হেরার রশ্মি জ্বলে
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ৩০ এপ্রিল, ২০১৩, ১২:৪৯:২০ রাত

এখনো তুই ব্যস্ত সকালের খবর নিয়ে?
কখন যে হয়েছে দুপুর।
আদিত্য উঠেছে মাথার উপর
ঝরছে প্রখর রোদ্দুর।
অতীত নিয়ে কেনরে তুই ব্যস্ত এত বল?
কখন ভাটার শেষ হয়েছে
আসছে জোয়ার জল।
বর্তমানও যাচ্ছে চলে,
আসছে ভবিষ্যৎ।
এখনি তোর সঠিক সময়,
করবি নতুন শপথ।
চোখের লোনা জল মোচে তুই
উঠবি হেসে- জাগবে প্রাণ।
পরাজয়ের গ্লানি ভুলে
আনবি বিজয়, আসবে মান।
শক্ত হাতে হাল ধর্ মাঝি
পাল তোলে দে নায়ের
ভাসাও তরী নতুন করে
শঙ্কা জাগে কিসের?
আল্লাহ- রাসুল পাথেয় তোর
ভয় নেই ওরে ভয় নেই
দুস্তর মহা সিন্ধুর আজি
করতে হবে জয়।
পাহাড়সম ঢেউ দেখে তুই
পাসনে মোঠেও ভয়
হেসে হেসে ভয়গুলো সব
করতে হবে জয়।
মাস্তুলে তুই নেরে বেঁধে
পাঁচ কালেমার নিশান
কাণ্ডারী তোর মুহাম্মদ- সরওয়ারে জাহান
ঢেউ ভেঙ্গে তোর চলবে তরী
সম্মুখে অভিরাম
পত্ পত্ করে উড়বে তখন
কালেমার ঐ নিশান।
আবশেষে সন্ধ্যা হবে
আঁধার নামবে পাঠে
লাল সূর্য অস্ত যাবে
ফিরবে সবাই ঘাটে
তবুও তুই চলবি ছুটে
থামবি নাতো মোটেও
বিজয় নিশান উড়াতে হবে
দূর অজানার ঘাটে 
হতাশ মোটে হবি নাকো
রাত নেমেছে বলে
সম্মুখে ঐ দেখরে চেয়ে
হেরার রশ্মি জ্বলে।
সে আলোতে পথ দেখে
তুই চলবি অভিরাম
মাঝে মাঝে মারবি জোরে
ভাটিয়ালির টান!
বিষয়: সাহিত্য
১৪১৬ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন