আপুরা একটু শোন

লিখেছেন লিখেছেন তিতুমীর সাফকাত ১০ এপ্রিল, ২০১৩, ১০:২০:৩০ রাত

প্রিয় আপুরা,

তোমরা অনেক রূপবতী, তোমাদের নিজের কোন ক্ষতি করো না , এমন ছেলের জন্য যে শুধু মাত্র তোমার রূপকে ভালবেসেছিল । মনে রেখ, তুমি তোমার বাবার রাজকুমারী আর মা এর আদরের পুতুল ♥

তাই কোন ছেলের জন্য নিজেকে খুব নিচু ও সস্তা মনে করো না ^_^

তুমি যে ভাবে হাসো ♥

তোমাকে খুব প্রাণবন্ত লাগে ♥

চোখ চিক চিক করে উঠে ♥

গালে টোল পরে ♥

যে ভাবে তুমি আনন্দ করো ♥

মা বাবা বন্ধু বান্ধব এর সাথে যে ভাবে সারাটা দিন লাফা লাফি হাসি আনন্দে কাটাও ♥

তোমাকে ছোট্ট মায়াময় একটি পরীর মত লাগে ♥ ♥

প্রিয় আপুরা , আল্লাহ'র শোকর আদায় করো, আল্লাহ তোমাকে এত রূপ মাধুর্যদিয়ে সৃষ্টি করেছেন। এখানে তোমার হিংসা বা অহংকার করার কিছুই নেই। কারন এটা আল্লাহ'র দান মাত্র। নিজেকে রক্ষা করো অন্যায় কাজ থেকে মা বাবা ভাইবোন এর কথা চিন্তা করো তোমার কিছু হয়ে গেলে তাদের কি হবে । আমার লক্ষী আপু তোমার জন্য অপেক্ষা করছে সুন্দর ভবিষ্যত । স্বপ্নের মত সুখী একটি পরিবার স্বামী সন্তানরা আসবে তোমার জীবনে একদিন তুমিও মা হয়ে উঠবে হয়ে উঠবে একটি পরিবারের কর্ত্রী । তবে কেন এত তাড়াহুড়া আপু ? তুমি কি পারবে তোমার স্বামীকে ধোকা দিতে ? মনে রেখ " নিশ্চই আমি খারাপ মেয়েদের জন্য রেখেছি খারাপ পুরুষ এবং খারাপ পুরুষের জন্য খারাপ নারী "( আল কোরআন ) তুমি কি চাও না তোমার জীবনসঙ্গী হোক একজন আদর্শ জীবনসঙ্গী তোমার সন্তানরা হোক শ্রেষ্ঠ সন্তান ? তবে মনে রেখ ভাল বীজকেই কৃষক ভাল জমিতে রোপন করে আর সেখান থেকেই ভাল ফল আসে । Happy

বিষয়: বিবিধ

১৩১৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File