সকলের জন্য ৪টি গুরুত্বপূর্ণ হাদিস।
লিখেছেন লিখেছেন েনেসাঁ ০৬ নভেম্বর, ২০১৩, ০৪:০৮:৪৬ বিকাল
(১) হযরত আলী (রাঃ) হতে বর্ণিত। নবী করীম (সাঃ) বলেনঃ যে ঘরে ছবি, কুকুর ও অপবিত্র লোক থাকে – সেখানে রহমতের ফেরেশতাগণ (নতুন রহমতসহ) প্রবেশ করেন না। [হাদীস নং-২২৭, কিতাবুত তাহারাত]
(২) মুআয ইবনে জাবাল (রাঃ) থেকে বর্ণিত। রাসূল (সাঃ) বলেছেন, তিনটি অভিসম্পাতযোগ্য কাজ থেকে দূরে থাকো; পানিতে থুথু ফেলা, যাতায়াতের পথে এবং ছায়াদার স্থানে মলত্যাগ করা। [হাদীস নং-২৬, কিতাবুত তাহারাত]
(৩) নবী মুহাম্মদ (সাঃ) বলেন, তিন ব্যক্তি বেহেশতে প্রবেশ করিবে না -প্রতারক, কৃপণ এবং যে ব্যক্তি দান করিয়া দান গ্রহিতাকে খোটা দেয়। [মিশকাত শরীফ]
(৪) মহানবী (সাঃ) বলেছেন, তিনটি কারনে আরবীকে ভালবাসিবে। এক- আমি আরবী, দুই- আল-কুরআন আরবী এবং তিন- বেহেশতবাসীদের ভাষা আরবী। [বায়হাকী, মিশকাত]
বিষয়: বিবিধ
১৭৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন