চোখে চোখে কথা

লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ০৩ জুলাই, ২০১৩, ১২:০৬:৩৯ রাত

এই তো সেদিন

তার সাথে দেখা হয়েছে

মুখে নয় চোখে চোখে কথা হয়েছে !

অচেনা প্রিয়ার চকিত নয়ন

হৃদয়ের তারে তারে

তোলেছে কি কম্পন!

পলকে পলকে আমাকে কাছে ডেকেছে

মুখে নয় চোখে চোখে কথা হয়েছে!

Rose Rose

চুলগুলো এলোমেলো

হাওয়ায় দোলে দোলে

না জানি কি বলে গেলো

শুধু শুনেছি পিয়ানোর সূর যেন বেজেছে

মুখে নয় চোখে চোখে কথা হয়েছে!

Rose Rose

তার উড়ো উড়ো মন

যেন মাতালী রিদম

তার আঁকাবাঁকা চলন

প্রেমের সায়রে তোলপাড় তোলেছে

মুখে নয় চোখে চোখে কথা হয়েছে!

Rose Rose

চেতন- অচেতন

এভাবে কেটে গেছে

লুকোচুরি কিছু ক্ষণ

তার প্রেমে এ মন বিভোর হয়েছে

মুখে নয় চোখে চোখে কথা হয়েছে!

Rose Rose

পিছু হেঁটেছি কিছু দূর

শুনিনি নিক্কন

হয়ত পরেনি নুপুর

দু’একবার সে পিচু ফিরে দেখেছে

মুখে নয় চোখে চোখে কথা হয়েছে!

Rose Rose

‘তুমি খুব সুন্দর’

-তারে বলবো তাই

কত ভেবেছে অন্তর

আমাকে সে ভুল বুঝেঝে

মুখে নয় চোখে চোখে কথা হয়েছে!

বিষয়: সাহিত্য

১৯৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File