ঘটনা ০৩

লিখেছেন লিখেছেন তিতুমীর সাফকাত ২৩ অক্টোবর, ২০১৩, ০৯:১৮:৪০ রাত

ভালো তো ভালো না? ঘুম থিকা উঠার আগেই যদি নাস্তা হিসেবে কয়েক আটি বাশ থাকে তবে খুশি না হয়ে পারা যায়।

আসল কথা হইতেছে ফযর পড়িয়া সেকেন্ড ইনিংস শুরু করছি লুংগী পইড়াই। খেতাটা যে কই আছে খিয়াল করি নাই! ঘুমাইয়া ঘুমাইয়া সবে মাত্র মুজিব আব্বার মতো 8g স্বপ্ন দেখা শুরু করছি ইমুন টাইমে হঠাৎ রুমে নারী কন্ঠের হাসি শুনিয়া কাঁপিয়া উঠলাম। আজীব আমার রুমে মাইয়া! বাসায় মালিক চাচা বিরাট হুমকি দিছিলো কুনু মাইয়া নিয়া মেসে আইলে উস্টা মাইরা বাইর করি দিমু।

লাফাইয়া উঠলাম উঠিয়া দেখি চাচার বউ আর মাইয়া আইছে ভাড়া নিবার লাগি। তে হাসলো কেন? হঠাৎ টের পাইলাম দেহের নিন্ম প্রদেশে অতিরিক্ত শীতলতা অনুভব করিতেছি! চাচিজান কুনুমতে হাসিয়া হাসিয়া কইলা "আব্বাজান তুমার লংগি খান ফিন্দ দেখাযার! " আর চাচির সুন্দ্রি মাইয়া হাসি থামাইতেই পারতেচে না।

আগেতো আমি মানুষরে জ্ঞান দেবার চেষ্টা করতাম আইজ চাচার মাইয়া জ্ঞান দিয়া গেলো, "ভাইয়া ঘুমানোর সময় লুঙ্গিটার নিচের দিকেও একটা গিট্টু দিবেন তাইলে আর এইরকম বেইজ্জত হইতে হইবো না । হি হি হি হি হি "

বিষয়: বিবিধ

১৩৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File