মাথার চুল যদি হয় একটি সিটি বাসের চেয়েও লম্বা
লিখেছেন লিখেছেন েনেসাঁ ২০ আগস্ট, ২০১৩, ১২:৩৬:১৮ দুপুর
মাথার চুল যদি হয় একটি সিটি বাসের চেয়েও লম্বা তাহলে কেমন হয় বলেন তো! কি বিশ্বাস হচ্ছে না? এটা কিন্তু মিথ্যা নয়। সত্যি ঘটনা। খবর এমএসএন নিউজের
যাকে নিয়ে কথা হচ্ছে তার নাম আশা ম্যা-েলা। ৪৭ বছর বয়সী এ নারীর চুলের দৈর্ঘ্য এখন ৫৫ ফিট আর এর ওজন ৪২ পাউন্ড।
চুলের কারণেই এ নারীর স্থান একন গিনেজ বুকের রেকর্ডে। ডা: বলেছেন এ চুলের কারনে এই মহিলার প্যারালাইজড হবার সম্ভাবনা রয়েছে। তাই দ্রুত চুল কেটে স্বাভাবিক সাইজ করা উচিত।
কিন্তু কে শোনে কার কথা। আশা বলেছেন,‘এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি কখনোই আমার চুল কাটব না।’
দীর্ঘ ২৫ বছর চুল কাটেননি এই নারী। তাইতো চুল কাটা প্রসঙ্গে ডাক্তারের পরামর্শ উড়িয়ে দিয়ে বলেছেন,এখনই চুল কাটার কোন ইচ্ছা বা সম্ভাবনা তার নেই।
বিষয়: বিবিধ
১৩৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন