মনটা ভরে গেল

লিখেছেন লিখেছেন কবিতা ২৬ ফেব্রুয়ারি, ২০১৩, ০২:০১:৫৫ রাত

জনপ্রিয় একটি ব্লগ নিষিদ্ধ হয়ে যাবার পর আমার যে কেমন অশান্তি লাগছিল ও বুকের ভিতর কি এক কষ্ট লাগছিল সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। যদিও আমি ব্লগ লিখি না শুধু পড়ি। দেশের বাহিরে থাকি আত্মীয় স্বজন নাই তাই সেই ব্লগটি ছিল আমার অবসর সময়ের সাথি। শুধু পড়তে পড়তেই সেই ব্লগকে এতো ভালোবেসে ফেলেছি যে তাকে হারিয়ে আমি দিশেহারা হয়ে যাই। গত কাল ব্লগার হাসান ভাই এর Facebook থেকে bdtoday ব্লগ এর খবর জানতে পারি তারপর এখানে এসে যা দেখলাম খুশিতে আমার মনটা ভরে গেল। কারণ এখানে এসে দেখি প্রিয়জনের সবাই আছে।

যদিও আরো অনেক ব্লগ আছে সেগুলো আমার মনের সাথে মিলে না ।

বিষয়: বিবিধ

৯৯০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File