কেউ কথা রাখেনি

লিখেছেন লিখেছেন তিতুমীর সাফকাত ২২ এপ্রিল, ২০১৩, ০১:০৫:২৬ রাত

এই স্নায়ুযুদ্ধ আর সহ্য হয় না । পরিবার ফেলে শতমাইল দুরে বাস করি লেখাপড়া বা চাকুরীর কারনে । আর আমরাই সবচেয়ে ভুক্তভূগী । কোনকিছু পাওয়ার আসা ছেড়ে খেটে চলেছি অবিরাম অথচ আমাদের খবর কেউ নেয় না । খমতার পালাবদলের আমরা কেবল ঘুটি মাত্র ।

আমি খুবই অবাক হলাম যখন মাহমুদুর রহমান সাহেবের একজন মানুষকে যালিমের নির্যাতনে পিস্ট হতে হচ্ছে তখন তার জন্য শক্ত কোন প্রতিবাদ নেই ! আর হাজারটা ইয়ামেন মরে গেলেই বা কি ? কেউ কোন খবর নিবে না । এমনকি কথা ছিল ?

তাই সুনীল গঙ্গোপাধ্যায় এর মতো বলতেই হচ্ছে ,

"চারটা বছর চলে গেল

হাসিনা কথা রাখে নি ,

দশ টাকায় চাল খাওয়াবে বলে

আজ ত্রিশটাকায়ও চাল পাওয়া যাচ্ছে না -

গলা ফুলিয়ে ঘরে ঘরে চাকুরী দিবে বলে

হাজার বিসিএস ক্যাডারের চাকরী খেয়েছে -

ঘরে ঘরে কায়েদি দিয়েছে ।

ফ্রি সার দিবে বলে

বাজার থেকে সার গায়েব করে দিয়েছে ,

কৃষক বেশি দাম দিয়েও সার পাচ্ছে না !

যুদ্ধাপরাদীর বিচারের নামে

মেগা সিরিয়াল চালাচ্ছে !

পদ্মা সেতু আজ গলার কাঁটা ।

বল হাসিনা আর কি চাস ?

আর কতো লাশ পেলে তুই

দশ টাকায় চাল দিবি ,

আর কতো রক্ত ঝড়লে

ঘরে ঘরে চাকুরী দিবি ফ্রি সার দিবি !

আর কতো মানুষ জেলে ভরলে তুই শান্ত হবি ॥

জনগণ আজ বলছে, দেখিস ! দেখিস একদিন আমরাও দিব

বিরাট বরাক বাঁশ সেদিন আর কেঁদে বুক ভাসালে চলবে না ॥

বিষয়: রাজনীতি

১৪০১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File