পৃথিবীতে ছোট রাষ্ট্রগুলোর কোনো ভবিষ্যৎ নেই। তাদের শেষ পর্যন্ত মিশে যেতে হবে বড় রাষ্ট্রগুলোর সাথে।
লিখেছেন লিখেছেন েনেসাঁ ২৬ সেপ্টেম্বর, ২০১৩, ১২:০৭:৩৬ দুপুর
ভারত স্বাধীন হওয়ার আগে পণ্ডিত জওয়াহেরলাল নেহরু ‘দ্য ডিসকভারি অব ইন্ডিয়া’ নামে একটি বই লেখেন। বইটি খুব প্রসিদ্ধি পায়। এই বইয়ের একটি অধ্যায়ে বলা হয়েছে, পৃথিবীতে ছোট রাষ্ট্রগুলোর কোনো ভবিষ্যৎ নেই। তাদের শেষ পর্যন্ত মিশে যেতে হবে বড় রাষ্ট্রগুলোর সাথে। মনে হয়, নেহরুর এই বিশ্বাস কাজ করছে ভারতের পররাষ্ট্রনীতি গঠনে। ভারতীয় সংবিধানের ৩৬৭ নম্বর ধারার ৩ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, ‘ভারত ব্যতীত যেকোনো রাষ্ট্র বিদেশী রাষ্ট্র। কিন্তু ভারতের রাষ্ট্রপতি প্রয়োজনে কোনো রাষ্ট্রকে বিদেশী রাষ্ট্র নয় বলে ঘোষণা করতে পারেন।’ ভারতের সংবিধানের এই অংশ মোটেও স্বচ্ছ নয়। ভারত যেকোনো রাষ্ট্র দখল করে তাকে ভারতের অংশ হিসেবে ঘোষণা করতে পারে। ভারতের সংবিধানে এই সুযোগ রাখা হয়েছে। অন্য কোনো দেশের সংবিধানে এ রকম কোনো সুযোগ রাখা হয়েছে কি না, আমরা তা জানি না। ভারতের প্রতিবেশী রাষ্ট্ররা তাই সঙ্গতভাবেই ভাবতে পারে, ভারত একটা বিপজ্জনক প্রতিবেশী। ১৯৭৫ সালের ৬ এপ্রিল ভারত সিকিম জয় করে। এবং ভারতীয় সংবিধানের ৩৬৭ নম্বর ধারার ৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সিকিমকে পরিণত করে ভারতের একটি অঙ্গরাষ্ট্রে। ঘটনাটি ঘটেছিল শেখ মুজিব নিহত হওয়ার পাঁচ মাস আগে।
বাংলাদেশের ভবিষ্যতে ঠিক কী ঘটতে যাচ্ছে, আমাদের মতো অবিশেষজ্ঞদের পক্ষে তার অনুমান করা হয়ে উঠেছে কঠিন। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান (Geographical Position) তাকে সামরিক দিক থেকে করে তুলেছে গুরুত্বপূর্ণ। চীনের সাথে চলেছে ভারতের সীমান্তবিরোধ। চীন চাচ্ছে, বাংলাদেশে তার প্রভাব বাড়াতে। মার্কিন যুক্তরাষ্ট্রও চাচ্ছে না যে, বাংলাদেশ থাকুক ভারতের প্রভাববলয়ে। সেও চাচ্ছে, বাংলাদেশে তার রাজনৈতিক প্রভাব বাড়াতে। বাংলাদেশ ভূম লীয় রাজনৈতিক (Geopolitical) কারণে হয়ে উঠেছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
বিষয়: বিবিধ
১১৬২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন