দাবী একটাই
লিখেছেন লিখেছেন কামরুল হাছান মাসুক ০৩ এপ্রিল, ২০১৩, ০৮:৫১:৩৯ সকাল
দাবী একটাই
দাবী একটাই তত্ত্বাবধায়ক
ব্যবস্থার বহাল চাই।
দাবী মানলে ক্ষমতায় থাকেন
না হলে দয়া করে ভাগেন।
নাস্তিকদের লাথি মারি
গলা টিপে হত্যা করি।
দয়া করে ভাগেন
জনগণকে শান্তিতে ঘুমাতে দেন।
নির্বিচারে মানুষ মারা চলবে না।
জনগণের বুকে আর একটাও
গুলি করা সহ্য করা হবে না।
এবারের সংগ্রাম জনগণের সংগ্রাম
এবারের সংগ্রাম মুসলিম জনতার সংগ্রাম।
বিষয়: সাহিত্য
১৩৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন