দেলু বা দেওল্লা রাজাকার এবং মাওলানা দেলোযার হোসাইন সাঈয়েদী একই ব্যক্তি কিনা ???
লিখেছেন লিখেছেন নাকিব ০৪ মার্চ, ২০১৩, ১১:০৩:৩৮ সকাল
দেলু বা দেওল্লা রাজাকার এবং মাওলানা দেলোযার হোসাইন সাঈয়েদী একই ব্যক্তি কিনা এ বিষয় টা আরো একটু ভাল ভাবে খতিয়ে দেখা দরকার। কারন নামের বিভ্রান্তির জন্য যদি এত বড় একজন আলেমের ফাসি হয়ে যায় এবং পরবর্তি সময় যদি বাস্তবেই প্রমানিত হয় যে দেলু বা দেওল্লা রাজাকার এবং মাওলানা দেলোযার হোসাইন সাঈয়েদী এক ব্যক্তি নয় তাহলে তখন আর এটা শোধরানোর কোন উপায় থাকবে না। ফলে জাতি হিসাবে আমরা কলংকিত জাতি হিসাবে আত্ব গ্লানিতে ভূগব। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে জীবিত সাঈয়েদী অপেক্ষা মৃত সাঈয়েদী আরো বেশী শক্তি শালী হয়ে উঠতে পারে। অতএব এ দেশের বিবেকবান সাংবাদিক, বুদ্ধিজীবি, আইনজীবি, কূটনীতিক সহ সকল স্তরের গন্য মান্য ব্যক্তি বর্গ কে বিনীত অনুরোধ করব সময় থাকতে আপনারা এ বিষয় বলিস্ঠ উদ্যোগ গ্রহন করুন যাতে করে আপিলে তার প্রতিফল ঘটে।
বিষয়: বিবিধ
১৪২৭ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন