ঘটনা ০২
লিখেছেন লিখেছেন তিতুমীর সাফকাত ০৩ অক্টোবর, ২০১৩, ০৭:০২:৩৮ সন্ধ্যা
আইজ বাসে উঠছিলাম একটু মজা করার জন্য । উঠেই দেখি লেডিস সিটে তিনটা সিট ছাড়া বাকি বাস পুরুটাই ভর্তি । কি আর করা অইখানেই বসলাম আমি আর এক ফ্রেন্ড ! বিরাট ভাবসাব নিয়া বইসা আছি । কিছুক্ষন পর, (জায়গার নাম কমু না) দুইটা আইটেম উঠলো বাসে । উইঠা আমার সামনে আইসা খাড়াই রইছে, ভাবখানা এমন যেন আমি উঠিয়া গিয়া সিট দিমু । আমিও চুপচাপ বইসা বইসা এমন ভাব দেখাইলাম যেন অদের দেখতেই পাই নাই । তারপরে,
-"এই যে লজ্জা করে না লেডিস সিটে বসে আছেন আবার ভাব মারেন" এইবারও আমি চুপ । তারপরে বাসের মামারে ডাকিয়া আনলো । মামায় কইলো,
-"মামা উঠেন লেডিস সিটে লেডিরা বসবো, আপনি কি মহিলা ?" আমি কি আর করুম কইলাম
-"মামা দেখো বাংলাদেশ সরকার আঈন করছে নারী পুরুষ সবাই সমান সুতরাং আমারে তুমি তুলতে পারবা না, তুলার চেস্টা করলে খবর আছে ।"
বেচারা মামা কি আর করব আইটেম দুইটারে একেবারে পিছনে নিয়া বসাইয়া দিলো । রাগে গজ গজ করতে করতে উনারে পশ্চাতে গিয়া বসিলেন । কিছুক্ষন পর, তিনজন আপু উঠলেন বাসে, পুরোপুরি হিজাব পরিহিত । দেইখা ভালো লাগলো, মনে হলো এইতো আসল লেডি । নিজ থেকেই উঠে গেলাম সিট দিলাম । এইটা দেইখাতো মামা অবাক । কয়,
-" মামা কাহিনী কি? আপনার কেউ নাকি ?" আমি কইলাম,
-"হু, আমার বোন"
-"ওহ, বুঝছি"
পরে ভীরের ঠেলায় পিছনে যেতে যেতে একদম ঐ আইটেম দুইটার সামনে গিয়া পরলাম । তখন একটায় কয়া উঠলো,
-" ভাইয়া, আমাদের সিট না দিয়ে অদেরকে দিলেন যে? আপনার গারলফ্রেন্ড বুঝি ?" আমি বেচারা এমনিতেই মেয়েদের সাথে কথা কইতে পারি না তারপরেও কস্ট কইরা কইলাম
-" আপু, দেখ আমার কোন গারলফ্রেন্ড নাই, আর অরা হচ্ছে আমার মুসলিম বোন অদের সিট দরকার ছিলো তাই দিলাম "
-" আমরা কি মুসলিম না?"
-" দেখেতো মনে হয় না, কোন মুসলিমের এইরকম পোশাক হতে পারে না"
-" আপনি শিবির নাকি হেফাজত?"
আমি আর কিছু বললাম না । কি কমু, পরের স্টপেজে নামিয়া গেলাম ।
বিষয়: বিবিধ
১২৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন