নামাজ পড়লে আল্লাহ টাকা দেয়!

লিখেছেন লিখেছেন রক্তচোষা ১৮ জুন, ২০১৩, ০৯:৩১:৫৫ রাত

বিতর নামাজ পড়তে মসজিদের বারান্দায় এসে দেখি পাঁচ বছরের একটা ছেলে নামাজ পড়তেছে।

আমি নামাজ যেভাবে পড়ছি ঠিক সেইভাবে আমাকে অনুসরন করতেছে!

নামাজ শেষে তাকে বললামঃ

-তুমি আমার মত নামাজ পড়েছ কেন?

-আমি নামাজ পড়তে পারিনা !

-তোমার আম্মু তোমাকে নামাজ শিক্ষায় না?

-উনিতো নামাজ পড়তে পারেনা!

-পড়াশোনা কর?

-হুম,ক্লাস ওয়ানে।

-কার সাথে মসজিদে এসেছে?

-আব্বুর সাথে!

-নামাজ পড়লে কি হয়?

-আল্লাহ খুশি হয়!

-আল্লাহ খুশি হলে কি হয়?

-আব্বু বলেছে,নামাজ পড়লে আল্লাহ খুশি হয়e টাকা দেয়!

আমাদের সবার উচিত পরিবারের সবাইকে(ছেলেদের) নিয়ে মসজিদে যাওয়া এবং ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করা।

আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দিন।

আমিন।

বিষয়: বিবিধ

১৩৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File