কাদের মোল্লার বিরুদ্ধে আনা অভিযোগের জবাবে কাদের সিদ্দিকি

লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ০৩ এপ্রিল, ২০১৩, ০৮:৩৫:২৪ সকাল

তিনজনই কাদের, পরিচিতি ভিন্ন । একজন কসাই, আরেকজন মোল্লা এবং অন্যজন বংগবীর ।

বিহারী কসাই কাদেরের বিচার করে কাদের মোল্লাকে কারাদন্ড দেয়া হয়েছে, যেমনটি দেলোয়ার সিকদারের বিচার করে দেলোয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদন্ড দেয়া হয়েছে ।

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির কারনে ৭১ সালে মুক্তিযুদ্ধকালীন বীরত্বের জন্য বীর খেতাব পাওয়া কাদের সিদ্দিকি মুক্তিযোদ্ধা হিসাবে বড়ই মর্মপীড়ায় আছেন বলে লিখেছেন তার লিখায় । কাদের মোল্লার প্রসংগে লিখেছেন, "পত্রপত্রিকায় দেখেছি কাদের মোল্লা ২৬ মার্চ মিরপুরে ৩৪০ জনকে হত্যা করেছে। ২৬ মার্চ বাঙালির কাউকে হত্যা করার কোনো পথ ছিল না। ২৫ মার্চ পর্যন্ত সব বাঙালি ছিল আওয়ামী লীগের পেছনে। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সব মোল্লাই তখন বঙ্গবন্ধুর নেতৃত্বে চলতে বাধ্য হয়েছে। সব রাজনৈতিক দল বঙ্গবন্ধুকে সমর্থন করেছে। সে জামায়াত হোক আর মুসলিম লীগ হোক বাইরে থাকার পথ বা উপায় ছিল না। আর ২৬ মার্চ পাকিস্তান হানাদারদের কাছে কোনো বাঙালি আপন-পর ছিল না। সবাই ছিল গাদ্দার। বাঙালি দালাল সৃষ্টি শুরু হয়েছিল আরও বেশকিছু পরে। তাই ২৬ মার্চ গণহত্যার অভিযোগ আনলে সেখানে কোনো বাঙালিকে জড়ানোর সুযোগ কোথায়? কে আওয়ামী লীগ, কে মুসলিম লীগ, কে জামায়াত_ পাকিস্তানি হানাদারদের কাছে ২৬ মার্চের কোনো বিচার-বিবেচনা ছিল না। তাই বিষয়গুলো যার যার ইচ্ছামতো করে সাজালে চলবে না। গায়ের জোরে অনেক কিছু করা যায়। আইন করে বিচার করা আর গায়ের জোরে হত্যা করা এক কথা নয়"।

সত্য অবশ্যই সমাগত ।

http://www.bdtomorrow.net/columndetail/detail/58/1962

বিষয়: বিবিধ

১২৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File