ক্রিকেটে ম্যাচ পাতানোর দায়ে মোহাম্মাদ আশরাফুলের সাজা হলে, নির্বাচন পাতানোর জন্য দায়ীদের কি সাজা হওয়ার দরকার ?

লিখেছেন লিখেছেন েনেসাঁ ০৮ জানুয়ারি, ২০১৪, ০১:১২:০৯ দুপুর



ক্রিকেটে ম্যাচ পাতানোর দায়ে মোহাম্মাদ আশরাফুলের সাজা হলো সে জাতীয় ও আর্ন্তজাতিক সকল খেলা থেকে বিরত থাকবে। ‍যদিও এই আশরাফুলই বাংলাদেশের ক্রিকেটে ফুল হয়ে ফুটে মাত্র ১৬ বছর বয়সে অভিষেক ম্যাচে টেষ্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সে টেষ্ট সেঞ্চুরী করে বিশ্ব রেকর্ড গড়ে ছিল। তার অপরাধ ছিল স্পট ফিক্সিং এর সাথে সে জড়িত ছিল, যদিও সে তা অকপটে স্বীকার করেছিল।তাই তার সাজা।

সাজার কারণ ম্যাচ পাতনো। তাহলে আমরা বিবেকবান সকল মানুষই স্বীকার করে বলবো ম্যাচ পাতানোটা একটা অপরাধ। অনুরূপ ভাবে আমরা বলতে পারি,বাংলাদেশের সংবিধান অনুযায়ী জাতীয় ‍নির্বাচনে ভোট প্রয়োগ করা সকল নাগরিকের মৌলিক অধিকার। যারা পাতানো নির্বাচন আয়োজন করে লক্ষ কোটি ভোটের অধিকার ছিনিয়ে নিল তাদের কি কোন সাজা হওয়া উচিৎ নয় ? বিবেকবান সকল মানুষের কাছে আমার প্রশ্ন থাকলো।

আর হ্যাঁ, পাতানো ম্যাচ খেলার জন্য শুধু মোহাম্মাদ আশরাফুলের বিচার হয়েছে কিন্তু বিসিবির নয়। তাই পাতানো নির্বাচনের জন্য সমগ্র বাংলাদেশকে কেন আজ সাজা পেতে হবে ? সাজা তো হবে তাদের যারা পাতানো নির্বাচনের সাথে জড়িত।

ভারত, আমেরিকাসহ সকল আর্ন্তজাতিক সম্প্রদায়ের এই দিকগুলো বিবেচনা করা উচিৎ।

বিষয়: বিবিধ

১৬৩৩ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

160360
০৮ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:১৭
হতভাগা লিখেছেন : আশরাফুলের মত বিশ্ববোকা দুনিয়াতে আর একটাও পাওয়া যাবে না ।

বর্তমান দুনিয়াতে অন্যায় করে অন্যায় স্বীকার করে কেউ !

তাকে তো ট্রেস করা হয়েছিল , শ্রীকান্ত - চাভানদের সূত্র ধরে । ওরা তো এটা অস্বীকারই করেছে এবং ওদের পক্ষে উকিলও এসেছে ।

একটি দল না আসলে উপস্থিত দল ওয়াক ওভারই পায় । এতে রেফারীর দোষ কি বা আয়োজকেরই বা দোষ কি ?

প্লেয়ার জোগাড় করতে না পারলে বা ঠিক মত অনুশীলন না করতে পারলে বা খূবই শক্তিশালী প্রতিপক্ষ হলে ওয়াক ওভারের ঘটনা ঘটে ।

আগে থেকেই যদি খেলা পাতানো হবে বলে ঘোষনা হয়ে থাকে তাহলে দর্শকরা মাঠে এলো কেন ?

নাই নাই করতে করতে কিন্তু ৪০% ভোট পড়েছে এই হাঁড় কাঁপানো শীতেও আর ১৮ দলের ব্যাপক হাঙ্গামা সত্ত্বেও ।
160693
০৯ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৪১
আবরণ লিখেছেন : @হতভাগা। হায় হতভাগা! এটা আপনি কি বললেন? আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন.... ৫ জানুয়ারীর দুই নম্বরী নির্বাচনে ৪০% ভোট পড়েছে? যত বড় মিথ্যুকই হোক তারও হয়ত মিথ্যা বলার সীমাবদ্ধতা আছে। কিন্তু ৫ জানুয়ারীর নির্বাচনী ফলাফল নিয়ে যে মিথ্যা কথাটা বলা হচ্ছে (৪০% ভোট প্রদান সংক্রান্ত)তার কোন সীমাবদ্ধতা নেই। ধিক্কার জানাই তাদেরকে যারা এ ধরণের একটা তামাশার নির্বাচন করায় ভূমিকা রেখেছে।
০৯ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৫২
115084
সাইদ লিখেছেন : যারা বলে ৪০% ভোট পড়েছে তারা কোন প্রজাতির প্রাণী এবং কত বড় মিথ্যাবাদী তা একমাত্র আল্লাহই ভালো জানেন।হতভাগারা শেখ হাসিনার থেকে বড় আওয়ামীলীগার। আওয়ামিলীগের পতন হলে এইসব ভন্ডদের আবার মুখের বোল পাল্টে যাবে।তখন সব সাধু সাজবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File