দুনিয়ার জিন্দেগী খেল-তামাশা ছাড়া আর কিছুই নয়।
লিখেছেন লিখেছেন েনেসাঁ ২৮ এপ্রিল, ২০১৪, ০৫:২৫:২৯ বিকাল
বিয়ে হলে জেনা-ব্যভিচার থেকে তোওবা করবো, এখন যা ইচ্ছা করবো (প্রেম-ভালোবাসা, নারী-পুরুষ ফ্রী মিক্সিং...), আল্লাহর অলি হয়ে ধোঁয়া তুলসী পাতা না হওয়া পর্যন্ত পর্দা করবো না, হজ্জ করে দাঁড়ি রাখবো, সামনে বছর থেকে নামায পড়বো, ছেলে-মেয়ে বড় হলে হজ্জ করবো...এইগুলো ইসলাম না মানার জন্য বোকা লোকদের যুক্তি...
আমার উম্মতের লোকদের বয়স ৬০ বছর অথবা ৭০ বছর...
যে যেইদিন মৃত্যুবরণ করে সেইদিনই তার কেয়ামত (হিসাব নিকাশের কিছু অংশ) শুরু হয়ে যায়। আপনি কি গায়েব জানেন, পরের ওয়াক্ত নামায পড়ার আগেই আপনার মৃত্যু হয়ে যাবেনা এই কথা আপনাকে কে লিখে দিয়েছে? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ “আমার উম্মতের লোকদের বয়স ৬০ বছর অথবা ৭০ বছর। আর খুব সংখ্যক লোকই এ বয়স (৬০/৭০ বছর) পার করবে।”
অলসতা ও অবহেল করবেন না, দুনিয়ার ধোঁকায় পড়বেন না। নারীর ধোঁকা পুরুষদের জন্য সবচাইতে ক্ষতিকর। তাই ভাইয়েরা নারীর পেছনে ঘুরে জীবন ধ্বংস করবেন না। আর বোনেরাও পুরুষদের ধোঁকায় পড়বেন না। শয়তানকে সুযোগ দেবেন না – জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। নারী-পুরুষ ফ্রী মেলামেশা করবেন না, অবৈধ যোগাযোগ রাখবেন না। পড়াশোনা, চাকরীর এইসবের অযুহাতে হারামে জড়িয়ে পড়বেন না।
বিষয়: বিবিধ
১৪৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন