বাংলায় যে গণতন্ত্র!!

লিখেছেন লিখেছেন বেদূঈন পথিক ২২ আগস্ট, ২০১৩, ১২:২৭:৩১ দুপুর

বাংলার গণতন্ত্র উপহার দেয়

শুধুই নিরীহ মানুষের গলাকাটা লাশ,

কেড়ে নেয় নিরীহদের স্বাধীনতা

আর শুনায় ছেলে হারা মায়ের

কান্নার গুনগুনানী বার মাস।

নৈরাজ্য,দুর্নীতি,আজ যতই

ছিনতাই,ঘুষ,সন্ত্রাস,খুন

সবই বাংলার গণতন্ত্রের

এ এক মহাগুন!!

বাংলার গণতন্ত্রের অধীনে

লালীত হয় সন্ত্রাস-মাস্তান

বুলেটের আঘাতে রচে

কত শত খুন ভেজা দাস্তান।

বদলায় কাল বদলায় নাতো

জীবন নাশের ঋতু,

প্রাণ ভয়ে আজ বাংলার জনতা

সবাই যে স্বদা ভীতু।

বাংলার গণতন্ত্রের ছায়াতে বদমাশ যত

মসনদে বসে হয় রাষ্ট্রের কর্ণধার!

গরীবের খুন চুষে চুষে খায়

নিরীহরা পায়না নিজেদের অধিকার।।

বিষয়: রাজনীতি

১৩২৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File