কোন বান্দা যখন বিয়ে করলো, তখন সে তো দ্বীনের অর্ধেকটা পূর্ণ করে ফেললো।
লিখেছেন লিখেছেন েনেসাঁ ১২ মার্চ, ২০১৪, ১১:৩০:২৬ সকাল
রাসূল সাল্লাল্লা-হু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন –
১) "কোন বান্দা যখন বিয়ে করলো, তখন সে তো দ্বীনের অর্ধেকটা পূর্ণ করে ফেললো । অতঃপর সে যেন অবশিষ্ট অর্ধেকের ব্যাপারে আল্লা-হ কে ভয় করে" ।
২) "যে বিবাহে খরচ কম ও সহজ সে বিবাহই অধিক বরকতপূর্ণ" ।
৩) "তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর কর্তব্যঃ ক) আযাদী চুক্তিবদ্ধ গোলাম —
যে তার রক্তমূল্য আদায় করতে চায়, খ) পবিত্রতার মানসে বিবাহ বন্ধনে আবদ্ধ
ব্যক্তি, গ) আল্লা-হ'র পথের মুজাহিদ" ।
……………………………………………........................
[সূত্রঃ ১) মিশকাত শরীফ, ২য় খন্ড, পৃষ্ঠা ২৬৮ হযরত আনাস রাদ্বিয়াল্লা-হু আনহু থেকে বর্ণিত; ২) বায়হাকী, সূত্রঃ মিশকাত, পৃ-২৬৭; ৩) তিরমিযী, সূত্রঃ মিশকাত পৃ ২৬৭]
বিষয়: বিবিধ
১০৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন