যার মৃত্যু যখন যেখানে লেখা সেখানেই হবে!

লিখেছেন লিখেছেন েনেসাঁ ৩০ সেপ্টেম্বর, ২০১৩, ০৪:০২:৫১ বিকাল



যার মৃত্যু যখন যেখানে লেখা সেখানেই হবে! কত ভয়ানক বিষয়! আল্লাহ তুমি দয়া করে ক্ষমা কর।

চিলিতে হাজার ফুট মাটির নিচে খনি শ্রমিক কখনো হয়ত কল্পনাও করেনি মাটির এত নিচে খনি দুর্ঘটনায় মারা যাবে !

ভারত রাশিয়ার ডুবো জাহাজ এ কর্মরত নাবিকেরা কল্পনাও করেনি উত্তাল সমুদ্রের তলদেশে সাবমেরিন দুর্ঘটনায় মারা যাবে!

কলম্বিয়া স্পেস শাটলের নভোচারীরা হয়ত কল্পনাও করেনি পৃথিবী থেকে এত দুরে মহাশুন্যে দুর্ঘটনায় মারা যাবে!

বিডিআরে প্রেষণে আসা বাঘা বাঘা সেনা অফিসাররা কল্পনাও করেনি পিলখানার মত সুরক্ষিত জায়গায় তাদেরই অধীনস্ত সৈনিকদের হাতে মরতে হবে অত্যন্ত করুন ভাবে!

সজল হয়ত কোনদিন চিন্তা করেনি এত উচুতে এভারেস্টে বরফের মধ্যে মারা যাবে !

বিশ্বজিত কখনো কল্পনাও করেনি ব্যপকতর হিন্দু প্রীত আওয়ামীলীগের অন্যতম সংঘটন ছাত্রলীগের হাতে প্রকাশ্যে পুলিশ ও সাংবাদিকের সামনে সিনেমার স্টাইলে খুন হবে এবং ফিল্মের মত তার লাইভ ভিডিও থাকবে!

আমার আপনার মৃত্যু না জানি কোথায় কখন কিভাবে হয়!

মৃত্যু আমাদের কল্পনারও অতীত এক বাস্তব ভয়ংকর বিষয়।

আল্লাহ! আমাদের মাথার উপর আকাশ জমিন ভরপুর পাপ। তুমি বড় ক্ষমাশীল, তুমি বড় দয়াময়, আমাদের ক্ষমা কর। তুমি কবুল কর।

বিষয়: বিবিধ

১২৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File