বাচ্চাদে কপি-পেষ্ট:

লিখেছেন লিখেছেন মিজবাহ ১২ জানুয়ারি, ২০১৪, ০২:১৪:১১ দুপুর

বাচ্চাদে কপি-পেষ্ট:

কপি-পেষ্ট, ০১: একদিন আমি নামাজ শেষ করার পর হঠাত করে অন্য রুম থেকে আমার বড় ছেলে মাসরুর(৩বছর ২মাস) এসে বল্ল বাবা আমার সাথে নামাজ পড়(ঐ দিন আমি একা নামাজ পড়েছিলাম) এবং শিখিয়ে দিচ্ছিল কিভাবে হাত তোলে নিয়ত করতে হয় ইত্যাদি...........

কপি-পেষ্ট, ০২:

বাসায় প্রবেশ করে সে আসসালামুআয়ালাইকুম ( আগে সঠিকভাবে সালাম দিতে পারতোনা) বলার পর সে কান্না করতে থাকে। বল্লাল কান্না করছেন কেন? সে বলে মা আসসালামুআয়ালাইকুম ( সে বলেতে চাচ্ছে ওয়ালাইকুমুস সালাম) দিচ্ছেনা কেন? আমি বল্লাল মা-তো বাসায় নেই। পরে মা আসা পর্যন্ত জামা-জুতা কিছুই না খুলে বসেছিল।

সুপ্রিয় ভাইও বোনেরা বাচ্চাদেরকে যদি আমরা ভাল কিছু শিখাই তবে তারা তাই করবে (ব্যতিক্রমতো সবসময় ব্যতিক্রমই) আর বিপরীতটিও চরম সত্য!!

বিষয়: বিবিধ

১১৪০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File