১০০% সত্য একটু ভাবো
লিখেছেন লিখেছেন তিতুমীর সাফকাত ২৯ মার্চ, ২০১৩, ১০:২৫:১৬ রাত
দুপুর বেলা এক লোকের প্রচুর তৃষ্ণা পেল।
সে দেখল রাস্তারপাশে একলোক ডাব
বিক্রি করছে দাম ১০০ টাকা । দাম বেশি হলেও সে কিনে খেল।
কিছুদূর যাওয়ার পর সে দেখল
একলোকফ্রি ডাব খাওয়াচ্ছে কারণ , অনেক দূর
থেকে এনেছে ফেরত নেওয়া সম্ভবনা ।
ফ্রি পেয়ে লোকটি আরও ২টা ডাব খেল।
আরো কিছু দুর যাওয়ার পর দেখল আরোএক
লোক ফ্রি ডাব খাওয়াচ্ছে । পেটভরা থাকার কারনে ঐ
লোক আর খেতে চায় না । ডাব বিক্রেতা বলল
একটা ডাব খেলে ৫ টাকা করে দেওয়া হবে । কারণ
অনেক দূরে তার বাড়ী । ফেলে দিলে অপচয়
হবে আর বাড়ী নিতে অনেকলস হবে ।
বর্তমানে আমাদের সমাজেরও এই আবস্থা । ২০,২২
বছরে যুবক যুবতীদের তীব্র যৌবনের চাহিদা থাকে ।
কত কষ্ট করে তারা তাদের
চাহিদা মেটায় । রাত জেগে ফোনে কথা বলে , এতিম ফকিরের
মত গার্লস স্কুলের সামনে দাড়িয়ে থাকে ,
আধা ঘন্টার ডেটিং এর জন্য কত টাকা খরচ করে ,
পার্কের চিপায় চাপায় কতকষ্ট করে , ইভটিজিং করে ,
ধর্ষণ করে ।
আল্লাহর বিধান ছিল মেয়েরা পর্দার
আড়ালে থাকবে । তারা হবে দামী ।
বিনা মূল্যে রাস্তাঘাটে তাদের
দেখা যাবে না । পুরুষের যৌবন
আসলে তারা সম্মানের সাথে উপযুক্ত মূল্য দিয়ে (মোহর)
তাদেরবিয়ে করবে ।
কিন্তু মেয়েরা যখন পর্দা ছাড়ল ,
ছেলেরা ইসলামের বিধান অমান্য করে তাদের
চাহিদা মিটাল ।
অশ্লিল ছবি দেখে , ধর্ষন করে, চিপায়
চাপায় ছেলের চাহিদা মিটে গেল । এখন ফ্রি দিলেও
বিয়ে করতে চায়না ।
বলে মেয়ে তো দিবাই সথে ৫লাখ
টাকা যৌতুকও দিবা । ষাট সত্তর বছর আগেও মুসলিমদের মাঝে যৌতুক নিয়ে এত ঝামেলা ছিল না ।
আল্লাহ যে জীবন ব্যাবস্থা দিয়েছেন
তা আমাদের জীবনকে সহজ করার জন্য । আর
আমরা আল্লাহর আইনঅমান্য করে দুনিয়াতে যেমন
অশান্তি সৃষ্টি করছি তেমনি আখিরাতেও
জাহান্নামের ব্যাবস্থাকরছি।
-শেখ জসীমউদ্দীন রহমানীর লেকচার অবলম্বনে ।
বিষয়: বিবিধ
১৩১০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন