শয়তানের ধোঁকাঃ ইলমের (জ্ঞান) অহংকার।

লিখেছেন লিখেছেন েনেসাঁ ০৭ নভেম্বর, ২০১৩, ০১:১৯:২২ দুপুর



অনেকের অন্তরে এরকম ধারণা চলে আসতে পারে যে, ইসলামের জ্ঞান কি আমার কম আছে নাকি? এরকম ধারণা মানুষের অন্তরে প্রবেশ করিয়ে দিয়ে ঈমান নষ্ট করাই হচ্ছে শয়তানের কাজ আর শয়তান এই কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ কিয়ামতের পূর্ব পর্যন্ত। কাজেই কারো অন্তরে যদি এরকম ধারণা চলে আসে তাহলে সেই মুহূর্তে তওবা (ইস্তেগফার) করে আল্লাহ তা'আলার কাছে দু'আ করতে হবে বিতারিত শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য। আল্লাহ সুবহানা ওয়া তা'আলা আমাদের সবাইকে ইসলামের উপর দৃঢ়ভাবে থাকার তওফিক দান করুন। আমীন। আল্লাহ তা'আলা পবিত্র কুরআনে বলেন,

আর যদি শয়তানের প্ররোচনা তোমাকে প্ররোচিত করে, তাহলে আল্লাহর শরণাপন্ন হও, তিনিই শ্রবণকারী, মহাজ্ঞানী। [সূরা আল-আ'রাফঃ ২০০]

বলুনঃ হে আমার পালনকর্তা! আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। [সূরা আল-মু'মিনুনঃ ৯৭]

যদি শয়তানের পক্ষ থেকে আপনি কিছু কুমন্ত্রণা অনুভব করেন, তবে আল্লাহর শরণাপন্ন হোন। নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। [সূরা হা-মীম আস সাজদাঃ ৩৬]

হে মানব মন্ডলী, পৃথিবীর হালাল ও পবিত্র বস্তু-সামগ্রী ভক্ষন কর। আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। সে নিঃসন্দেহে তোমাদের প্রকাশ্য শত্রু। সে তো এ নির্দেশই তোমাদিগকে দেবে যে, তোমরা অন্যায় ও অশ্লীল কাজ করতে থাক এবং আল্লাহর প্রতি এমন সব বিষয়ে মিথ্যারোপ কর যা তোমরা জান না। [সূরা আল-বাকারাঃ ১৬৮-১৬৯]

হে ঈমানদার গন! তোমরা পরিপূর্ণভাবে ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং শয়তানের পদাংক অনুসরণ কর না। নিশ্চিত রূপে সে তোমাদের প্রকাশ্য শত্রু। [সূরা আল-বাকারাঃ ২০৮]

শয়তান তোমাদেরকে অভাব অনটনের ভীতি প্রদর্শন করে এবং অশ্লীলতার আদেশ দেয়। পক্ষান্তরে আল্লাহ তোমাদেরকে নিজের পক্ষ থেকে ক্ষমা ও বেশী অনুগ্রহের ওয়াদা করেন। আল্লাহ প্রাচুর্যময়, সুবিজ্ঞ। [সূরা আল-বাকারাঃ ২৬৮]

হে ঈমানদারগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। যে কেউ শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে, তখন তো শয়তান নির্লজ্জতা ও মন্দ কাজেরই আদেশ করবে। যদি আল্লাহর অনুগ্রহ ও দয়া তোমাদের প্রতি না থাকত, তবে তোমাদের কেউ কখনও পবিত্র হতে পারতে না। কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা পবিত্র করেন। আল্লাহ সবকিছু শোনেন, জানেন। [সূরা আন-নুরঃ ২১]

আল্লাহ তা'আলা আমাদের সবাইকে শয়তানের কুমন্ত্রনা থেকে রক্ষা করুন। আমীন।

বিষয়: বিবিধ

১২৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File