মলা মাছদের প্রতিবাদ
লিখেছেন লিখেছেন তিতুমীর সাফকাত ২৭ এপ্রিল, ২০১৩, ০৫:১০:২০ বিকাল
স্বরাষ্ট্রমন্ত্রী মখা আলমগীরকে মখা ডাকাতে মখা (মলা) মাছরা নিজেদেরকে অপমানিত মনে করছে বলে জানা যায় । গতকাল কুতকুত রেডিওতে এক স্বাক্ষাতকারে মখামাছ প্রতিনিধি তাদের ক্ষোভ প্রকাশ করে বলেন "মাছ হলেও তাদের আত্মসম্মান আছে , তাই তারা মানবজাতির কাছে অনুরোদ করেছেন আজীব চীজদের আর যাই হোক মখা বলে ডাকা যাবে না , নইলে নাকি মখামাছ সম্প্রদায় ভিটামিন এ সপ্লাই বন্ধ করে দেবে "
উল্লেখ্য যে মলামাছ মানুষকে প্রচুর ভিটামিন এ সাপ্লাই দিয়ে থাকে ।
বিষয়: বিবিধ
১২১৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন