এসব আর কতোদিন চলতে থাকবে?

লিখেছেন লিখেছেন তিতুমীর সাফকাত ৩১ আগস্ট, ২০১৩, ০৬:০৪:০৬ সন্ধ্যা

দুজন ছেলে রাস্তার পাশে দাঁড়িয়ে প্রস্রাব করছিলো। প্রস্রাব করা শেষ হলে প্রথম জন দ্বিতীয় জনকে বললো ''ছি ছি তুই প্রস্রাব করে কুলুখ করলিনা কেন''…কিন্তু তারা দুজনেই যে দাঁড়িয়ে প্রস্রাব করেছে এ নিয়ে কোন মাথাব্যথা নেই।

* তালেব,রাহাত আর মারুফ তিন বন্ধু। তালেব আর রাহাত প্রতি ওয়াক্ত নামাজ আদায় করে,কিন্তু মারুফ নামাজে গাফিলতি করে…তালেব রাহাতকে বলে ''কিরে,তুই সুন্নত নামাজ পড়িস বা কেন''…কিন্তু তারা নামাজ পড়ার সময় মারুফ বাইরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলো,তাকে কিছু বললো না।

* একজন ছেলে মসজিদে গিয়ে নামাজ পড়ে আসলো,আরেক ছেলে নামাজের সময়ে সাইবার ক্যাফেতে ঢুকে ব্রাউজ করলো। তৃতীয় ছেলে এসে দ্বিতীয় ছেলেকে বললো ''নাউজুবিল্লাহ,তোর দাড়ি ছোট কেন? দাড়ি রাখা তো সুন্নত''

* এক ছেলে ফজরের উঠে নামাজ পড়ে কুরআন তিলাওয়াতের পর তর্জমাসহ কিছুক্ষণ কুরআন পড়ে। তার রুমমেট ঘুম থেকে উঠে ৯টায়। আরেক ছেলে এসে নামাজী ছেলেকে বলে ''আস্তাগফিরুল্লাহ,তুই বাংলায় কুরআন পড়ছিস কেন? কুরআন পড়বি আরবীতে,আর না বুঝলে হুজুরদের কাছ থেকে জিজ্ঞেস করবি,নিজে বাংলায় পড়বি না''

* রফিক টিভি খুলে নাইন এক্স এম চ্যানেলে হিন্দী নাচ দেখে,শফিক পিস টিভিতে জাকির,আহমেদ দিদাতদের লেকচার শুনে। মফিজ শফিককে বলে ''তুই এই ফেরকার লেকচার শুনছিস? জানিস না জাকির একটা ভন্ড,মুনাফেক,ধর্মব্যবসায়ী,ফেরকা? চ্যানেল পাল্টা''…কিন্তু রফিক যে ওলালা দেখছে তা নিয়ে মফিজের কোন আপত্তি নেই।

* সমির,আসিফ,ফাহাদ তিন বন্ধু…সমির একজন ডিজে…সে থ্রী কোয়ার্টার,স্যান্ডো পরে রাতভর পার্টি করে। আর আসিফ একজন চাকরিজীবি। কিন্তু আসিফের এক ওয়াক্ত নামাজ ও কাজা হয়না,সে সময় পেলেই ইসলামী শাস্ত্র অধ্যয়ন করে। ফাহাদ আসিফকে বলে ''তুই ইহুদী-খৃস্টানদের পোশাক প্যান্ট-শার্ট পরে থাকিস কেন? সুন্নতি পোশাক পরতে পারিস না?''…তার আরেক বন্ধু সামির যে হারাম পথে চলে,তা নিয়ে কোন মাথাব্যথা নেই।

* সিয়াম দুই মাস পর পর গার্লফ্রেন্ড পাল্টায়…তাকে সবাই স্মার্ট ডাকে…

রিসাত প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে দ্বিতীয় বিয়ে করে…তাকে সবাই লম্পট,লুইচ্চা ডাকে।

* মীরা ১৪ বছর থেকে প্রেম করে আসছে,বিছানা ভাগাভাগিও করে আসছে এটা সবাই জানে,কেও কিছু বলেনা…কিন্তু শাহিদার ১৬ বছর বয়সে বিয়ে ঠিক হলে সবাই বলে ''ম্যাচিউর হবার আগে বিয়ে দেয়া ঠিক না''…

* মেয়েরা লেগিংস,কোয়ার্টি পরছে তা নিয়ে তোমার কোন মাথাব্যথা নেই,কিন্তু যে মেয়ে নেকাবে মুখ ঢাকে,বোরকায় শরীর ঢাকে তাকে তুমি বয়ান দাও ''বোরকা মানে পর্দা না,শাড়ী পরেও পর্দা করা যায়''…

* সালামত উল্লাহ সরকারী আমলা। তিনি নাকি এক সই করতে লাখ টাকা 'উপহার' নেন…তিনি তার কলেজ শিক্ষক বন্ধু আজমত সাহেবকে বলেন ''আজমত,তোমার তো যাকাত ফরজ হয়েছে,যাকাত দিয়েছো? আমি এবছর ৫০০০০০ টাকা যাকাত দিলাম''…

* ঈমানের পাঁচ স্তম্ভ নামাজ,রোজা,কালেমা,হজ,যাকাতের ধারেকাছে নেই,কিন্তু মাথায় টুপি দিয়ে গায়ে পান্জাবী পরে সেমিনারে গিয়ে জাল হাদীসের বয়ান দাও ''দেশপ্রেম ঈমানের অঙ্গ''

এসব আর কতোদিন চলতে থাকবে??

ফেবুতে লিখেছেন :জঙ্গীবিমান আপগ্রেডেড ভার্সন

বিষয়: বিবিধ

১৯৪১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File