ঘটনা ০৫ - কখন বুঝবেন আপনি বয়স্ক হইতেছেন
লিখেছেন লিখেছেন তিতুমীর সাফকাত ১২ ডিসেম্বর, ২০১৩, ১২:৩২:২৪ দুপুর
সকালে ঘুম থিকা উইঠা দাত টাত মাজিয়া ভাবলাম আইজ বাইরে নাস্তা করুম । হেরলাগি ছোট খাট মাঞ্জা মাইরা চাদরটা লইয়া বাহির হইলাম, ইমুন সময় শুনি পিছন থিকা চিকন স্বরে কেউ ডাকতেছে,
- অই আংকেল, কই যাও ?
- এইতো রেস্টুরেন্টে যাবো ।
- এখন ঘুম থেকে উঠছো ?
- হুম ।
- ছি ছি ছি খুব খারাপ, খুব খারাপ এতো বেলা করে কেউ ঘুমায় ? ভালো মেয়েরা এতো বেলা করে ঘুমায় না ।
- আমিতো মেয়ে না মামনি (তারপরে একটা ফিচলা হাসি)
- অই একই কথা, আম্মু বলছে । ভালোরা সকাল সকাল ঘুম থেকে উঠে স্কুলে যায় । তুমি স্কুলে যাও না ?
- না, আগে যেতাম এখন যাই না । বড় হয়ে গেছিতো । বড় হলে স্কুলে যেতে হয় না ।
- ও আমিও যাই না । হরতালতো তাই স্কুল বন্ধ ।
- আচ্ছা এখন আমি যাই মামনি ?
- হুম যাও ।
খালি হাটা শুরু করছি আবার ডাক !
- অই আঙ্কেল ! তোমার গারলফ্রেন্ড আছে ?
(আমি টাশকিত, মারাত্মক টাশকিত)
- না মামনি আমারতো নাই । তুমি হইবা ?
- না তোমাকে আমার পছন্দ না, তুমি দেরি করে ঘুম থেকে উঠ । তাড়াতাড়ি ঘুম থেকে উঠবা তাহলে গার্ল ফ্রেন্ড পেয়ে যাবে ।
- তাড়াতাড়ি উঠলে তুমি হবে কিনা বলো । তাহলে তারাতাড়ি উঠবো ।
- আরে, বল্লামতো তোমাকে আমার পছন্দ না । তোমার অনেক সমস্যা আছে । তুমি সিগারেট খাও ?
- মাঝে মাঝে একটু আধটু খাই আরকি ।
- আম্মু বলছে সিগারেট বাজে লোকেরা খায় । তুমি কি বাজে লোক ?
- তোমার কি মনে হয় আমি বাজে ?
(কিছুক্ষন চিন্তা করে)
- হুম তুমি বাজে লোক, তুমি আমার সাথে কথা বলবে না । যাও ভাগো ।
বলেই দৌড়ে ঘরের ভিতরে চলে গেলো । পিচ্চি পড়ে মাত্র ওয়ানে, এইবার মনে হয় টুতে উঠবে । মাশাল্লাহ কথা বার্তায় কম যায় না । তবে যখন দেখবেন অপিরিচত বাচ্চাকাচ্চারাও আপনাকে আঙ্কেল আঙ্কেল ডাকছে তখন বুঝে নেবেন বয়স বাড়তেছে)
বিষয়: বিবিধ
১৩৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন