অনেক অনেক খুশী লাগছে।
লিখেছেন লিখেছেন কবিতা ১৩ মে, ২০১৩, ০৫:২২:৪৮ বিকাল
মাকে নিয়ে লেখাটা লিখেছিলাম মনের কষ্ট থেকে।আসলে আমার মা মারা যাবার পর আমি কিছুতেই মানতে পারছিলাম না আমার মা মারা গেছে।যদিও তগদিরের ওপর আমার পুরাপুরি বিশ্বাস আছে,তার পরও সব সময় মনে হত আমার মা কোথায় চলে গেল,কেমন করে গেল আমাদেরকে রেখে।যেই মার সারাক্ষণ চিন্তা-ভাবনা ছিল আমাদেরকে নিয়ে।এক মূর্হতের জন্যও ভুলতে পারি না মায়ের মুখ।সারাক্ষন ইচ্ছা করে মায়ের সাথে কথা বলতে,মাকে ছুতে মন চায়,এই রকম মনের অবস্হায় বিডি ব্লগে দেখতে পেলাম মাকে নিয়ে প্রতিযোগীতা।আমার খুব ইচ্ছা করল আমার মনের কষ্ট গুলো লিখতে।কিন্ত লিখব কি ভাবে আমি তো লিখতে জানি না।কখনো কোন কবিতা বা গল্পের একটা লাইন লেখার জন্য চেষ্টাও করি নাই।মনে মনে ভাবলাম আমি তো গল্প বা কবিতা লিখবো না আমি শুধু আমার মনের কথা গুলো গুছিয়ে লিখতে না পারি আগুছালো ভাবেই লিখবো।প্রতিযোগীতায় পুরস্কার পাওয়া পরের কথা প্রতিযোগীতায় আমার লেখা কোন স্হান পাবে আমি চিণ্তা ও করি নাই আশাও করি নাই।তো কালকে আমার এখানে সন্ধা সাতটায় ব্লগে লগইন করে দেখি আমাকে বোন রাইয়ান আমার মায়ের উপর লেখা পোষ্টে গিয়ে জানিয়ে দিলো যে আমি প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছি।কিন্তু আমি ঠিক বুঝতে পারছিলাম না আমার বোন কি বলতেছে তখন প্রথম পাতায় গিয়ে দেখলাম মা"কে নিয়ে ব্লগ লেখা প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয়েছে ও আমার লেখা টাও র্নিবাচিত হয়েছে ,এত বেশী খুশী হয়েছি যে ভাষায় প্রকাশ করতে পারব না।পুরস্কার বড় কোথা না আমার অগুছালো এলো মেলো লেখাটা র্নিবাচকরা র্নিবাচন তালিকায় রেখেছেন এতেই আমি অনেক অনেক খুশী হয়েছি।আর বোন রাইয়ানকে অনেক অনেক ধন্যবাদ খবর টা দেওয়ার জন্য।
বিষয়: বিবিধ
১৬৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন