পরীক্ষার হলে ছড়া
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ২৪ মার্চ, ২০১৪, ০৫:৩৯:৩৬ বিকাল
আর কতটুক লিখলে হবে
পরীক্ষাটা শেষ
টেস্ট পরীক্ষার টেনশনেতে
ক্লান্ত আমি বেশ।
পড়া পড়া এত্ত পড়া
লেখা শুধুু লেখা
লেখাপড়ার মধ্য দিয়েই
অনেক কিছু শেখা।
লিখতে গেলেই কণ্ঠ দিয়েে
আসে শুধু গান
গানটা তেমন পারি নাতো
বহুত পারি ফান।
গান-ফান আর কাব্যরা সব
জ্যাম করে দেয় মাথা
লেখা তবু হয় নারে শেষ
শেষ হয়ে যায় খাতা।
24/03/2014
বিষয়: বিবিধ
১৩২৮ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পরীক্ষায় ব্যস্ততায় যায় না চোখের ঘুম
বই খাতা সব পেলে দিছি হাতে নিছি বোম।
কষ্ট করে পড়া শুনার আছে কি আর দরকার
আমরা হলাম সোনার ছেলে চাকরী দিবে সরকার
পরীক্ষাটা শেষ
টেস্ট পরীক্ষার টেনশনেতে
ক্লান্ত আমি বেশ।
ছন্দের তালে তালে কবিতা খুব সন্দর হয়েছে। কোথায় কি পড়ে কিছুই জানা হলনা। ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন