অথচ সেই তুমি

লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ০৯ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:৪৯:৩৪ রাত



কোন এক পৌষের দুপুরে হঠাৎ

কাল বোশেখীর মত তুমি এসেছিলে

পূর্ণিমার চাঁদ হয়ে হৃদয়-প্রশান্তে

অশান্ত তোলপাড় তোলেছিলে

আমিও অতি ‍আবেগী হয়ে রূপকথার নীলপরী সাজিয়ে

মনের সিংহাসনে তোমাকে বসিয়েছিলাম

হৃদয়ের প্রতিটি অনুভূতি দিয়ে

কত যে ভালো বেসেছিলাম,

অথচ সেই তুমি

একটিবারও আমাকে বুঝনি -বুঝতে চাওনি

আমার সহজ শব্দ-সরল কথাগুলোর মানে কখনো খুঁজনি

রবঞ্চ আমাকে একাকী ফেলে

কোন স্বর্গীয় সুখের সন্ধানে

দখিনা হাওয়ার স্রোতে নাও ভাসালে,

হৃদয় আকাশটা সাজিয়ে-প্রেমের খেলায় মাতিয়ে

গোধুলির মত ক্ষণিকেই

কোন অচেনা আঁধারে তুমি লুকালে?

তাই আমি আজ এক নির্বাক কবি

পলকে-অপলকে শুধ‍ু দেখে যায়-

‘তোমাকে ঘিরে সাজানো রঙিন স্বপ্নগুলো

কোন এক পড়ন্ত বিকেলে

শীতের শুকনো পাতার মত উত্তুরে হাওয়ায় ঝরে যায়।’


আর ক্লান্ত পথিকের মত

এখনো নিরন্তর হেঁটে যায়

জীবন গোলার্ধে এক সুরভিত বসন্তের আশায়।

বিষয়: সাহিত্য

১৩২৪ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

174816
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:০২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বাহ বাহ কবি দারুন হয়েছে
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:০৩
128052
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ইশ্ ইশ্ ইশ্ হেতি পালায় গেছে...
174822
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:০৯
বুসিফেলাস লিখেছেন : হেতিরে ধরি আন টেরাইবুনালে বিচার হইব...মন ভাঙ্গাও মানবতা বিরোধী অপরাধ
০৯ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:১৩
128135
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ভাই হেতি তো নীলপরী! কল্পনায় আসে আবার চলে যায়, ধরা যায় ছোঁয়া যায়...তই পাইলে কিন্তু শায়েস্তা কইরা দিমু যাতে...
174823
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:১০
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৯ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:১৬
128136
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : Rose Rose Rose Good Luck Good Luck Good Luck অনেক ধন্যবাদ
174849
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৪:৫৩
প্যারিস থেকে আমি লিখেছেন : নির্বাক কবি, বাহ বাহ বাহ।
০৯ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:২১
128139
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : একটি অনুভূতিহীন হৃদয়কে বুঝতে পারেন...
174877
০৯ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:২৫
আওণ রাহ'বার লিখেছেন : দারুন লাগলো শুকরিয়া শুভকামনা Good Luck
০৯ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:১৬
128137
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : Rose Rose Rose Good Luck Good Luck Good Luck অনেক ধন্যবাদ
175033
০৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫৫
egypt12 লিখেছেন : হুম কেমন কেমন যেন লাগছে নীল পরী আর নীল ডানা মিলে যাচ্ছে Happy
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:১৩
128417
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : কেন যে মিলে যাচ্ছে কে জানে? কবিতা হয়তো কাল্পনিক ব্যাপার, বাস্তবতাও কিছুটা থাকে হয়তো!
175131
০৯ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫২
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : সুন্দর কবিতা। Rose Rose Rose
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:২৪
128426
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে!
175255
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৪৫
বিন হারুন লিখেছেন : Rose অনেক অনেক ভাল লাগল Rose
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:১৯
128496
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ...
177297
১৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:২৫
আবু আশফাক লিখেছেন : বরাবরের মতোই সুন্দর। অনেক ধন্যবাদ।
১৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৪৯
130449
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : বরাবরই আমি সুন্দর লিখি!!!???
১০
181019
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:২৭
মুমতাহিনা তাজরি লিখেছেন : সুন্দর।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৪১
133902
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আপনি যেহেতু এই কবিতাটি পড়ছেন, তো আপনাকে একটি অনুরোধ‘শুভ্র কপোতী’ কবিতাটি একবার পড়ুন প্লিজ প্লিজ প্লিজ। কারন সেই কবিতার প্রেক্ষাপট থেকে এই কবিতার জন্ম!
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩৬
134039
মুমতাহিনা তাজরি লিখেছেন : ঠিক আছে পড়ব।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File