☻মুক্তমনা☻

লিখেছেন লিখেছেন অবুঝ ছেলে ২০ আগস্ট, ২০১৩, ১২:৪১:৩৫ দুপুর

মুক্তমনাদের মুক্ত চিন্তা চেতনার বহিঃপ্রকাশ ঘটলো ঐশীর ঘটনার মাধ্যমে।

ইসলামের শাশ্বত নিয়মনীতির প্রতি হঠকারিতা প্রদর্শন করে যারা মুক্তচিন্তার চর্চা করে তাদের এ থেকে শিক্ষা নেওয়া উচিত।

যিনি তোমার শিরা উপশিরা থেকে দেহ পর্যন্ত খুটিনাটি সৃষ্টি করলেন, সেই সৃষ্টিকর্তার চেয়ে তুমি বেশি বিজ্ঞ হতে পারোনা।

তার বেধে দেওয়া রীতিনীতিকে অবজ্ঞা করে মনমতো চললে এছাড়া আর কি আশা করতে পারো...??!!

বিষয়: বিবিধ

৯২০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File