পিতা মাতার কাছে সন্তানের অধিকার কি ? ঐশী ক তা পেয়েছে ?
লিখেছেন লিখেছেন তিতুমীর সাফকাত ২০ আগস্ট, ২০১৩, ১০:২৩:৫০ সকাল
পিতা মাতার কাছে সন্তানের অধিকার কি ?
১\ সুন্দর একটা ইসলামিক নাম ।
২\ বালেগ ও সামরথবান হওয়ার আগ পর্যন্ত লালন পালন ।
৩\ ইসলামিক মৌলিক শিক্ষা দান ।
৪\ বালেগ হওয়ার আগ পর্যন্ত সন্তানের সকল কাজের প্রতি লক্ষ্য রাখা এবং অন্যায় করলে তা শুধরে দেওয়া ।
৫\ ইসলামিক ভাবধারার প্রতি আনুগত্যশীল করে গরে তুলা ।
৬\ সঠিক সময়ে উপযুক্ত স্থানে বিবাহের ব্যাবস্থা করা ।
ঐশীর মা বাবা কুন কাজটা ঠিকভাবে করছিলো বলেন তোঁ ?
১\ ঐশী একটা সংস্কৃত নাম যার অর্থ ঈশ্বরপ্রদত্ত, সাধারনত বেদ এর ক্ষেত্রে তারা ঐশী বানী ব্যবহার করে।
২\ এইটা অবশ্য করছে লালন পালন তবে ঠিকভাবে করতে পারে নাই ।
৩\ এইটা যে করে নাই তা ঐশী কে দেখেই বুঝা যায়, শুধু যদি এই কাজটা করতো তবে ঐশী এইভাবে বখে যেত না ।
৪\ এইটা ১০০% নিশ্চিত করে নাই, বরং অন্যায় করলেও তাকে বাধা দেয় নাই, সময়মতো বাধা দিলে আজ এই দিন দেখতে হতো না ।
৫\ মুটেও নাই ।
৬\ এইটার ব্যাপারে মন্তব্য নিশঃপ্রয়োজন ।
বিষয়: বিবিধ
১৪৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন