ইজরাঈলি ভূমিকায় আওয়ামিলীগ

লিখেছেন লিখেছেন কামরুল হাছান মাসুক ০৪ মার্চ, ২০১৩, ১১:০০:১০ সকাল



ইজরাঈলি ভূমিকায় আওয়ামিলীগ

কামরুল হাছান মাসুক

আমরা যারা মুসলিম আছি তারা হরহামেশায় ফিলিস্তিন, ইরাক, আফগানিস্তান, কাস্মীর এর কথা বলি। কিন্তু আজকের বাংলাদেশের অবস্থা আপনারা নিশ্চই দেখছেন। পত্র-পত্রিকায় সব খবর আসছে না। পত্রিকাগুলিও সব খবর দিচ্ছে না। তারা কি গণতন্ত্র বিশ্বাস করে না। নাকি তারা ইসলাম বিদ্বেষী বুঝতে পারছি না। আজব কারণে বাংলাদেশের অধিকাংশ পত্রিকা আওয়ামিলীগকে সমর্থন করছে। ওরা কি ভেবে নিয়েছে আওয়ামিলীগ ছাড়া বাংলাদেশে আর কোন দল আসবে না। পত্রিকাগুলো বাংলাদেশের বৃহৎ একটি দল বিএনপিরও খবর ভাল করে ছাপাচ্ছে না। সরকার কি সব পত্রিকা কিনে নিয়েছে। নাকি সব পত্রিকা সরকারের গোলামী করছে। টিভির অবস্থাও একই রকম। বাহিরের দেশে যতটুকু খবর যাচ্ছে বাংলাদেশের মানুষ হয়েও বাংলাদেশের অবস্থা জানতে পারছে না। দুই একটি পত্রিকা সত্য খবর গুলো প্রচার করছে। বিএনপি কি কখনো ক্ষমতায় আসবে না। নাকি বিএনপির ক্ষমতায় আসা চিরতরে বন্ধ। পত্রিকা এবং টেলিভিশন চ্যানেলগুলি যদি তাই মনে করেন তাহলে বলল, আপনারা যা সংবাদ প্রকাশ করছেন তা ঠিকই আছে। আপনারা যা করছেন তা তাহলে বেশি হয়ে যাচ্ছে। আপনাদের আরও কম সংবাদ প্রচার করা উচিত। একটা কাজ অবশ্য আপনারা করতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রি দেখেন না হরহামেশায় বলেন, দেশের পরিস্থিতি আগের চেয়ে অনেক ভাল। আপনারা ও এক কাজ করেন। পত্রিকায় ছেপে দেন। বাংলাদেশের অবস্থা এখন অনেক ভাল। কারো কোন সমস্যা হচ্ছে না। দেশে বিরোধী দল নেই বললেই চলে। সুশীল, বাম, পত্রিকা, টিভি, চ্যানেল, ভিসি, সাংবাদিকদের বলি, আপনারা জনগণকে বলে দেন শেখ হাসিনা ছাড়া বাকি দল এবং সংগঠন অবৈধ। গত কয়েকদিনের বিক্ষোভে কত মারা গেছে তার পরিসংখ্যান জানেন। বাংলাদেশের ইতিহাসে এরকম জঘন্য হত্যাকান্ড আর ঘটেনি। ভবিষ্যতে ঘটকে কিনা জানি না। তবে এরকম আওয়ামিলীগ সরকার এলে আবার ঘটতেও পারে। এত হত্যা কান্ডের পরেও সরকার থেকে কোন বিবৃতি দেওয়া হচ্ছে না। বিক্ষোভ দমাতে কোন আশ্বাস দেওয়া হচ্ছে না। আর কত আপনাদের লাশ চাই। কত হলে আপনারা খুশি। নাকি ভাবছেন, বিরোধী দলের লোক মারা গেলে আপনাদের জন্য ভালই হয়। ভোটার সংখ্যা কমে যাবে। আপনারা যদি ভেবে থাকেন বিরোধী দলের নেতা-কর্মীদের মারবেন ভোটার কমাতে তাহলে আপনারা ভুল করবেন। কারণ কমাতে গিয়ে বেড়েও যেতে পারে। পাখির মত গুলি করে মানুষ মারা এটা কোন ধরণের সৃষ্টাচার আপনাদের সুশীলদের কাছে প্রশ্ন রাখতে চাই।

কসবা, বি-বাড়ীয়া।

বিষয়: রাজনীতি

১২৩২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File