একমুঠো ভালোবাসা দিয়ো
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ২৫ এপ্রিল, ২০১৩, ১০:৫২:০২ রাত
তুমি শান্ত পুকুর-
সুপ্ত প্রেমের গুপ্ত আকর
নিবিড় লাজুকতায় ঘেরা।
সেই লাজুকতা ছিড়ে আমি ঢিল ছুটতে চাই
শান্ত পুকুরে
সুপ্ত আকরে
তুমি অনুমতি দাও প্রিয়ো!
সেখানে শুরু হবে
এক প্রচণ্ড আন্দোলন
কি অব্যক্ত তোলপাড়
চারদিক ভাসিয়ে নিতে চাইবে
এক অবিনাশি ঝড়!
সেই আন্দোলন থামিয়ে
আমি ভেসে যেতে চাই অবিনাশি বন্যায়
প্রিয়ো,
আর কারে নয় শুধু
আমায় সঙ্গে নিয়ো!
সেখানে শুধু দু’জনে
দু’জোড়া সলাজ নয়ন
চেতন অচেতনে ভাসবো
এক নির্লজ্জ পরিনয়ে মাতবো
প্রিয়ো,
ফিরে দিয়ো না আমায়
একমুঠো ভালবাসা দিয়ো!
বিষয়: সাহিত্য
১৮৫০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন