অনন্ত পথের সাথী
লিখেছেন লিখেছেন রেহনুমা বিনত আনিস ০৮ জানুয়ারি, ২০১৪, ০১:১৪:১৬ দুপুর
‘আসসালামু আলাইকুম, আমার বাবামা কি তোমাদের বাসায়?’
হামাদ কোনো জবাব দিলোনা, চেহারায় দ্বিধা। সে দরজাটা পুরোপুরি খুলছেনা, ফলে মুমতাহিনা পাশ কাটিয়ে ঘরে ঢুকবে সে উপায় নেই।
মুমতাহিনা আবার জিজ্ঞেস করল, ‘ভাইয়া ভাবী সম্ভবত বাইরে গেছে, আমার কাছে বাসার চাবি নেই। বাবামা কি এখানে?’
‘কে এলো হামাদ?’, ভেতর থেকে চাচীর গলা শোনা গেল।
এবার হামাদ ওকে দরজা খুলে দিলো। মুমতাহিনা ঘরে ঢুকতে ঢুকতে হামাদ পাশ থেকে ফিসফিসিয়ে বলল, ‘আর যাই কর মুনা, প্লিজ না বলবে না’।
‘মানে?’
মুমতাহিনা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাল হামাদের দিকে, কিন্তু সে চোখ ফিরিয়ে নিল। হামাদ সেই তিন বছর বয়স থেকেই ওকে মুনা ডাকে। বড় হয়েও সে সিদ্ধান্ত নিলো এত্তবড় নাম সে কিছুতেই ডাকতে পারবেনা, তাই পৃথিবীতে মাত্র এই একজনই ওকে মুনা ডাকে। হামাদের সাথে ওর একটা সহজ বন্ধুত্ব গড়ে উঠেছে ছোটবেলা থেকে। কিন্তু আজ সে ওর হাবভাব কিছুই বুঝতে পারছেনা।
দরজা পেরোতেই চোখে পড়ল বাবামা ড্রয়িং রুমের বারান্দায় বসে চাচা চাচীর সাথে গল্প করছেন, ভাইয়া ভাবী ডাইনিং রুমে হামাদের বড়বোন হুসনা আর ওর দুলাভাইয়ের সাথে গল্পে মশগুল। বাবা আর মারুফ চাচা ছোটবেলার বন্ধু। সারাজীবন দ’জন দু’জায়গায় কাজ করেছেন, কিন্তু যোগাযোগ ছিল অক্ষুন্ন। রিটায়ারমেন্টের সময় হয়ে এলে দু’জনে সিদ্ধান্ত নেন কাছাকাছি বাড়ি করে থাকবেন। বছর তিনেক হোল ওরা পাশাপাশি বাড়িতে থাকে। দিনরাত হয় বাবামা মারুফ চাচাদের বাসায় নয় চাচা চাচী ওদের বাসায়। তাই অনার্সের শেষ পরীক্ষাটা দিয়ে এসে যখন মুমতাহিনা বাসায় কাউকে পেলোনা তখন স্বাভাবিকভাবেই ধারণা করল বাবামা এ’বাসায়।
মুমতাহিনা ঘরে প্রবেশ করতেই ভাবী আর চাচী দু’জনে এগিয়ে এসে ওকে ড্রয়িং রুমে নিয়ে বসাল, সবাই এসে ওর চারপাশে ঘিরে বসল। একেকজন জিজ্ঞেস করছে পরীক্ষা কেমন হোল, প্র্যাক্টিকাল কবে, ভাইভা কবে- মনে হচ্ছে যেন অনার্স না, পিএইচডি শেষ করে এলো। হামাদ দরজার কাছে একটা পিলারে হেলান দিয়ে ওদের পাগলামী পর্যবেক্ষণ করছে, কিন্তু এমন কিম্ভূত দৃশ্যেও ওকে হাসতে দেখা যাচ্ছেনা যদিও সে অল্পেই হাসিতে ফেটে পড়ে, কেমন যেন একটা চিন্তিত চিন্তিত মূর্তিসদৃশ ভাব।
সবাইকে থামিয়ে দিয়ে চাচী বললেন, ‘মেয়েটা সকাল বেলা পরীক্ষা দিতে গেছে, আগে ওকে কিছু খেতে দাও, তারপর সবাই কথা বল’।
চাচী হরেক রকম নাস্তা পানি শরবত নিয়ে এলেন, ক্ষিদেও পেয়েছে বটে, কিন্ত খেতে গিয়ে দেখে সবাই ড্যাবড্যাব করে ওর দিকে তাকিয়ে আছে। হচ্ছেটা কি এইসব? এভাবে কি খাওয়া যায়? কোনমতে পেটটা ঠান্ডা করেই সে খাওয়ায় ক্ষান্ত দিল। এরা সব চলে গেলে হাপুস হুপুস করে খেতে হবে। পানি খেয়ে চোখ তুলতেই হামাদের বোন হুসনা আপু বলল, ‘মুমতাহিনা, তোমার কি কোথাও পছন্দ আছে?’
মুমতাহিনা থতমত খেয়ে বলল, ‘মানে?’
দুলাভাই স্ত্রীর সহায়তায় এগিয়ে এলেন, ‘মানে আজকালকার ছেলেমেয়েদের তো প্রায়ই অ্যাফেয়ার ট্যাফেয়ার থাকে। তোমার কি তেমন কাউকে পছন্দ আছে?’
চেহারাটা লাল হয়ে গেল ওর, মনে মনে বলল, ‘থাকলেও কি আমি তোমাদের বলব?’
কেবল মাথা ঝাঁকিয়ে না-বোধক উত্তর দিল মুমতাহিনা। অস্বস্তি লাগছে ওর, ওরা কি এমন কিছু শুনেছে যাতে তাদের সন্দেহ সৃষ্টি হয়েছে? সেজন্যই কি এই আদালতের আয়োজন?
ওর চিন্তায় ছেদ ঘটিয়ে চাচী বললেন, ‘তোমাদের যা কথার ছিরি, মনে হচ্ছে বেচারীকে কাঠগড়ার আসামীর মত ইন্টারোগেশন করা হচ্ছে! ভাই, আপনি একটু সুন্দরভাবে বুঝিয়ে বলুন প্লিজ। এরা বেচারীকে টেনশনে মেরেই ফেলবে’।
বাবা ফ্লোর পেয়ে তাঁর চিরাচরিত ভঙ্গিতে লেকচার শুরু করলেন, ‘মা, মেয়ে বড় হলে বাবামার চিন্তা বাড়তে থাকে...’
মানে সে এখন আরো কনফিউজড হয়ে যাবে, কারণ বাবা বিরাট এক ভূমিকা দেবেন যার সাথে উপসংহারের কোন সম্পর্ক থাকবেনা, মা ভাইয়া ভাবী সব মুখ টিপে হাসতে থাকবে, মারুফ চাচা এবং চাচী এমনভাবে মনোযোগ দিয়ে শুনবেন যেন এগুলো পৃথিবীর সবচেয়ে দামী কথা, হুসনা আপু আর দুলাভাই মুখ নিচু করে সব কথা গিলবে যেন এই অমিয় বাণী কেবল তাদের জন্যই উৎসর্গিত, হামাদ অবশ্য হো হো করেও হেসে ফেলতে পারে, আর এতকিছুর মধ্যে ওকে সুবোধ হয়ে বসে থাকতে হবে, এ’কাজ যেন কমেডি দেখেও বাধ্যতামূলকভাবে চেহারা সোজা রাখার মত কষ্টকর।
মাঝপথে ভাইয়া উদ্ধার করল ওকে, ‘মুমি, শোন। বাবা যেটা বলতে চাইছেন সেটা হোল, আমরা হামাদের সাথে তোর বিয়ের চিন্তা করছি। তুই কি বলিস?’
মুমতাহিনা সত্যিকার অর্থেই আকাশ থেকে পড়ল, পড়ে সম্ভবত হাড়গোরও ভেঙ্গে গেল। গত এক বছর যাবত দুই পরিবার মিলে হামাদের জন্য মেয়ে দেখছে। মুমতাহিনা নিজেও অন্তত তিনটা মেয়ে দেখে দিয়েছে। হামাদের কোন মেয়েই পছন্দ হয়না। এখন কি নিরুপায় হয়ে ওকে ...?
হামাদের দিকে তাকায় সে। নাহ, সে কিছু বলছেনা। কিন্তু ওর চোখে এক করুন আকুতি, ‘আর যাই কর মুনা, প্লিজ না বলবে না’। কিন্তু এ’ কি করে হয়? ওরা ছোটবেলা থেকে পরস্পরের বন্ধু, এত দূর পথ পাড়ি দিয়ে এসেছে পরস্পরের পাশাপাশি, কোনদিন কোন আকর্ষন বোধ হয়নি। বিয়ে মানে বন্ধুত্ব, কিন্তু বিয়ে মানে ভালবাসাও তো বটে! বন্ধুত্ব আছে কোন সন্দেহ নেই। কিন্তু এমন সহজ সম্পর্কের মাঝে কি ভালবাসার উদ্ভব হতে পারে? যদি আদৌ তা সম্ভব হয় তাহলে এতদিন ঘটেনি কেন? তার মানে নিশ্চয়ই ওদের মাঝে ভালবাসা সম্ভব নয়। মুমতাহিনা সিদ্ধান্ত নিয়ে নেয়, এটা একটা উদ্ভট প্রস্তাব, এটা হতেই পারেনা।
কথাটা বলার জন্য মুখ খোলে মুমতাহিনা, আবার ওর কানে বাজে, ‘আর যাই কর মুনা, প্লিজ না বলবে না’। সবার সামনে ব্যাপারটা দৃষ্টিকটু বুঝতে পেরেও আবার হামাদের দিকে তাকায় মুমতাহিনা। সে কিছু বলেনা, কিন্তু ওর চোখ বলে, ‘ট্রাস্ট মি, ট্রাস্ট মি, ট্রাস্ট মি’।
হামাদ মুখে না বললেও মুনা ওর সব কথা বুঝতে পারে। সে হামাদকে বিশ্বাস করে, পরিপূর্ণভাবে বিশ্বাস করে, কিন্তু সে তো বন্ধু হিসেবে! তাই বলে বিয়ে! সারা জীবনের জন্য এক ভালোবাসাহীন বন্ধন? আবার ওর মনে অনুরণিত হয়, ‘ট্রাস্ট মি, ট্রাস্ট মি, ট্রাস্ট মি’।
মুমতাহিনা নিজের কানকেই বিশ্বাস করতে পারেনা যখন নিজের গলা শুনতে পায়, ‘তোমরা যা ভাল মনে কর’।
প্রথমে সবাই চুপ। তারপর সম্মিলিত এক দীর্ঘশ্বাস। তারপর হুসনা আপু ওর গায়ের ওপর হুমড়ি খেয়ে পড়ে আনন্দে চিৎকার! বেচারী মানুষটা খারাপ নয়, কিন্তু গুছিয়ে কথা বলতে পারেনা, দুলাভাইটা বৌকে সাহায্য করতে গিয়ে আরো তালগোল পাকিয়ে ফেলে, এক্কেবারে ‘মেড ফর ইচ আদার’। ঘরের ভেতর তখন একটা শোরগোল শুরু হয়ে গিয়েছে। হামাদকে কোথাও দেখা যাচ্ছেনা।
প্রথমে হুসনা আপু আর দুলাভাই বিরাট প্ল্যান ফেঁদে বসলেন- এঙ্গেজমেন্ট, তারপর আকদ, তারপর হলুদ, তারপর বিয়ে, তারপর বৌভাত। ভাইয়া ভাবী বলল, ‘এঙ্গেজমেন্টের কোন নৈতিক ভিত্তি নেই, হলুদেরও তাই। আকদ হতে পারে, আর বিয়ের একটা অনুষ্ঠানই যথেষ্ট ’। বাবামা বললেন, ‘যেহেতু ছেলেমেয়ে এত কাছাকাছি থাকে, আকদ আজই হলে ভাল হয়’। মারুফ চাচা আর চাচী বললেন, ‘আজই ছোটখাটো করে বিয়ে হয়ে যাক’। মুমতাহিনা মনে মনে ভাবছে, ‘আমাদের দুই পরিবারই পাগল!’ এই পাগলামীর ভিড়ে ওর টেনশন কোথায় যেন হারিয়ে গেল।
উভয় পরিবারের পাগলামীর মধ্যে কিভাবে যেন অসাধ্য সাধন হয়ে গেল, ওদের সবচেয়ে কাছাকাছি একশ আত্মীয়সহকারে সত্যি সত্যি বিয়ে হয়ে গেল! মুমতাহিনার সবকিছু স্বপ্নের মত মনে হচ্ছে, দিনটা যেন একশ বছরের সমান লম্বা। রাত দু’টোর সময় সে চাচীকে বলল, ‘চাচী, আমার ঘুম পাচ্ছে, আমি বাসায় গেলাম’।
মা ছিলেন পাশে, তিনি জিভ কেটে বললেন, ‘বলে কি মেয়ে! এটাই তো এখন তোর বাসা মুমি!’
ব্যাপারটা এতক্ষণ ওর মাথায় ঢোকেনি। সারা বিকাল সবাই মিলে রান্নাবাড়া, সন্ধ্যা থেকে মেহমানদারী, রাতে সবাই খেয়ে দেয়ে বসে গল্পগুজব করছে, হুজুরকে নিয়ে একটা পর্ব ছিল বটে কিন্তু আর দশটা দাওয়াত থেকে এটা যে আলাদা বোঝার সুযোগই হয়নি মুমতাহিনার।
হুসনা আপু বললেন, ‘মা, মেয়েটা সকালে পরীক্ষা দিতে গেল, তারপর থেকে বেচারীর বিশ্রামের কোন সুযোগ হয়নি। হামাদ তো মেহমান যাওয়া পর্যন্ত ব্যাস্ত থাকবে, ও গিয়ে ঘুমাক না’।
চাচীও বললেন, ‘ঠিক। চল, ওকে ওপরে দিয়ে আসি’।
মারুফ চাচার বাসায় শোবার ঘর আর পড়ার ঘর ওপরতলায়, ড্রয়িং ডাইনিং রান্নাঘর নীচে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে নীচে মেহমানপরিবেষ্টিত হামাদের সাথে একবার চোখাচোখি হোল মুমতাহিনার, কিন্তু তেমন বিশেষ কিছু মনে হোলনা। ধাক্কাটা খেল হামাদের রুমে ঢুকতে গিয়ে। এত বছরের বন্ধুত্বেও মুমতাহিনা কোনদিন হামাদের রুমে ঢোকেনি, হামাদও কোনদিন ওর রুমের ধারেকাছেও আসেনি। কথাবার্তা হত নীচতলায় বা বাগানে, সর্বসমক্ষে। জীবনে প্রথম ওর রুমে ঢুকতে গিয়ে কেমন যেন দ্বিধা বোধ হয় মুমতাহিনার, পা আটকে আসে, হুসনা আপু আর চাচী মিলে কাঁধে হাত দিয়ে উৎসাহ দেয় ওকে। ভেতরে গিয়ে দেখে কোন এক ফাঁকে ভাবী আর হুসনা আপু মিলে পুরো ঘরটা ফুল দিয়ে সাজিয়েছে, পরিমাণে খুব বেশি না, কিন্তু জায়গায় জায়গায় গুচ্ছ আকারে সাজানোয় পুরো ঘরটা সুবাসে মৌ মৌ করছে।
হুসনা বলল, ‘মুমি, কষ্ট হলেও এখন জামাকাপড়, গহনা খুলে ফেলোনা। আর অল্প কিছুক্ষণ পরে থাকো। আমার ভাইটা তোমাকে এখনও বধূবেশে দেখেনি, মেহমানদারী করতে করতে বেচারার জান শেষ। একটু কষ্ট করে এভাবেই ঘুমাও’।
কি ঘুমাবে মুমতাহিনা, ক্লান্তিতে শরীর এলিয়ে এলেও বিছানার কাছে যেতে অস্বস্তি বোধ হয় ওর, ওটা তো ওর বিছানা নয়! রুমের একপাশে জানালার সামনে একটা প্রশস্ত সোফা, একজন বসার মত। ওখানেই পা তুলে আধশোয়া হয়ে বসে পড়ে সে। হুসনা আপা আর চাচী আঁতকে ওঠে, ‘এভাবে কি ঘুম আসবে নাকি? তুমি বিছানায় আরাম করে শোও, জামাকাপড় ভাঁজ ভেঙ্গে গেলেও কিছু হবেনা’।
মুমতাহিনা বলে, ‘আমি ঠিক আছি’।
চাচী হুসনাকে বকা দেন, ‘দিলি তো মেয়েটার আরাম শেষ করে? মা, তুমি নাহয় জামাকাপড় বদলে শোও’।
মুমতাহিনা কিছু বলেনা, কেবল গ্যাঁট হয়ে সোফায় বসে থাকে। ওরা কিছুক্ষণ বলেকয়ে ওকে নাড়াতে না পেরে দরজা বন্ধ করে দিয়ে চলে যায়। মুমতাহিনার মনে হয় যেন আজ সে হঠাৎ আবিষ্কার করল ওর বাসার পেছনে বাগানটা আসলে একটা সবুজ বনভূমি যেখানে আছে হরেকরম ফুল পাখীদের মেলা, সে বাগানের প্রতিটা ফুল চিনত কিন্তু এখন মনে হচ্ছে সে বনভূমিতে প্রবেশের পথটুকুও চেনেনা। যে হামাদকে ওর কাঁচের মত স্বচ্ছ মনে হত, সে যেন কাঁচের ওপাশে এক অনাবিষ্কৃত পৃথিবী! এক অজানা শিহরণ দোলা দিয়ে যায় মনে। ক্লান্ত চোখ দু’টো জানালা দিয়ে বিশাল পূর্নিমার চাঁদটার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে বুজে আসে নিজেই টের পায়না মুমতাহিনা।
হাল্কা একটা শব্দে ঘুম ভেঙ্গে যায়। হঠাৎ স্থান কাল বুঝে উঠতে পারেনা মুমতাহিনা। আবছা আলোয় হামাদকে দেখে সব মনে পড়ে ওর। নিমেষে এক রাশ লজ্জা ওকে গ্রাস করে, অথচ হামাদকে কিসের লজ্জা সেটাই সে বুঝতে পারেনা। ওর দিকে চোখ পড়তেই হামাদ বলে, ‘সরি, আমি তোমার ঘুম ভাঙ্গাতে চাইনি। টেবিল ল্যাম্পটা নিভাতে গিয়ে টেবিলে পা লেগে শব্দ হোল’।
সোফা ছেড়ে উঠে দাঁড়ায় মুমতাহিনা। চাঁদের আলোয় বধূর সাজে ওকে অপরূপ লাগে, হামাদ চোখ ফেরাতে পারেনা। মুমতাহিনা লজ্জা পেয়ে চোখ নামিয়ে নেয়। হামাদ অপ্রস্তুত হয়ে বলে, ‘একটু পর ফজরের আজান হবে। চল, আমরা জামাকাপড় বদলে প্রস্তুতি নেই’।
ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে এক এক করে গহনা খুলতে শুরু করে মুমতাহিনা, হামাদ আলো জ্বালিয়ে দেয়। মুমতাহিনার গহনার শখ নেই, অনভ্যস্ত হাতে কিছু গহনা খুলতে সক্ষম হলেও কানের দুলের পদ্ধতিটাই বুঝে আসে না ওর। ওর চেহারা দেখে হামাদ এগিয়ে আসে, ‘সাহায্য লাগবে?’
‘কানের দুলটা খুলতে পারছিনা’।
‘মাথার ওড়নাটা সরাও, আমি চেষ্টা করে দেখি’।
বুকের ভেতর ধক করে ওঠে মুমতাহিনার, সাত বছর বয়সের পর হামাদ ওকে অনাবৃত মস্তকে দেখেনি, ওর সামনে মাথার ওড়না সরাবে ভাবতেই পারেনা সে। হামাদ বুঝতে পারে, ‘মুনা, এখন আর আমাদের পরস্পরের সাথে পর্দার প্রয়োজন নেই’।
ভারী কানের দুলগুলো খুলে কি যে আরাম লাগে মুমতাহিনার! কিন্তু দু’টো আংটি আর দু’টো চুড়ি কিছুতেই খুলতে পারছেনা সে। হামাদ ওকে বেসিনের সামনে নিয়ে বেশি করে সাবান মাখিয়ে জিনিসগুলো আলতোভাবে খুলে দেয়, ব্যাথা পায়না মুমতাহিনা। কিন্তু ওর হাতের স্পর্শে যেন ইলেকট্রিক শক খায় সে, হৃৎকম্প বেড়ে যায়, পেটের ভেতর প্রজাপতি ওড়ে মুমতাহিনার। আসলেই তো, বড় হবার পর থেকে ওরা কখনো পাশাপাশি বসেনি, স্পর্শ করা ত অনেক দূরের কথা। অথচ ও ভেবে নিয়েছিল এত বছর বন্ধুত্বের পর ওদের আর পরস্পরের সম্পর্কে জানার কিছু বাকী নেই! ওর মনের ভাব বুঝতে পারেনা হামাদ, আন্দাজ করে বলে, ‘তুমি কি ভাবছ আমি কি করে মেয়েদের গহনা খোলায় এক্সপার্ট হয়েছি? আমার মা আর বোনের মত নার্ভাস লোকজন বাসায় থাকলে বাড়ীর পুরুষদের গহনা খুলতে না শিখে উপায় নেই, বুঝলে?’
হেসে ফেলে মুমতাহিনা, সত্যটা বুঝতে পারার চেয়ে এই ধারণা ওর জন্য কম লজ্জাজনক।
দু’জনে তাহাজ্জুদ পড়ে ফজরের জন্য অপেক্ষা করছে। হামাদের তিলাওয়াত শুনে মুগ্ধ মুমতাহিনা। নামাজের পর ওর পড়া শুনতে চায় হামাদ। মুমতাহিনাও ভাল পড়ে। একটু পর মুমতাহিনা বলে, ‘আমার মাথা এখনও ক্লিয়ার হয়নি, সবকিছু এত তাড়াতাড়ি ঘটল যে আমার সব তালগোল পাকিয়ে যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডটা কি একটু বলবে আমাকে?’
হামাদ দেয়ালে হেলান দিয়ে জায়নামাজে পা ছড়িয়ে বসে, ‘গত এক বছর যাবত তোমরা সবাই আমার জন্য মেয়ে দেখছ, কার ব্যাপারে আমার কি ধারণা তুমি সবচেয়ে ভাল জানো যেহেতু আমাদের চিন্তার ধরনটা একই। আমি কিছু একটা খুঁজছিলাম যেটা ওদের কারো মাঝে ছিলোনা। আজ সকালে আবার আমার বিয়ে নিয়ে মিটিং হচ্ছিল। সবাই জানতে চায় আমি আসলে কি চাই। আমি বললাম, আমি চাই এমন একজন সাথী যে আমার মত করেই ভাবে, আমার মনের কথা আমার মত করেই বুঝতে পারে। ভাবী বললেন, মনে হচ্ছে যেন তুমি মুমির কথা বলছ! আমি নিজেও ধাক্কা খাই। তাই তো! চোখের সামনে থেকেও আমার কখনো তোমার কথা মনে হয়নি। আমাদের বন্ধুত্ব তেমনই যেখানে কথা না বলেও আমরা পরস্পরের সব কথা বুঝতে পারি, কিন্তু এটা কি বিয়ের জন্য যথেষ্ট? আমরা এত বছরে কখনো পরস্পরের প্রতি কোন আকর্ষন বোধ করিনি, তাহলে এটা কেমন বিয়ে হবে? কিন্তু ভাবতে ভাবতে এক সময় বুঝতে পারলাম আমরা অন্য কোনপ্রকার চিন্তা করিনি কারণ আমরা উভয়েই কঠোরভাবে পর্দা মেনে চলেছি, শারীরিক এবং মানসিক উভয়ভাবে। কিন্তু যদি আমরা তেমনটা না হতাম তাহলে আমাদের হয়ত বিয়ের চিন্তা এতটা অস্বাভাবিক মনে হতনা। ওদিকে আমাদের উভয় পরিবার ততক্ষণে একই সিদ্ধান্তে পৌঁছেছে। এমন সময় তুমি দরজায় বেল দিলে। আমি জানতাম ওরা তোমাকে ছেঁকে ধরবে, তুমিও আমার মত অথৈ সাগরে পড়বে। আমি তোমার সিদ্ধান্তকে প্রভাবিত করতে চাচ্ছিলাম না ... না, সেটা বললে মিথ্যা বলা হবে, কিন্তু আমি চাচ্ছিলাম তোমাকে সম্ভাবনার দিকটা দেখাতে। সময় ছিলোনা, তাই তোমাকে শুধু একটা ইশারা দিলাম যেন তুমি আমার মত ভুল করে না ভাবো যে আমাদের বিয়ে হলে সেটা হবে প্রেম ভালোবাসাবিহীন। তুমি যখন বার বার আমার দিকে তাকাচ্ছিলে, বিশ্বাস কর, আমার হৃৎপিন্ডটা বুক চিরে তোমার কাছে চলে যেতে চাইছিল। মুরুব্বীদের সামনে আমি কি করে তোমাকে এত কথা বলি? আমি জানতাম আমার কথাটা তোমার মনের ভেতর ঢেউ তুলছে, তাই আমার হৃদয় শুধু বলছিল, ‘ট্রাস্ট মি, ট্রাস্ট মি, ট্রাস্ট মি’। কিন্তু তুমি হ্যাঁ বললে কি ভেবে আমার জানা হয়নি’।
স্মিত হেসে মুনা বলল, ‘বিকজ আই ট্রাস্টেড ইউ!’
ফজরের আজান শোনা যায়, অনন্তকালের দুই বন্ধু একত্রে পথ চলার সংকল্পে উঠে দাঁড়ায়।
বিষয়: বিবিধ
৭০৩১ বার পঠিত, ১০২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেকদিন পর, আর এসেই ফার্স্ট!
আপনি কি ফেসবুকে আছেন? আপনার সাথে কথা বলতে চাই, কারণ আপনি যেটাই লেখেন সেটাই স্টিকি হয়ে যায়। টেকনিকটা শিখতে হবে *- *-
এর আগেও আপনার অনেক ষ্টিকী পোষ্ট পড়েছিলাম এখানেই
তখন দেখি খবরই পাইনি! এখনো তো মনে করতে পারছিনা :
ওরা গান গাইছে.....
'..........
ওই চাঁদ তোমার আমার,
শুধু দুজনের
এই রাত শুধু যে গানের
এই ক্ষণ এ দুটি প্রাণের
কুহু কুজনের.... '
নাকি শুনছে?
গান গাইলে কানে হেডফোন কেন?
@ ফাতিমা আপাঃ ভাল লাগার আবেশে আপনাকে গান গাওয়াতে পারাই আমার এই গল্পের সার্থকতা!
এই গল্পটা ঝুলে ছিল ছয়মাস। আরো দু'টো গল্প পাইপালাইনে আছে, কিন্তু সময় যে পাইনা
ইন্নোসেন্টদেরকে আল্লাহ মেড-ফর-ইচ-আদারদেরই মিলিয়ে দেন! খুব ভাল্লাগ্লো সুন্দর-মিষ্টি গল্পটি...
@আওন - ভাইরে, মাফ করা যায়না?
আসলে আমি যা দেখাতে চাইছিলাম তা হোল প্রেম বিয়ের আগে হবার প্রয়োজন নেই, প্রেম ছাড়াও বিয়ে টিকতে পারে, কিন্তু বিশ্বাস এবং সম্মান ছাড়া কিছুতেই টিকতে পারেনা।
লিখেছেন অনেক চমৎকার মাশাআল্লাহ
দুজনের মাঝে বন্ধুত্ব থাকার পর পর্দা মেইন্টেইন বিষয়টা ভালো লেগেছে খুব
সুন্দর ফুলের জন্য ধন্যবাদ আপু
আপনার পোষ্টের কোন ছবি পছন্দ হলে কি কখনও শেয়ার করতে পারি?
হামাদ নামটি আমার অনেক পছন্দ।
আচ্ছা আপু এটা কি সম্ভব একটা মেয়ে একটা ছেলে বাস্তবিক বছরের পড় বছর ফ্রেন্ডশিপ করবে আর তাদের মনে শয়তান কখনও কুমন্ত্রণা দিবেনা?!
হঠাৎ বিয়েতে মিস্টি চাই।
আর আপনি এই পোষ্টটিকে পাতাপুর মত বিয়ে প্রতিযোগীতায় দেননি
স্টিকি পোষ্টের জন্য শুভেচ্ছা।
আমার বিয়ে সিরিজের প্রথম গল্পের নাম ছিল 'হঠাৎ বিয়ে'। তাই ওটা আর ব্যাবহার করতে পারলাম না। আচ্ছা, দু’টো গল্পের নাম এক হতে পারবেনা এমন কোন কথা আছে? :
এই ছবিটা আমার এক বোনের কাছ থেকে নেয়া, ওর নিজের তৈরী, চমৎকার না? ওর মনটা এর চেয়েও চমৎকার, কারণ সে এটা আমাকে নিতে দিয়েছে। ফেবুতে আমি বিশিষ্ট ছবি চোর হিসেবে বিশেষ আদৃত, আমার সব ভাইবোনের অ্যালবাম আমার জন্য উন্মুক্ত। এর পর আমি কি করে কাউকে বলি আমার ছবি নেয়া যাবেনা?
আমার দুই ভাইয়ের নাম আহমাদ এবং মুহাম্মাদ, বুঝতেই পারছেন হামাদ নামটা আমার কতখানি পছন্দ। মুমতাহিনা নামটাও আমার খুব প্রিয়, তাই এত্ত লম্বা নামটা এতবার টাইপ করতে হোল।
আপনার যদি কারো সাথে সাক্ষাত হয় কেবলমাত্র বাবামা এবং ভাইবোনের উপস্থিতিতে এবং এর বাইরে আপনারা একান্তে মিলিত না হন, আপনি যদি নিজের ওপর নিয়ন্ত্রণ রাখেন এবং শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় চান, আল্লাহ্ আপনার পথ ততখানিই সহজ করে দেবেন যতখানি শয়তান আপনার জন্য কঠিন করতে চায়।
গল্প লেখায় বিজয়ী হবার যোগ্যতা আমার নেই, তাই চেষ্টাও করছিনা।
তবে স্টিকি পোস্টের শুভেচ্ছা গ্রহণ করলাম যেহেতু এটা এই ব্লগে আমার প্রথম স্টিকি পোস্ট। *-
এই নিন মিষ্টি, আরবী মিষ্টি, আমার ফেভারেট, আসলেই মিষ্টি
: :
অনেকদিন লেখালেখি করিনা ভাইজান। দুয়া করবেন।
তারা তাদের স্বামীকে পাবে।
ওয়াইফটা হতাশ হয়ে বললেন,
সেখানেও সেই আবুলের বাপ।
উনার খুব সুন্দর একটা গল্পের বই আছে। বইটার নাম "বিয়ে" @বৃত্তের বাইরে আপু
এত তাড়াহুড়া করে কথা ফাইনাল হবার সাথেসাথেই হুট করে বিয়ে, একই দিনে! আমি বেশ অস্বস্তির মধ্যেই পড়েগিয়েছিলাম, এই অস্বস্তি নিয়েই পুরো গল্প শেষ করতে হলো
মুনা মুনা মুনা এই নাম বাদে কি আর কোন নাম নাই।
এই নাম দিয়ে তো হারিকেনদের পাগল করে দিবে
আপনি কি শোনেননি, ‘Our sweetest songs are those that tell of saddest thought’? এমন করে বিয়ে হোল বলেই তো মুমতাহিনা নাতিনাতনিদের গল্প শোনাতে পারবে
আপনাদের ভাল লাগায় আমি অনুপ্রাণিত
স্মিত হেসে মুনা বলল, ‘বিকজ আই ট্রাস্টেড ইউ!’
ফজরের আজান শোনা যায়, অনন্তকালের দুই বন্ধু একত্রে পথ চলার সংকল্পে উঠে দাঁড়ায়।
আহা রোমান্টিকককক !! আফসোস, সবার কপালে এসব থাকেনা :( ...বড়ই চমৎকার...বড়ই উদাসী...বড়ই হতাশী....
" তোমার আপন হাতের দোলে
দোলাও দোলাও দোলাও আমার হৃদয় ! "
..... এখনো দুলেই যাচ্ছি পরম আবেশে !
১০০ % গ্যারান্টেড।
বাট প্রেম১/প্রেম ২ ছিলো কিনা মনে নাই।
মহান আল্লাহর দরবারে প্রার্থনা, তিনি যেন আপনার হাত ধরে আমাদের পতিত এই সমাজের জন্য এ ধরণের হাজারটি (আরো বেশী) শিক্ষামূলক ও মানসিক প্রশান্তিমূলক গল্প রচণা করিয়ে দেন। আমীন।
ভাইকে সালাম ও ছোট্টমনিদের জন্য দোয়া রইল। খুব আনপ্রেডিক্টেবল একটি ছুটি কাটিয়ে গতকাল দেশ হতে ফিরলাম। দোয়াপ্রার্থী।
Matter of sorrow that I have no such type of companion !!!!!!! so.....
......
.......
এক কথায় চমৎকার হয়েছে। আমার ভাল লেগেছে। একটি বিষয় বলা প্রয়োজন -
ইসলামী শরীয়াতে যুবক যুবতী মধ্যে বন্ধুত্ব বলে যে বিষয়টা এটা মোটেই সঠিক নয়। বিষয়টা আমাদেরকে খুবই সিরিয়াস ভাবে নেয়া প্রয়োজন। বন্ধুত্ব আবার ভালবাসা আবার প্রেম, আবার বিয়ে এসবগুলো নিয়ে আরো চিন্তা করা প্রয়োজন। আমি মনে করি যুবক যুবতীর মধ্যে বন্ধুত্ব শব্দটা পরহেজ করা প্রয়োজন। আপনি কি মনে করেন।
কবিতা এবং গানের ক্ষেত্রে কিছু ইসলামী সাহিত্য রচিত হলেও গল্পে এবং উপন্যাসে ইসলামী সাহিত্য তেমন রচিত হয়নি বললেই চলে । কবি গোলাম মোস্তফার কথা (জন্ম ১৮৯৭ খ্রী., প্রকৃতপক্ষে ১৮৯৫ ) দিয়েই শুরু করি । তিনি তার আত্মজীবনীতে খুব আক্ষেপ করে লিখেছেন, 'আমাদের যখন জন্ম, তখন মুসলমানদের জাতীয় সাহিত্য বলতে কিছুই ছিল না । তাই মুসলমানদের পড়তে হত হিন্দুদের দেব-দেবীদের কাহিনী নির্ভর নানা গল্প আর উপখ্যান' ।
অবশ্য সেই প্রজন্মের হাতেই মুসলিম সাহিত্যের ভিত গড়ে উঠে । মুসলিম সাহিত্য বেগ পায় মওলানা আকরম খাঁ-য়ের মাসিক মোহাম্মদী, এবং পরে তারই প্রতিষ্ঠিত দৈনিক আজাদের উপর ভর করে । ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, দৈনিক আজাদের প্রকাশ এবং শেষে ১৯৪০ সালে লাহোরে পাকিস্তান প্রস্তাব পাশ, এই তিনের পর জোরে শোরে মুসলিম সাহিত্য ( এর মধ্যে কবিতাই প্রধান ) রচনা শুরু হয় । বলা যায়, তখন মুসলিমগণ পড়ার জন্য নিজেদের রচিত সাহিত্যই খুঁজে পায় । কিন্তু গল্প আর উপন্যাসের ক্ষেত্রে মুসলমানদের দৈন্য কিছুটা রয়েই গিয়েছিল । গত শতকের আট এবং নয়ের শতকে নসীম হিজাজীর (বাংলায় অনুদিত ) উপন্যাস, শফিউদ্দিন সরদারের লেখা উপন্যাস অর্ধচেতন মুসলমাদের মধ্যে সম্বিত ফিরিয়ে আনে । এদের দেখাদেখি শাহ আলম নূর এবং আবদুল সালাম মিতুল কিছু উপন্যাস লেখার চেষ্টা করেন । দুজনের উপন্যসই বেশ নিম্নমানের । তা সত্ত্বেও বছর দু'য়েক ইসলামপন্থী তরুণ-তরুণি তাদের দুনের লেখা উপন্যাস গোগ্রআসে গলাধকরণ করে । আ.সা.মিতুলের লেখা 'বোরখা পড়া সেই মেয়েটি একটি মানহীন তৃতীয় শ্রেণীর উপন্যাস হিসাবে পরিগণিত হতে পরে । বোরখা পরিয়ে পর্দা লংঘন করা এবং প্রেম করানোর দীক্ষা খুব ভালভাবেই দেয় সেই 'অপন্যাস'গুলো । একই সময়ে প্রকাশিত আল মাহমুদের কাবিলের বোন বেশ জনপ্রিয়তা পায় । উপন্যাস হিসাবে এর মান ভাল, কিন্তু এটাকে বড়জোড় মুসলিম উপন্যাস বলা যায় । কিন্তু ইসলামপন্থী তরুণ তরুণীদের পাঠের খোরাক দেবার মত তেমন কোন উপন্যাস আমি দেখিনি । সমসাময়িক সময়ে মুসলিম এবং হিন্দুদের বিশাল জনগোষ্ঠী ঝুঁকে পড়ে সুনীল- শংকর-সমরেশের উপন্যাসের দিকে । এই সেক্যুলার এবং ইসলামবিরোধী উপন্যাসগুলো যুবকযুবতীদের মনে বেহায়াপনা, অশ্লীলতা, নৈতিকতাহীনতা, ইসলাম সম্বন্ধে বিরূপ ধারণা অনুপ্রবেশ করায় খুব সুক্ষভাবে । হুমায়ুন-মিলনের উপন্যাস তো কোনদিনই নীতিনৈতিকতার খোরাক দেয়নি । অর্থাৎ গত শতাব্দী পর্যন্ত তেমন কোন ইসলামী সাহিত্য (আমি মূলত গল্প এবং উপন্যাসের কথা বলছি ) রচিত হয়নি ।
এমনি সময়ে আপনার এই গল্প আমার মধ্যে বেশ কৌতুহল সৃষ্টি করেছে । অবিবাহিত একজন যুবক যুবতীর সম্পর্ক কী হতে পারে, এবং হঠাৎ বিয়ের পর একে কীভাবে অপরকে সহজভাবে গ্রহণ করতে পারে, তা আপনি চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন । বাড়ী-গাড়ী-টাকা-পয়সার চাওয়া পাওয়া নেই, রং-রূপের প্রতি কৃত্রিম আকর্ষণ নেই, শুধু ভাল মানুষ খুঁজে পাওয়ার আকুতি দেখেছি দুই পরিবারের মধ্যে ।
আপনার গল্প দুই তরুণ-তরুণীকে দ্বীনি সীমার মধ্যে থাকার শিক্ষা দেয় । নিঃসন্দেহে এটি একটি ইসলামী সাহিত্য । আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতে কলমে বরকত দান করুন ।
যে সাহিত্য আল্লাহর প্রতি ভয় এবং ভালবাসা বাড়ায়, জীবনের মূল লক্ষের দিকে আকৃষ্ট করে, সৎকাজের দিকে আহবান করে অসৎ কাজ থেকে বিরত রাখে তা-ই ইসলামি সাহিত্য ।
"ট্রাস্ট মি, ট্রাস্ট মি, ট্রাস্ট মি"
আচ্ছা আপা কিছু মনে না করলে এই লাইনটার ব্যাখ্যা চাচ্ছি। মানে বুঝি নাই
পেটের ভেতর প্রজাপতি ওড়ে মুমতাহিনার
না পারছি এখন টিভির সামনে থেকে উঠতে, আর না পারছি গল্পটার 'বুঝিবা শেষ' না হবার অতৃপ্তি প্রকাশ করতে।
মন্তব্য করতে লগইন করুন