বাঁচান এই সন্তানকে এই দেহকে নইলে সবশেষ

লিখেছেন লিখেছেন তিতুমীর সাফকাত ০৫ এপ্রিল, ২০১৩, ০৮:২৪:৪৭ রাত

২৪ টা বছরের গর্ভধারণের পর ৯ মাসের তীব্র প্রসবজ্বালার পর জন্ম হলো এক সন্তান । যার কিছুই ছিল না , রোগা পটকা দেহ অপুষ্টির শিকার পরজীবির লুন্ঠনে জর্জরিত । যখন সে বিয়াল্লিশ বছরের বালক সবে কৈশর দেখা দিচ্ছে দেখা দিচ্ছে যৌবনের দিকে যাওয়ার বহু আকাঙ্খিত শিঁড়ি তখনি আবার ভয়াবহ রোগে আক্রান্ত হলো সে । দেহেরই শ্বেতকণিকার কিছু অংশ তার দেহের বিরুদ্ধেবিদ্রোহ করলো কিছু জন্মত্রুটির জন্য । দেহকে বাঁচাতে অন্য শ্বেত কণিকাগুলো প্রাণপন লড়তে লাগলো । কিন্তু মস্তিষ্ক বিশ্বাসঘাতকতা করলো , সে পক্ষ নিলো মুষ্ঠিমেয় বিদ্ধংশী কণিকাগুলোর । ভাল কণিকাগুলো নিজেদের জীবন দিলো দেহের জন্য তারপরও মস্তিষ্ক তার ভুল বুঝতে পারছে না ক্রমেই তার নষ্টামী বাড়ছে , ক্রমেই দেহ নাস্তিকতা নামক ক্যন্সারের দিকে যাচ্ছে । এবার ভাল কণিকারা ঠিক করলো শেষ আঘাত হানবে এর পরও যদি মস্তিষ্ক ঠিক না হয় তবে মস্তিষ্কের খারাপ অংশটুকু চিরতরে ধ্বংশ করে দিতে হবে , ধ্বংস করতে হবে বিশ্বাসঘাতক কণিকাদের । কারণ একবার যদি দেহ ক্যান্সারে আক্রান্ত হয়ে যায় তবে আর কোন চিকিতসা নেই অঙ্গহানি ছাড়া ॥

বিষয়: রাজনীতি

১০৩০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File