একদিন বাঙালি ছিলামরে.....

লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ৩০ এপ্রিল, ২০১৩, ১১:১৯:৪৫ রাত

(একতারা বাজাইয়ো না দুতরা বাজাইয়ো না গান অবলম্বন)



(একতারা)

এখন একতারা আর বাজে না দুতরা আর বাজে না

ড্রাম আর গিটার আইলরে

ঢোল তবলা বাজিলে মনে পইড়া যায়

একদিন বাঙালি ছিলামরে



(ঢোল)

(তবলা)

কেউ লুঙ্গি শাড়ি পড়ে না

ধুতি গামছা বাঁধে না

টাইট প্যান্ট র্শট কামজি আইলরে

লুঙ্গি শাড়ি পড়িলে মনে পইড়া যায়

একদিন বাঙালি ছিলামরে



(লুঙ্গি)

(বাঁশি)

কেউ বাংলা গান আর করে না

জারি সারি ধরে না

হিন্দি ইংলশি আইলরে

র্মুর্শিদা বাউল শুনিলে মনে পইড়া যায়

একদিন বাঙালি ছিলামরে



(গিটার)

বিষয়: সাহিত্য

৩৬৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File