আমার আপন কথা রূপকথাকেও হার মানায় ০২
লিখেছেন লিখেছেন তিতুমীর সাফকাত ১০ অক্টোবর, ২০১৩, ০১:১৯:২৬ দুপুর
প্রথম অংশ
আমার আপন কথা রূপকথাকেও হার মানায় ০১
৫.
শেষ পর্যন্ত ভাইয়ের অভিষেক হয় নি । বাবাও সুস্থ হয়ে গেছে । কিন্তু বিপদ এখনও আছে । যেকোন সময় কিছু একটা ঘটে যেতে পারে । ভাই এর অভিষেক না হওয়ার পিছনের কারনটা হলো মেয়ে ঘটিত কেলেঙ্কারি । কিছু করতে গিয়ে ধরা খেয়ে মান সম্মানের ভয়ে তাকে ইংল্যান্ড পাঠিয়ে দেওয়া হয়েছে । তারপর শুনলাম বাবা নাকি আমার সাথে কি কথা বলতে চায় । গেলাম, বল্ল যে ভাইয়ের জায়গায় আমার অভিষেক হবে । আমাকে নাকি গদিতে বসতে হবে, তবে তার আগে আমাকে রাজনীতি ছাড়তে হবে । কিন্তু আমার তো কখন এই গদির লোভ ছিলো না । পারিবারিক প্রধান হওয়ার ইচ্ছাও আমার নাই, এত সম্পত্তি আমাকে দিয়ে রক্ষা সম্ভব না । সবচেয়ে বড় কথা আমি আমার জীবনে অভ্যস্ত হয়ে গেছি আমি আবার নতুন করে ঝামেলা পাকাতে চাই না । নতুন কিছুকেই আমি ভয় পাই । এই জীবন অনেক কষ্টে কাটিয়েছি, এখন মোটামোটি গুছিয়ে নিয়েছি আর কোন ঝড় চাই না । আমি জানি অদের আবেগ বেশিদিন থাকবে না । হয়তো গ্রামের মানুষের চাপে বা কোন আকস্মিক ভাবাবেগের কারনে তাদের এই পরিবর্তন । কিন্তু এই আবেগ চলে গেলে পরে যদি আবার আমায় রাস্তায় ফেলে দেয় ? তখন এই ভাঙ্গা কোমর নিয়ে আর দাড়াতে পারবো না । আমি যেমন আছি ভালো আছি, খুব ভালো আছি । আমি আর কোন পরিবর্তন চাই না । বাড়ি থেকে কোন আরথিক সাহায্য আর আসছে না । আগে যেমন দুই আড়াই মাঝে মাঝে তিন হাযার পেতাম তা আর নেই । তাছাড়া আগে বৃত্তিও পেতাম এখন তাও নেই । কিন্তু আমি ঠিকই গুছিয়ে নিয়েছি । নিজের সীমিত আয়ে চলতেছি । এভাবেই আমি চলতে চাই । অন্যের সম্পদে পোদ্দারি করার ইচ্ছা নাই ।
বিষয়: বিবিধ
১৫৩০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন