে চেয়ে, ওনি প্রোগ্রামে আছেন বলেই জানালেন। এরই মধ্যে এসে গেলাম জিইসিতে। গাড়ি থেকে নেমে হাঁটতে লাগলাম গোলপাহাড় মোড়ের উদ্দেশ্যে। মেট্রো হাসপাতালের সামনে পৌঁছতেই ইজিপ্ট১২ ভাইয়ের ফোন। নরম কোমল কণ্ঠে বললেন- ‘সিরাজ ভাই আপনি টাইগার পাসে চলে যান, ওয়ার সিমেট্রি বন্ধ, আমরা ওখানে যাচ্ছি।’ কিন্তু আমি যে প্রায় চলে এলাম? হাসান ভাই বললেন- তাইলে একটা রিক্সা নিয়ে আপনি চট্টেশ্বরী রোড়ের মুখে দাঁড়ান, আমরা ওখানে আসতেছি। ওকেই।

চট্টেশ্বরীর মুখে শ্রী শ্রী কৃষ্ণানন্দ মন্দিরের সামনে আমি অপেক্ষা করতে লাগলাম। ততক্ষণে দুটি সেন্টার ফ্রুট মুখে দিয়ে জাবর কাটতে লাগলাম। (যারা সেন্টার ফ্রুট খান তাদের জন্য পরামর্শ- একটা কিছুক্ষণ চিবানোর পর আরেকটি ঢুকিয়ে দিবেন, একসাথে দু'টি -মজাই আলাদা।) একটা মুহুর্ত পার না হতেই ওনারা চলে এলেন। সালাম বিনিময়ের পর হাসি মুখে বুকে টেনে নিলেন বাহার ভাই। সাথে ছিলেন বিশিষ্ট ব্লগার সিকদার ভাই (ওনাকে আমার দাদা বলায় উচিৎ), ছিলেন আহমদ মুসা স্যার (ওনাকে ছোট চাচা বলা যায়), রিদওয়ান কবির সবুজ ভাই (খুব ফানি একজন মানুষ, ওনি নাকি বেকার আবার জমিদারও), সালাহউদ্দিন নাসিম ভাই, আবু উবায়দা আরাফাত ভাই (ওনার প্রায় আমার সমবয়সী), মাহমুদুল হাসান ভাই মানে ইজিপ্ট১২ (ওনার সাথে আমার সম্পর্কটাই অন্যরকম, ভাষায় বুঝানো যাবে না), অবশেষে সেই বিদ্রোহী নজরুল ভাই। সাথে আরো দু'জন ছিল, বাহার ভাইয়ের সুইট কিউট আশরাফুল আর মুজাহিদ, হাতে ব্যাট বল। চার, ছক্কা হই হই...

চট্টেশ্বরী রোড় থেকে হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে আমরা চলে এলাম জমিয়তুল ফালাহ -বিশ্ব মসজিদে। মসজিদের সামনে সিড়িতে বসেই হয়ে গেল আমাদের অনেক কথা। কথার মাঝখানে বিদ্রোহী নজরুল ভাইয়ের পক্ষ থেকে ছিল- লেমন টি আর দুটি করে বিস্কুট। দারুন হয়েছিল। মাগরিবের নামায পড়ে, একটু হেঁটে আমরা গেলাম সিকদার দাদার দোকানে। ফার্নিচারের দোকান ( আপনাদের কারো লাগলে যোগাযোগ করতে পারেন। আপনাদের জন্য বিশেষ ছাড় থাকতে পারে।) ওনার দোকানে বসেই হল আমাদের মজার আড্ডা। কথা হল অনেক ব্লগ নিয়ে। টুডের কথা তো ছিলই। টুডের সাহসী সম্পাদক আর মডু মামাদের উপর্যোপুরি প্রশংসার খই ফোটালেন সবাই। বাকশালী সরকারের আগ্রাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে, ইসলামী ও জাতীয়তাবাদী ব্লগারদের মতপ্রকাশের অনন্য ফ্ল্যাট ফরম টুডে ব্লগকে অক্ষত রাখা ও টিকিয়ে রাখার জন্য টুডে পরিবারকে স্যালুট।

কথা হয়েছিল অনেক জনপ্রিয় ব্লগার ও তাদের লেখা নিয়ে। আহমদ মুসা স্যার আর বিদ্রোহী নজরুল ভাই সামনাসামনি আমার এত্তগুলা প্রশংসা করে আমাকে অনেক লজ্জা দিলেন। নজরুল ভাইতো কয়েকবার বললেন, আমি কবিতার বই বের করলে ওনি নাকি আর্থিক সহযোগিতা দিবেন। নজরুল ভাই আপনার এই কথাটি আমার জন্য অনেক বড় পাওয়ানা, আপনাকে সালাম। কবিতার বই বের করে, পাঠকদের হাতে তোলে দেওয়ার মত কবিতা, আমার মনে হয় আমি এখনো লিখিনি। যাক সে কথা, এরই মাঝে সমাধা হয়ে গেল ডিম ভাজি, পরটা আর কোল ড্রিংক্স পেটে চালান দেওয়ার কাজ। অবশেষে ফেরা, যেই যার গন্তব্যে...

বিঃদ্রঃ ছবি তোলার মত মোবাইল লেখকের নেই, সো ছবি দেওয়া যায়নি...তাছাড়া ছবি দিলে আপনাদের লেইস্সোও পড়তে পারে....হা হা হা

বিষয়: বিবিধ

১৬৯৫ বার পঠিত, ৫১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

202944
০৫ এপ্রিল ২০১৪ রাত ০৯:২৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মোবাইলটা হাতে নিয়ে দেখি বাহার ভাইয়ের ফোন। মানে সিবিএফ'র কেন্দ্রীয় আহ্বায়ক বিশিষ্ট ব্লগার চাটিগাঁ থেকে বাহার ভাই। ওনাকে ভাই বলতে আমার কেমন যেন একটু সঙ্কোচ লাগে। লাল দাঁড়ি, নূরানী চেহারার মানুষটাকে আমার 'আঙ্কেল-আঙ্কেল' মনে হয়। বয়স, চেহারা-চুরত সব মিলিয়ে ওনি প্রায় আমার মেজ চাচার মতই (হা হা হা)। At Wits' End At Wits' End
সাথে ছিলেন বিশিষ্ট ব্লগার সিকদার ভাই (ওনাকে আমার দাদা বলায় উচিৎ), ছিলেন আহমদ মুসা স্যার (ওনাকে ছোট চাচা বলা যায়), রিদওয়ান কবির সবুজ ভাই (খুব ফানি একজন মানুষ, ওনি নাকি বেকার আবার জমিদারও), সালাহউদ্দিন নাসিম ভাই, আবু উবায়দা আরাফাত ভাই (ওনার প্রায় আমার সমবয়সী), মাহমুদুল হাসান ভাই মানে ইজিপ্ট১২ (ওনার সাথে আমার সম্পর্কটাই অন্যরকম, ভাষায় বুঝানো যাবে না), অবশেষে সেই বিদ্রোহী নজরুল ভাই। সাথে আরো দু'জন ছিল, বাহার ভাইয়ের সুইট কিউট আশরাফুল আর মুজাহিদ, হাতে ব্যাট বল। চার, ছক্কা হই হই... Tongue Tongue
ব্লগারদের মতপ্রকাশের অনন্য ফ্ল্যাট ফরম টুডে ব্লগকে অক্ষত রাখা ও টিকিয়ে রাখার জন্য টুডে পরিবারকে স্যালুট।
Good Luck Good Luck
বাহরে ছোট্রদা Rose Good Luck Rose
আমার আর কিছু বলার নেই ,
০৫ এপ্রিল ২০১৪ রাত ১০:১৪
152403
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : যাহ্ এব্বেরে তোমার লগে গোস্সা হয়ছিTongue , তুমি কিছু বললে গম লাগতো...পিলিজ তুমি একটা গান ধরো...
০৫ এপ্রিল ২০১৪ রাত ১০:৫১
152424
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : গান আমি জানি না ,নাচতে ও পারিনা ,তবে ছকিনা কইলে একটা গাইতে পারি Tongue Tongue
০৫ এপ্রিল ২০১৪ রাত ১১:০৬
152431
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ছকিনার ছুডু বইন কইলে গাইবা না? সূর দেওয়ার দরকার নাই, উচ্চাঙ্গ সংগীতের মত এ্যা এ্যা এ্যা...কইরা গায়লেও হবে, সো জলদি কর...
০৫ এপ্রিল ২০১৪ রাত ১১:১৩
152433
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এ্যা এ্যা.এ্যা এ্যা.এ্যা এ্যা.এ্যা এ্যা.Crying Crying Crying Crying Crying Crying
০৫ এপ্রিল ২০১৪ রাত ১১:৫৭
152457
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : এই বয়সে যদি গানের গলা এমন হয়, তবে তোমার জন্য খারাপি আছে। সকিনার মারে কি দিয়া পাগল করবা? কৃষ্ণের মত বাঁশি বাজায়তে জানো তো?
০৬ এপ্রিল ২০১৪ রাত ১২:০৫
152467
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আবার জিগায় ?
০৬ এপ্রিল ২০১৪ রাত ০১:১০
152478
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : জিগায়া লাভ নাই...
202951
০৫ এপ্রিল ২০১৪ রাত ০৯:৩২
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। দাদা ভাই Waiting Waiting Waiting
আমি দাড়ি না রাখলে ( নাউজুবি্ল্লাহ ) আপনার চাচার মতই লাগত। আপনাদের সাথে কথা বলতে আমারও সমস্যা হয় । আমার ভাতিজারা আপনাদেরই বয়সি । তাই আপনাদের বয়সিদের সাথে কথা বলতে প্রায় সময় তুমি সম্বোধনটা চলে আসে । যদিও ভদ্রতার খাতিরে আটকে রেখে আপনি বলি।
০৫ এপ্রিল ২০১৪ রাত ১০:২০
152405
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহ। দাদা ভাই আপনি আমাকে তুমি করে বললে বরং আমার আরো বেশি ভালো লাগবে, সো সামনে আপনি আমাকে তুমি করে বলবেন। নইলে কিন্তু...
202962
০৫ এপ্রিল ২০১৪ রাত ১০:০২
নীল জোছনা লিখেছেন : ছবি তোলার মত মোবাইল লেখকের নেই, সো ছবি দেওয়া যায়নি...তাছাড়া ছবি দিলে আপনাদের লেইস্সোও পড়তে পারে....হা হা হা Tongue Tongue Tongue Tongue Tongue
০৫ এপ্রিল ২০১৪ রাত ১০:২২
152406
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : এতো পয়েন্ট থাকতে আপনি এটা দিলেন কেন বুঝলাম না?Tongue Tongue Tongue
202991
০৫ এপ্রিল ২০১৪ রাত ১০:২৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমারে ফানি বানাইয়া দিলেন!!!
অ্যাঁ অ্যাঁ। Crying Crying Crying

আমি ভাই আসলেই বেকার!!! দেশিয় টেলিকম কোম্পানি গুলি বন্ধ করে আমার মত কয়েকহাজার প্রকেীশলিকে এখন ভিক্ষার থালা নিয়া রাস্তায় বাহির করাইয়া দিয়েছে সরকার।

তাও ভাল আমারেও চাচা বানান নাই। সিকদারর ভাই এর মত ইয়ং মাইন্ডেড মানুষ রে দাদা বানাইলেন!!!
তবে একটা কথা সত্যিই ছোট করে হলেও আপনার একটা বই প্রকাশ হওয়া উচিত।
০৫ এপ্রিল ২০১৪ রাত ১১:১৩
152434
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : চট্টেশ্বরী থেকে হাঁটার সময় আপনার কথাগুলো দারুন মজা দিয়েছিল। তাই আপনাকে ফানি বললাম। বললাম তো আমার কবিতাগুলো এখনো বই হওয়ার যোগ্যতা অর্জন করতে পারেনি...। তাছাড়া এখন কবিতার তেমন আবেদনও নাই, কবিদের কোন দাম নাই। মনের আনন্দে-বিরহে লিখি। দোয়া করেন, দেখা যাক কি হয়...
203005
০৫ এপ্রিল ২০১৪ রাত ১০:৪৫
ইশতিয়াক আহমেদ লিখেছেন : ইসসসসস ,আমার বাড়ি যদি চট্টগ্রাম হইত....
০৫ এপ্রিল ২০১৪ রাত ১১:১৯
152435
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : এ রকম অনেকেই বলে! আফসোস করেন! চট্টগ্রামের কোন একটা কলেজে এসে ভর্তি হয়ে যান...আফসোস অনেকটা কমবে আশা করি...
203017
০৫ এপ্রিল ২০১৪ রাত ১০:৫৬
ভিশু লিখেছেন : ভালো লাগ্লো...Happy Good Luck
০৫ এপ্রিল ২০১৪ রাত ১১:২১
152436
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ধইন্নোবাদ...Love Struck Love Struck Love Struck
203021
০৫ এপ্রিল ২০১৪ রাত ১১:০১
শিশির ভেজা ভোর লিখেছেন : যাক সে কথা, এরই মাঝে সমাধা হয়ে গেল ডিম ভাজি, পরটা আর কোল ড্রিংক্স পেটে চালান দেওয়ার কাজ। অবশেষে ফেরা, যেই যার গন্তব্যে...

চালান করে দিলেন?
০৫ এপ্রিল ২০১৪ রাত ১১:২২
152437
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : শুভ কাজে দেরী করাটা ঠিক না! তাই...
অনেক লম্বা একটা থেংক্স......
203084
০৬ এপ্রিল ২০১৪ রাত ১২:৪৭
মেরাজ লিখেছেন : এ জার্নি বাই/টু চা-চক্র। Kiss
০৬ এপ্রিল ২০১৪ রাত ০১:০৮
152477
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : চমৎকার কমেন্ট! ভালো লাগলো!
203093
০৬ এপ্রিল ২০১৪ রাত ০১:২৯
বিদ্রোহী নজরুল লিখেছেন : আপনাদের সাথে নিজকে সম্পৃক্ত করতে পেরে সত্যিই গর্ববোধ করছি।

জানিনা রথী-মহারথী এই মিলনমেলা আবারও কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে।

০৬ এপ্রিল ২০১৪ সকাল ০৯:২০
152536
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : কি যে বলেনননা! আমার মত ছেলেটাও যে আপনাদের মাঝে আছে -ভাবতে অন্য রকম লাগে। আপনাদের সাথে থাকতে পেরে আমি দিন দিন ধন্য হয়ে উঠছি। মনের কোন থেকে একটা ধন্যবাদ ছবি দেওয়ার জন্য
১০
203108
০৬ এপ্রিল ২০১৪ রাত ০২:২২
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : তোমাদের জন্য অনেক অনেক শুভ কামনা।

আধা শিক্ষিত মানুষ চাচা।
০৬ এপ্রিল ২০১৪ সকাল ০৯:২৬
152541
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আপনাকে নিয়ে এভাবে লিখতাম। আমাদের সাথে ছিলেন না বিশিষ্ট ব্লগার আধা শিক্ষিত মানুষ (ওনার নামটা আধা শিক্ষিত হলেও কাজ করে ফুল শিক্ষিত মাইনস্সের মত। ওনাকে আমি এখনো দেখিনি তাই ওনাকে কোন স্তরের চাচার সাথে তুলনা করা যায় তা বলতে পারছি না)
অনেক ধন্যবাদ আপনাকেও
০৬ এপ্রিল ২০১৪ দুপুর ১২:১৮
152615
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : বাউউউরে। গুরা ফুয়ায় কি কয়?
০৬ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৪৪
152619
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ও মোর আল্লাহরে...আপনি তো দেহি চিটাইংগা কইতাছেন। এই জামানার গুরা পোলারা নাকি বুড়ার....হাহাহা
০৬ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫২
152652
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : আরা আর খইত নো ফারি।
০৬ এপ্রিল ২০১৪ রাত ০৮:২৩
152792
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আর খইত-ন, হবে আঁরা আর হইত ন পারি...হা হা হা
১১
203135
০৬ এপ্রিল ২০১৪ সকাল ০৯:০১
egypt12 লিখেছেন : ইজিপ্ট১২ (ওনার সাথে আমার সম্পর্কটাই অন্যরকম, ভাষায় বুঝানো যাবে না) Big Grin Big Grin
০৬ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৩২
152543
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ইজিপ্ট১২(ওনার নরম কোমল কণ্ঠটা আমাকে খুব আকৃষ্ট করে, ওনি একজন চমৎকার কবি। হাঁটতে হাঁটতে ওনার সাথে কথা হয়েছিল বর্তনাম সময়ের কবি ও কবিতা নিয়ে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যাদের এখন আদর্শ হিসেবে উপস্থাপন কর‍া হচ্ছে তাদেরকে নিয়ে)
অনেক ধন্যবাদ বড় ভাই...
০৬ এপ্রিল ২০১৪ সকাল ১০:৫৬
152577
egypt12 লিখেছেন : ধন্যবাদ সিরাজ ভাই Love Struck Love Struck
১২
203148
০৬ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৩৮
আহমদ মুসা লিখেছেন : আপনার লেখা অনেক সুন্দর হয়েছে। কিন্তু আপনি লিখেন কম। বিশেষ করে কবিতা ছাড়াও অন্যন্য বিষয়েও লেখালেখি করার অনুরোধ রইল। আপনাকে ধন্যবাদ। এ মুহুর্তে হাতে সময় কম। তাই বিস্তারিত মন্তব্য করতে পারছি না। লেখালেখি নিয়মিত চালিয়ে যান।
০৬ এপ্রিল ২০১৪ সকাল ১১:১০
152582
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আমি বহুত বড় একজন আলসিয়ে মানুষ। অনেক ভাবে চাই কিন্তু আলসি আমাকে ছাড়ে না, নাকি আমি আলসিকে ছাড়ি না -বুঝি না! স্যার প্লিজ একটু পরামর্শ দিবেন এই ব্যাপারে...
১৩
203205
০৬ এপ্রিল ২০১৪ দুপুর ১২:০০
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : চমৎকার লেখা, একেবারে অগ্নিবীণার মত ।
বিশেষ ভাবে ধন্যবাদ জানাতে হয় বান্দরবানের পাদদেশ থেকে আসা প্রবাসী ভাই নজরুল ইসলাম কে । আহমদ মুসা ভাই এসেছিলেন পটিয়া থেকে, আপনি এসেছিলেন পতেঙ্গা থেকে । সিবিএফ এর প্রতি এই ভালবাসা/টান যেন থাকে যুগ যুগ ধরে ।
ধন্যবাদ প্রাপ্য সকলে, ধন্যবাদ প্রাপ্য শিকদার ভাই ।

০৬ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৪৫
152620
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : বিশেষ ভাবে ধন্যবাদ জানাতে হয় বান্দরবানের পাদদেশ থেকে আসা প্রবাসী ভাই নজরুল ইসলাম কে ।...ওনার আন্তরিকতা দেখে আমি তো বিস্মিত হলাম। একটা চা চক্রের জন্য কতদূর থেকে এলেন। যারা আসছে সবাইকে আন্তরিক ধন্যবাদ। কিন্তু যে মানুষটা সবাইকে একত্রিত করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে- ওনাকে সালাম
০৭ এপ্রিল ২০১৪ রাত ১২:২৮
152891
বিদ্রোহী নজরুল লিখেছেন : আপনাদের সাথে নিজকে সম্পৃক্ত করতে পেরে সত্যিই গর্ববোধ করছি।

জানিনা রথী-মহারথী এই মিলনমেলা আবারও কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে।

আমি স্বপ্ন দেখি হয়তো আবারও কোন এক শুভক্ষণে আপনাদের সাথে মিলিত হতে পারব।

স্পেসালি বাহার ভাইকে স্যালুট জানাই,উনার মত একজন সংগঠক আমাদের সাথে আছেন বলেই আমরা ঐক্যবদ্ধ ভাবে পথ চলতে পারছি। <:-P <:-P
০৭ এপ্রিল ২০১৪ সকাল ০৭:২৪
152941
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : স্পেসালি বাহার ভাইকে স্যালুট জানাই,উনার মত একজন সংগঠক আমাদের সাথে আছেন বলেই আমরা ঐক্যবদ্ধ ভাবে পথ চলতে পারছি। একদম রাইট কথা।
আশা করি আবার দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ!
১৪
203290
০৬ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:১৪
ইবনে আহমাদ লিখেছেন : মাশাআল্লাহ - দেখে তো মনে হচ্চে বিপ্লব খুবই কাছাকাছি। নিয়মিত আড্ডা দেবার পরামর্শ। আমরা প্রবাস থেকে আপনাদের সাথে আড্ডা দেব।
০৬ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৭
152780
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : বিপ্লবকে সফল করতে হলে, আমাদেরকে আরো বেশি কলেজ ইউনিভার্সিটির ছাত্র শিক্ষকদের সাথে আনতে হবে...আপনাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য। ইনশাআল্লাহ, আপনারা থাকলে তো আড্ডার শেষই হবে না....
১৫
203383
০৬ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:১৭
ফাতিমা মারিয়াম লিখেছেন : সবাই মিলে চমৎকার সময় কাটিয়েছেন Bee Rose Rose Rose
০৬ এপ্রিল ২০১৪ রাত ০৮:২০
152785
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : অনেক মজার একটা সময় পার করলাম। আপনারা থাকলে হয়তো এই আড্ডা ইতিহাসে স্থান করে নিত...Good Luck Good Luck Good Luck
১৬
203630
০৭ এপ্রিল ২০১৪ সকাল ০৬:০২
প্যারিস থেকে আমি লিখেছেন : কি সব আবুল তাবুল!মুই কিচ্ছু বুঝিয়ার না।
০৭ এপ্রিল ২০১৪ সকাল ০৭:২১
152940
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আপনার এখনো বুঝার বয়স হয়নি হা হা হা হাTongue Tongue Tongue Tongue
১৭
204809
০৯ এপ্রিল ২০১৪ রাত ১২:৩৪
মোবারক লিখেছেন : ভালো লাগলো
০৯ এপ্রিল ২০১৪ রাত ০১:০২
153820
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : অনেক ধন্যবাদ
১৮
205912
১১ এপ্রিল ২০১৪ রাত ১২:৩১
নূর আল আমিন লিখেছেন : চাচা চাচা ভাব
১৪ এপ্রিল ২০১৪ সকাল ১১:২৯
156086
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আপনারে চাচা ডাকমু না!
১৯
214807
২৯ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৩৫
সুমাইয়া হাবীবা লিখেছেন : এগিয়ে চলুন...শুভ কামনা রইলো। Happy Happy Rose Rose
২৯ এপ্রিল ২০১৪ রাত ০৯:৪১
163258
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ! কিছু দূর গেলে আমার ব্র্যাকে সমস্যা করে, তারপরও দেখা যাক কতদূর যেতে পারি এই সিবিএফ’র সাথে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File