গণতন্ত্রের বিজয় !!

লিখেছেন লিখেছেন মোনের কোঠা ১৮ জুন, ২০১৩, ০৯:৫৬:০৬ রাত

গণতন্ত্রের বিজয় !!

সিটি কোর্পরেসনের নির্বাচনের মাধ্যমে প্রমানিত হলো বর্তমান সরকার গণতান্ত্রিক সরকার ৷ এই সফল নির্বাচন গণতন্ত্রের মানস-কন্যা শেখ হাসিনার আর একটি যুগান্তকারী সফলতা ! এই নির্বাচন শেখ হাসিনার চিন্নিত শত্রুদের গালে আরো একটি "চপেটাঘাত" , যারা এতদিন তাকে স্বৈরাচারী , গণতন্ত্র হত্যাকারী প্রভৃতি বিভিষণে ভুষিত করে আসছিলো ! বাংলাদেশে স্থানীয় পরিষদের নির্বাচন মানেই ভোট-কেন্দ্র দখল , ব্যলট -বাক্স ছিনতাই , কারচুপি , লাশ , বিশেষ করে সরকারী দলের দাপটে বিরোধী দল থাকতো "ভোট-কেন্দ্র" ছাড়া ! কিন্তু এবারের নির্বাচনে ছিলো পুরোপুরি উল্টো চিত্র ৷ ঈদের আমেজে , আনন্দঘন উত্সবে , আপামর জনতার স্বতস্ফুর্ত অংশগ্রহনে এবার অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সরকারের নির্বাচন , যা বাংলাদেশের ইতিহাসে এক বিরল ঘটনা !

জনগণ এই নির্বাচনের মাধ্যমে প্রমান করলো যে একটি নির্বাচিত সরকারের অধীনে সুষ্ঠ , অবাধ নির্বাচন সম্ভব ! শুধু এবারের নির্বাচন নয় , বর্তমান সরকারের আমলে প্রায় পাঁচ হাজারের মত নির্বাচনে জনগণ স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহন করে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে ! প্রতিটি নির্বাচন ছিলো স্বচ্ছ এবং কলঙ্কমুক্ত ৷

তাই , বিরোধী দল বিশেষ করে বিএনপির উচিত জনগনের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে , তত্ত্বাবধায়ক ইস্যু বাদ দিয়ে , আগামী সাধারণ নির্বাচনে স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহন করা ৷ তা না হলে সচেতন জনগণ কিন্তু আগামী নির্বাচনে তাদেরকে "লাল-কার্ড" দেখাবে !!

জয় বাংলা , জয় বঙ্গবন্ধু ,

বিষয়: রাজনীতি

৯৪১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File