চরম ভুল করলো মিসর

লিখেছেন লিখেছেন তিতুমীর সাফকাত ০৪ জুলাই, ২০১৩, ০৫:১৮:২৮ সকাল

চরম ভুল করল মিশরের

সেনাবাহিনীসহ বিশ্বের

গণতন্ত্রের ধ্বজাধারীরা ...

—হানীন ইলদারম

মিশরে সেনাঅভ্যুত্থান ! এর

অর্থ ? একেবারে সহজ ,

তৃতীয়বিশ্বযুদ্ধের সুচনা …

মুরসি মিশরের কোনোভাবেই অবৈধ

শাসক নন । মুরসি হচ্ছেন সেই

হাসানুল বান্নার মানসপুত্র যাকে চৌরাস্তায়

গুলি করা হয়েছিল ,

পরবর্তীতে যিনি এই

গুলিতে শহীদ হয়েছিলেন । সেই

সাইয়েদ কুতুব তার আদর্শ

যাকে কালিমার ব্যাখ্যা লেখার অপরাধে ফাসির

কাষ্ঠে ঝুলানো হয়েছিল ।

মুরসি এবং তার সহযোগিরা এইসব

লাশের পাহাড় এবং রক্তের সাগর

পাড়ি দিয়ে সাংবিধানিকভাবে ক্

করেছেন । তাদের প্রতিটি বিপ্লবীর অন্তরের

শরীয়তে ইসলামিয়্যার যে বারুদ

স্থাপিত

হয়েছে এগুলোকে কোনোভাবেই খুন

করা সম্ভব নয় । এতদিন পর্যন্ত

যে বারুদ শান্তিপুর্ণ উপায়ে সংরক্ষণ করে এসেছিল

এখন তা বিষ্ফোরণের সময়

এসে গেছে । এবার

মিশরবাসীরা তাদের

দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের

লক্ষে রাস্তায় নেমে আসবে । প্রয়োজনে তারা সিরিয়ার

মুজাহিদদের

সাথে মিশে যাবে আর

তখুনি মিশর-সিরিয়া এক

হয়ে যাবে । আর ইতিহাস বলে দিয়েছে যেদিন

মিশর-সিরিয়া এক হয়েছে সে দিন

বিশ্বের কোনো শক্তিই তাদের

সামনে টিকে থাকতে পারেনি ।

তারা যেদিন সুলতান সালাহুদ্দীন

আইয়ুবীর নেতৃত্বে এক হয়েছিল, সেদিন তারা বায়তুল মুকাদ্দস

উদ্ধার করেছিল । যে দিন

তারা মামলুক সুলতান রুকনুদ্দীন

কুতুজের নেতৃত্বে এক হয়েছিল ,

সেদিন তারা জালুত

পাহাড়ে হিংস্র তাতারিদের শোচনীয়ভাবে পরাজিত করেছিল ।

আর আজ তারা আবার এক হওয়ার

দিন এসে গেলো , অতএব এর

যে শেষ ফল

কী হতে পারে তা একমাত্র

আল্লাহই ভালো বলতে পারবেন । তবে আমরা এতটুকু

বলতে পারি যে এটা হচ্ছে তৃতীয়

বিশ্বযুদ্ধের সুচনা । আর এ লড়াই

হবে মুমিন বনাম মুনাফিক ও

কাফিরের মধ্যে । আজ

ইন্দোনেশিয়ায় খিলাফার আওয়াজ , বার্মায় জিহাদের

দামামা ,

বাংলাদেশে ইসলামিশক্তির

অভ্যুত্থান , পাকিস্তান ,

আফগানিস্তান , ইরাক , সিরিয়া ,

ফিলিস্তিন , চেচনিয়া , সোমালিয়া ও মালে । এককথায়

সারা মুসলিমবিশ্বের মহাজাগরণ.

ই একথারই জানান দিচ্ছে ।

আশ্চর্যজনক হলেও সত্য

যে মরক্কো থেকে ইন্দোনেশিয়া পর্

লড়াইরত মুজাহিদদের পতাকার রং হচ্ছে কালো । দলের নাম

ভিন্ন হলেও পতাকা কিন্তু এক ।

কালো । আর হাদীসে শেষ জমানার

কালো পতাকাবাহীদের বিজয়ের

সুসংবাদ এসেছে । একাধিক

হাদীসে এসেছে , যে ফিতনার যুগে যেনো এই উম্মত শাম

(সিরিয়া,লেবানন,ফিলিস্তিন,জর্

ান ও ইসরাইল) এর হিজরত করে ।

আর

বর্তমানে দেখতে পাচ্ছি সিরিয়া

দিকে চেচনিয়াসহ বিশ্বের বিভিন্ন মুজাহিদরা হিজরত

করছেন । এসবই প্রমাণ বহন

করে যে এ লড়াইটা মুমিন বনাম

মুনাফিক ও কাফিরের মধ্যে শুরু

হয়ে গেলো । একদিকে নেতৃত্ব

দিচ্ছে রাশিয়া ও তার পা চাটা গোলাম মুনাফিকরা , আর

অন্যদিকে নেতৃত্ব

দিচ্ছে আমেরিকা ও তার পালিত

কুকুর মুনাফিকরা । এদেরই

বিরুদ্ধে লড়ে যাচ্ছেন

মরক্কো থেকে ইন্দোনেশিয়া এর মুজাহিদরা । আর এটাই হচ্ছ

(জানি না স্ট্যাটাসের লেখক কে, যেই লেখুক ,পড়ে খুব ভালো লাগলো।)

ফেবু থেকে

বিষয়: বিবিধ

১৫১৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File