বাবা আমার মেয়ের জন্য এমন একটা পাত্র দেখ, "তার দাড়ি থাকতে পারবেনা, আর এত নামায কালাম না করলেও হবে। তবে ধার্মিক হতে হবে।"

লিখেছেন লিখেছেন েনেসাঁ ১২ জানুয়ারি, ২০১৪, ০৬:০৬:৫৭ সন্ধ্যা



আমার এক আত্মীয়া বললেন ওনার মেয়ের জন্য পাত্র দেখতে। বললেন "তবে দাড়ি থাকতে পারবেনা, আর এত নামায কালাম না করলেও হবে। তবে ধার্মিক হতে হবে।"

আমি বললাম জি আন্টি, অনেক ভাল পাত্র আছে হাতে, দাঁড়িও নেই, নামাজ কালাম পড়েনা, তবে অনেক ধার্মিক। ছেলের নাম নারায়ণ চক্রবর্তী। কথা বলব নাকি ?

উনি চোখ গরম করে বললেন "কি বেয়াদব ছেলেরে বাবা, ফাইযলামি কর আমার সাথে

?"

আমি বললাম, ফাইযলামি তো আপনি করলেন আমার সাথে, আর সবসময়ই করে আসছেন ইসলাম "ধর্ম" নিয়ে।

আন্টি বললেন, যাও লাগবেনা দেখা পাত্র। দরকার নাই তোমার মত হুজুর।

আমি বললাম 'হুজুরদেরও মনে হয় খুব দরকার নাই আপনাদের মেয়েদের"

"

"

"

অভিজ্ঞতা থেকে বলছি ব্যাবসা/চাকরি, লিভিং স্ট্যান্ডার্ড, বন্ধু বান্ধব, ফ্যামিলির সাথে ভাল সম্পর্ক, পাবলিক ইমেজ -- সব ঠিকঠাক রেখে যে ধর্মটা পালন করা যায় তার নাম ইসলাম না । (সংগৃহীত)

বিষয়: বিবিধ

১২৬৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

161772
১২ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
নামাজ-রোজা লাগবেনা। দাড়ি থাকতে পারবেনা কিন্তু ধার্মিক হবে! এই সোনারপাথরবাটি তার কন্যার জন্য পেয়েছেন কি?
161776
১২ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৬
বিদ্যালো১ লিখেছেন : sheram bollen boss... :P
161778
১২ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৮
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : সত্যিই সেলূকাস m/ m/ m/ m/
161785
১২ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
শফিউর রহমান লিখেছেন : সেই আন্টি (আসলে আমাদের সমাজের অনেকেই) ধার্মীক বলতে কি বোঝে বা বুঝাতে চায়?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File