বায়তুল মোকাররমে অথবা রাজধানীর অন্য কোথাও বিক্ষোভ সমাবেশের ডাক দিন।

লিখেছেন লিখেছেন Deshe ২৪ সেপ্টেম্বর, ২০১৩, ০৩:৩৪:০০ দুপুর

মাওলানা সাইদীর রায়ের আগে জামায়াত একটি বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল। কিন্তু তখন সরকার সেই বিক্ষোভ সমাবেশের অনুমতি দেয়নি। অনুমতি না পেয়ে আবারো বিক্ষোভ সমাবেশের ডাক দেয় জামায়াত। কিন্তু এবারো অনুমতি না নেওয়ার দোহাই দিয়ে সমাবেশ করতে দেয়নি। সমাবেশের অনুমতি না পেয়ে জামায়াত হরতালের ডাক দিযেছিল। পরবর্তী মার্কিন দূতবাসসহ সবাই সমাবেশের অনুমতি না দেওয়ার বিষয়টি সমর্থন করেননি। পরবর্তীতে সরকার বাধ্য হয়ে মতিঝিলে সমাবেশের অনুমতি দেয়। সরকারের এই বাধ্য হওয়াকে অনেকে সরকারের সাথে আঁতাত বলেছিল। এটা যে কতটুকু সত্য তা সকলেরই জানা আছে। জামায়াত যদি আজ ঘোষনা দেয় যে, বিএনপির সাথে জোট করবে না,তাহলে এই সরকার জামায়াতের আর কোন বিচার করবে না। অথচ জামাত তা করছে না।

তাই যা করতে হবে লড়াই করেই করতে হবে,সরকারকে ফাঁদে ফেলানোর জন্য আবারো বড় ধরনের বিক্ষোভ সমাবেশর ডাক দেওয়া হোক । অনুমতি না দিলে হরতালের ডাক দেওয়া হোক এবং এই হরতাল জনগনের কাছে গ্রহনযোগ্যও হবে। সারা দেশের জনগন দেখবে জামায়াত একটি শান্তিপূর্ন সমাবেশ করার অনুমতি চাচ্ছে , জনমত পাল্টে যাবে এই ভয়ে সরকার যে জনগনের বিক্ষোভকে ভয় পায় তা সবাই দেখবে। কোন উচিলাই তখন তাদের কাজে আসবে না। কারন জনগনের মনে প্রশ্ন আসবে একটি বিক্ষোভ এর অনুমতি দিলে সরকারের কি এমন ক্ষতি হবে? অত:পর সরকার বাধ্য হবে জামায়াতকে সমাবেশ করার অনুমতি দিতে। সরকার সারা দেশে জামায়াতের উপর অত্যাচার করছে এই উচিলায় যে, তারা বিক্ষোভ এর নামে নাশকতা করে। এই জন্য পুলিশ বাধা দেয়। ঢাকায় সমাবেশের ডাক দিয়ে জামায়াত কি ধরনের নাশকতা কওে তা সকলেই দেখবে। ঠিক যেমন এর আগে মতিঝিলে দেখেছে ।

তাই অবিলম্বে এই ধরনের বিক্ষোভ এর ডাক দেওয়ার অনুরোধ করছি।

বিষয়: বিবিধ

১৪৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File