বিএনপি অফিসে পুলিশের হামলা
লিখেছেন লিখেছেন নাকিব ১২ মার্চ, ২০১৩, ০৩:০৬:০২ দুপুর
অফিসে মাগরিব শেষে ডেস্কে কাজ করছি এমন সময় সংবাদ পেলাম আগামী কাল হরতাল। অনেক উত্কন্ঠা উদ্বেগের মধ্যে ৭ টার দিকে অফিস থেকে বের হলাম। মতিঝিলের রাস্তা ধরে বাসার দিকে হাটার সময় দেখলাম রাস্তার পাশে লোকজন জড়ো হয়ে টিভি দেখছে । ভাবলাম হয়তো কোন খেলা চলছে। খেলার প্রতি আকর্ষন কম থাকায় গুরুত্ব দেইনি। হাটার সময় মনে টেনশনও ছিল হরতাল নিয়ে। বাসার নিচে গিয়ে বিভিন্ন বাসা থেকে ও টিভির শব্দ শুতে পেলাম। ধারনা ঐ একই ক্রিকেট খেলা চলছে। লিফ্টে উঠে বাসায় কলিং বেল দিলাম। আমার মেয়ে এসে গেট খুলে দিল। দেখি উচ্চ শব্দে টিভি চলছে। মেয়ে কে ধমক দিয়ে বল্লাম থেলা দেখা বন্ধ করে পড়তে যাও। মেয়ে হেসে বল্ল আব্বূ খেলা দেখছি না। বিএনপির অফিস পুলিশ কুড়াল দিয়ে ভাংছে তা দেখছি। আমি টিভির স্ক্রীনের দিকে তাকিয়ে দেখি ঘটনা তাই। মনে কস্ট পেলাম দৃশ্য দেখে। হতাশ হলাম এই ভেবে যে সরকারের মধ্যে এক জন লোক ও নেই এই দৃশ্য বন্ধ করার। বিবেক আমাদের নস্ট হয়ে গেছ। বিন্দু মাত্র বিবেক থাকলে এরুপ হতে পারে না। পুলিশ তো হুকুমের গোলাম। পুলিশ নিজ দায়িত্বে এভাবে এ্যাকশন চালাতে পারে না। এভাবে বিবেকহীন কাজ কর্ম থেকে সকল কে বিরত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি। বিবেক দিয়ে কাজ করার জন্য পরামর্শ দিচ্ছি।
বিষয়: বিবিধ
১৩১৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন