হে আল্লাহ !!! তুমি হেফাজতে ইসলাম কে হেফাজত কর!!!

লিখেছেন লিখেছেন নাকিব ০৬ মে, ২০১৩, ০৪:৫৩:৩২ বিকাল

রাত ২.৪০ এর সময় প্রচন্ড শব্দে ঘুম ভেংগে গেল। মনে হলো আকাশে মেঘের শব্দ। বারান্দায় গিয়ে দেখি শাপলা চত্বরের দিকে শব্দ। দ্রুত গিয়ে টিভি অন করলাম কিন্তু ডিশ লাইন বন্ধ। গভীর রাতে অনেক কে মোবাইল করলাম মতিঝিলে কি হচ্ছে খোজ কবর নেয়ার জন্য কিন্তু সঠিক কোন তথ্য পেলাম না। অনেক ক্ষন দোয়া দরুদ পড়ে স্থির থাকার চেস্টা করছিলাম। কিন্তু মন মানে না, আবার গিয়ে টিভি অন করলাম এবং সময় টিভিতে দেখলাম মতিঝিল এ্যাকশনের কিছুটা খন্ড চিত্র। মতিঝিল এ্যাকশনের ভয়াবহতা এত মারাত্বক ছিল যে টিভি সাংবাদিকরা সঠিক ভাবে সংবাদ সংগ্রহ করতে পারছিল না। তাছাড়া রাত হওয়ার কারনে অনেক কিছুই বুঝা যাচ্ছিল না। ভয়ংকর শব্দ এবং হেফাজত কর্মীদের দিক বেদিক ছুটা ছুটিতে পুরো মতিঝিল এলাকা যুদ্ধ কালীন অবস্হার মতো মনে হচ্ছিল। এ অবস্থা চলতে থাকে ফজর পর্যন্ত। এই দীর্ঘ সময়ের এ্যাকশনে হেফাজতের কত লোক মারা গেছে এবং কত লোক আহত হয়েছে তা নিয়ে জন মনে নানা রকম বিভ্রান্তি এবং প্রশ্ন রয়েছে। মানুষের এই বিভ্রন্তি এবং প্রশ্ন আরো বেড়ে যায় যখন দিগন্ত এবং ইসলামিক টিভির সম্প্রচার বন্ধ করে দেয়া হয়। সরকারের এহেন পদক্ষেপে মনে হচ্ছে সংবাদ মাধ্যম বন্ধ করে সরকার হেফাজতের উপর চালানো ইতিহাসের বর্বরতম হত্যা কান্ডের ঘটনা জনগনের দৃস্টির আড়ালে রাখতে চায় যা কোন দিনই সম্ভব হবে না। সত্য এক দিন প্রকাশ হবেই। বিচার ও হবে। হয় ইহকালে নয় তো পরকালে। হেফাজতের যারা শহীদ হয়েছেন আল্লাহ তাদের কবুল করুন। যারা আহত হয়েছেন আল্লাহ তাদের দ্রুত আরোগ্যদান করুন। আর যারা সুস্থ্য আছেন আল্লাহ তাদের ন্যায়ের পক্ষে বলিস্ট আন্দোলন করার তৌফিক দান করুন। তাদের জান মাল ইজ্জত হেফাজত করুন। আমীন!!!

বিষয়: বিবিধ

৩৬৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File