এইটা কি দেখলাম ? ! ?
লিখেছেন লিখেছেন তিতুমীর সাফকাত ২২ সেপ্টেম্বর, ২০১৩, ১০:১০:৩২ রাত
স্বপ্ন আমি প্রচুর দেখি কিন্তু কিছু মনে থাকে না, কিন্তু আজ যেটা দেখলাম ভুলতেই পারতেছি না । আজ দুপরের খাওয়া শেষ করে শোয়া মাত্রই ঘুমিয়েযাই এর পরই শুরু হল স্বপ্ন
......কোন এক কারনে আমাকে পুলিশ তারা করছে আমিও কম যাই না যেভাবে পাড়ি পালিয়ে বেড়াচ্ছি পরে একসময় ঢাকা থেকে ধরা খেলাম, সাথে দেখি আরেকজনও আমার সাথে হাজতি ...... কিন্তু আমার অপরাধ কি আমি জানি না.........
তো গাড়িতে তোলার পর একটা দোকানের সামনে এসে থামাল গাড়ি ওরা চা-পান-বিড়ি খাচ্ছিল দেখে আমি চা খেতে চাইলাম (নিজের টাকায়)...... কিন্তু তাদের কথা তুমি এখন আসামি তার উপরে আবার লেডি হিটলারের নামে উলটা পালটা লিখছো,তুমি কিছুই করতে পারবা না । আমি যতবারই বুঝানোর চেস্টা করি আমি উনার সাথে কিছুই করি নাই শুধু যা সত্য তাই লিখছি, তারপরেও তারা বলে যে না তুমি উনার সাথে । আমি রাতের খাবার কিনে নিয়ে যেতে চাইলাম তাও দিলনা...... হাজতে যা খেতে দেওয়া হবে তাই খেতে হবে .........
অতঃপর হাজতে গিয়া দেখা পাইলাম মুহতারাম দেলোয়ার ভাইকে । আমাকে দেখেই বল্লেন, " কি ভাই তোমাকেও আনছে ?" উনার শারীরিক অবস্থা দেখলাম ভালো না কিন্তু চোখে মুখে এক অপরূপ জ্যোতি দেখলাম যেনো নির্ভীক সৈন্যেদলের এক নির্ভীক সেনানী । আরো বল্লেন "চিন্তা করো না আল্লাহ এর উপর ভরশা রাখো সব ঠিক হয়ে যাবে।"
এরপর টরচার সেলে নিয়ে মাইর শুরু, আল্লারে সে কি মাইর, মাইর খাইতে খাইতে মনে হইতেছিলো আমার ভাইটি মাসের পর মাস ধরে এই অত্যাচার সহ্য করছে আর আমার কি না কয়েক মিনিটও সহ্য হচ্ছে না ! ......
সব কিছু সত্য মনে হচ্ছিলো......
এরপর শুনি কে যেন আমাকে ডাকছে, পরে ঘুম ভেঙ্গে গেলো, দেখি ভাই একজন ডাকছে, " কি মিয়া শাহজাদা, সালাতে যাইবা না? জামাতের সময় চলে আসছে তাড়াতাড়ি অজু করো ।"
এইটা কি দেখলাম ? আমি এখনো ভুলতে পারতেছি না, এমনিতে স্বপ্ন আমার মনে থাকে না কিন্তু এইটা পুরাই উলটা ভোলাই যাচ্ছে না ।
বিষয়: বিবিধ
১৮৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন